নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কবিতা - প্রমানিত বিষয়

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রমানিত বিষয়

আমার গাছ উপড়ে গেছে
ছাদ ভেঙে গেছে
পোশাকে আমার ময়লা !
আমার ঘামের সাথে বুকের গন্ধ মিশে গেছে
ফুলের টবের ছোট চারাটি খেয়েছে পাখিতে
মানুষ পড়ে গেলে কেমন লাগে ছাদ থেকে
ট্রাকের নীচে মানুষ পড়ে
আমার সাথে পৃথিবীর আড়ি!
বৃত্ত আঁকতে গিয়ে শিশু মার খেল !
খেলতে গিয়ে শিশু আর ঘরে ফেরেনি!
আমার কেউ নেই এটা প্রমানিত।
খাতা ফুরালে যেমন পেজ থাকে না
আমার আর তোমার সাথে বেড়ানো হল না
কলম ফুরালে আর কালি থাকে না
আমার বাহু ভারি হয়ে গেছে
নিঃশ্বব্দ আমার প্রমানিত বিষয় ।


মানুষ মুক্তি চায়
কবির সাথে
দেখা হয়েছিল কার সাথে
সভ্যতার এই প্রভাতে?
যে সভ্যতার সাথে পৃষ্ঠারা থাকে
অজানা ছবির মত করে
যে ভাত বিষের মত
মানুষ যায় ভাতের আঘাতে!
কবিকে জিজ্ঞাসা করতে হয়েছিল
কি শিখেছিলেন তার কাছে
কবি বললেন যে
মানুষের মুক্তি হল না
মানুষের কাছ থেকে
মানুষ মুক্তি চায়
পাখি ঝটপট করে
যেখানে শান্তি সেখানেই অশান্তি
যার সকালটা অন্ধকার
যে আছে একা হয়ে!
যে পাথর একা পড়ে আছে
তার পথে আছে।
চোখ বাধা আছে না দেখার মত করে
যে মানুষরা রাত্রে স্বপ্ন দেখে।
কবে মুক্তি হবে
কবি কি শিখেছিলেন শেখানে
শিখেছিলেন বুকের ছবি আঁকা
কবে মানুষ মুক্তি পাবে ।


৪৬
আমার পূঁজ আছে

মাথার চুল ময়লাতে
জামা কাপুড় ছিড়ে গেছে
দেখা হয়েছিল সেই কবির সাথে
রাস্তার পাশে।
কবি বলেছিল-
আমার প্রতিটি প্রভাতে
রাস্তার পাশে
আমার দিন কাটে
রাস্তার এক তরুনীর সাথে।
আমার পূঁজ আছে ঘাড়ে
যে আমার মত পূঁজ বহন করে ।
যে তরুনী চুল বাঁধে
রাস্তার ধারে
গায়ে ময়লা !
হাতে ময়লা!
কাপুড় ছিড়ে গেছে ।
যে ঘর ছাড়বে আমার সাথে
শোবে আকাশের নীচে ।
মানুষের সাথে পাথররা থাকে
পাথরের পাশে পাথর থাকে
কবির একটি হাতে
ফুল থাকে!
সেই ফুল দেখা যায় না
বুক ধুকে ধুকে
সেই তরুনীর হাসি আছে
সেই তাকায় হাসি হেসে ।
সকলেই তাকাই সেই তরুনীর দিকে
ঘৃণা ভরা দিকে।
তার ঠোঁটের ঘায়ের সাথে হাসি মিশে থাকে
থাকে সে ভাতের আঘাতে।
কবির সfথে আজ তার প্রেম
হলেও হতে পারে ।
এতদিন কবি স্বপ্ন দেখেছে
সংসার হবে এরকম নারীর সাথে ।
পুকুরে মরা মাছ ভেসে ওঠে
গাছ মরে গেছে
সেই তরুনী হাসে
আয়না সাথে করে
তরুরীর হাসি আসে তার
ঠোঁটের কসার ঘায়ের সাথে ।




মনে আছে


এ তরুনের স্বভাব আছে
শিশুকাল মনে আছে
আমি থাকি বালির বাঁধে।
আমার ভুলে যাওয়া স্বভাব
হাতের কনুইয়ে আমার ব্যথা থাকে
আমার দুপা টেনে ধরে।
আমার পথ চলা ভারি পায়ে
আমি খায় ক্ষুধা পায় বলে
আমার কথা আমার হাটু জানে
আমি কথা বলি হাটুর সাথে।
আমার পায়ের পাতায় কোদালের বাড়ি আছে।
আমার তাকানো আমার শীরারা জানে
শরীরের লোম আমার কিছু মরে গেছে
আমার বুকে ঢালু আছে।
আামার পিঠে বক্রতা আছে
আমার ঘাড়ে শীত লাগে ।
আমার থুতনিটা কাঁপে কাঁপে
কি বলব বলব করে।
আমার কথাগুলো স্বাভাবিক হবে
স্বাভাবিকের চাইতেও বেশী স্বাভাবিক হবে
তাই সেটাকে অস্বাভাবিক মনে হতে পারে
পাগোলকে বাঁধা আছে খুটির সাথে
যে খুটিটা তাকে ধরে রাখতে পারে
আমার ব্যথাগুলো স্বাভাবিক হবে
সবকিছু স্বাভাবিক আমি অস্বাভাবিক বলে ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.