নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

রেখেছি পাথরকে

০২ রা জুন, ২০১৫ সকাল ১১:১৩



প্রজারা টাকা গচ্ছিত রেখেছে
রাজাদের টাকা আছে ধনভান্ডারে
মায়েরা টাকা দিল টাকা সন্তানকে
পকেটে ,স্কুল যাবার আগে।
গাছেরা রস সঞ্চয় করে রেখেছে।
তুমি কি একটা পাথর দেবে না আমাকে
আমি পাথর রাখব আমার সাথে।
তোমার দেওয়া একটা পাতা আমার কাছে-
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলো বাবা!
যুদ্ধবন্দীরা মুক্ত হল!
আমার শিকল হাতে !
তোমার দেওয়া গাছের পাতা বেঁধে রেখেছি শিকলে।
আমার হাতে লোহার ব্যাগ আছে
তাতে আমি রেখেছি পাথরকে।
আমি বইয়ে বেড়ায় তরুনের মত করে
আমি তরুন, তরুনের রক্ত আমার আছে।
আমার রক্ত তোমার পাথর হজম করে
আমি কান পাতি তোমার স্পর্স আছে বলে
আমার বুকে আরেকটি পাথর আছে
আমি পাথরকে ভালোবাসি পাথরের মত করে
তোমার উপহার তুলে রেখেছি ভিক্ষুক বেসে
এই উপহার পেয়েছি তাও কল্পনাতে।
আমাকে একটি উপহার দিও বাস্তবে
আমাকে কেউ উপহার দেয়নি
একটি ফতোয়া পরতে চায় বলতে
পারছি না যে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.