নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কর্মসংস্থান নীতি+ চাকরি চাই

১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২১

কর্মসংস্থান নীতি+ চাকরি চাই
বাংলাদেশের বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশী এবং সেই তুলনায় কর্মক্ষেত্র এত কম যে বেকার সমস্যা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে ।যাইহোক এজন্য বেকারদের পুনর্বাসন পরিকল্পনা জরুরী । এজন্য সরকার যা যা করতে পারে ।যেমন -
১. সরকার উচ্চ শিক্ষিত বেকারদের জন্য মৌমাছির খামার করে বেকারদের মৌমাছি চাষের সুযোগ দিতে পারে ।
২. সরকার মধ্য শিক্ষিত এইচ এচ সি পাশ - বেকারদের জন্য সরকারি গোডোয়ান খুলে সেখানে কাঁচামাল রাখার সুযোগ দিতে পারে।
৩.সরকার নিম্ম শিক্ষিত মানে এসএসসি পাশ -বেকারদের জন্য সবজির ক্ষেত করে তা চাষের সুযোগ দিতে পারে ।
৪. পিএচডি পাশ বেকারদের জন্য ঔষধি বৃক্ষের ক্ষেত করে সেখানে শ্রম দেওয়ার ও আয় করার সুযোগ দিতে পারে ।
৫. ডাবল পিএচ ডি বা ডাবল মাস্টার্স বা যারা ইন্জিনিয়ার বা ডাক্তার তাদের জন্য হাতের কাজের প্রশিক্ষণ , খুচরা যন্ত্রপাতি তৈরি বা পানির বোতল তৈরি বা সেলাই এর কাজ দেওয়া যেতে পারে ।
৭. ঘোষণাঃ মিডিয়াতে সরকার ঘোষণা দিতে পারে যে মৌলিক শিক্ষা যথেষ্ট । মৌলিক শিক্ষা নিয়ে আপনারা মাঠে মানে কর্মক্ষেত্রে নেমে জান । কারণ সরকারি চাকরির ছিট সীমিত।
২৬.ঘোষণাঃ আরেকটি ঘোষণা দিতে পারে যে ..যে পড়বেন পড়েন । চাকরি না পেলে সরকার দায়ি নন ।
২৭. কোটা ৫৬% +আর বেকারদের জন্য ১০ % কোটা দিয়ে মোট ৬৬% কোটা হতে পারে ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.