নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

নিজের লেখা কবিতা

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৯

ভালবাসা টিকবে না!

তোমাকে এতটাই ভালোবাসব
ভালবাসা টিকবে না!
ঘৃণা করবে, উগ্র ভালোবাসা
আমার স্পর্স ভয়াভহ!
অন্তরের স্পর্শ, দেহের স্পর্শ!
আমার ভেতর মানবাত্মা খেলা করে।
কোন একদিন হলেও মনে হয়েছিল সৃষ্টিকর্তার সৃষ্টি সার্থক
আমার কারণে।
মানবত্মার সাথে আমি খেলা করি
সেই ভালবাসা তোমাকে কেড়ে নেবে
ভালোবাসা আমার ভয়াভহ!
যে বৃষ্টি কখন বন্ধ হবে না,ঝড় বন্ধ হবে না
ভালোবাসা রন্ধ্রে রন্ধ্রে ,প্রতি পদক্ষেপে
সেই ভালোবাসা প্রবল ঘৃণার জন্ম দেবে।
তিক্ততায় ভরে দেবে জীবন সমদ্র
তিক্ততায় ছেড়ে যাবে তুমি
আর ফিরে আসব না ।



সংসারকে কত ভালোবাসে?

বাঁশের পাতার নড়াচড়া দুর থেকে দেখা যায়
দেখি কুকুরকে কাছে।
আমার আর পাড়ে যাওয়া হয়নি
নদীর ঐ পাড়ে
গৃহিনীরা সকালে উঠেছে
আজকেও তারা কাজে।
গৃহস্থরা মাঠে যাবে
গৃহিনীরা রাঁধে।
গৃহিনীর ব্যস্ততা আর
বালতিতে দূরে ফেলা পানি
এ ছুড়ে ফেলা আরেক রকম
অনুভব করে মাটি!
পালকিতে বউ যায় দুলে দুলে
আজ থেকে তার শুরু নতুন এক কাজে
আমার ভ্রমন শেষ হল না
আমি হাটি আমার নিজে।
আমার জীবনটা আমার মরনেও বাঁধে
গাড়ীতে করে এ লাশ
মাছিরা আরও আসে।
আমার আর আশা হল না
নদীর ও পারে
আমার হাটা ,শ্বাস আর বাহু আমার খুব রাগে
গৃহিনীকে দেখে শিখেছিলাম
এ সংসারকে ও কত ভালোবাসে ।



মাথা দিয়ে ঘাম বেরচ্ছে!

অসময়ে এ তরুণ বসে আসে
গাছ উপড়ে গেল
আজকে ফুলের গাছে পানি দেওয়া হয়নি
মাথা দিয়ে ঘাম বেরচ্ছে!
আমার কবিতা পাখির পালকের মত
একটির সাথে আরেকটি লাগছে না।
আমি তোমার সাথে ঝগড়া করব বলে
আজ প্রথমে অফিস ফাঁকি দেওয়ার মিথ্যে বাহানা করব।
আজ রাগ ভাঙাব পা ধরে
আজকের রাগতে রাগতে হাসি হবে
কবুতরের খাঁচার দরজা খোলা হয়নি
দাঁত মাজা হয়নি ।


ভালবাসা টিকবে না!

তোমাকে এতটাই ভালোবাসব
ভালবাসা টিকবে না!
ঘৃণা করবে, উগ্র ভালোবাসা
আমার স্পর্স ভয়াভহ!
অন্তরের স্পর্শ, দেহের স্পর্শ!
আমার ভেতর মানবাত্মা খেলা করে।
কোন একদিন হলেও মনে হয়েছিল সৃষ্টিকর্তার সৃষ্টি সার্থক
আমার কারণে।
মানবত্মার সাথে আমি খেলা করি
সেই ভালবাসা তোমাকে কেড়ে নেবে
ভালোবাসা আমার ভয়াভহ!
যে বৃষ্টি কখন বন্ধ হবে না,ঝড় বন্ধ হবে না
ভালোবাসা রন্ধ্রে রন্ধ্রে ,প্রতি পদক্ষেপে
সেই ভালোবাসা প্রবল ঘৃণার জন্ম দেবে।
তিক্ততায় ভরে দেবে জীবন সমদ্র
তিক্ততায় ছেড়ে যাবে তুমি
আর ফিরে আসব না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ২০ শে জুন, ২০১৫ সকাল ১১:২৩

তৌফিক মাসুদ বলেছেন: দারুন অনুভুতির প্রকাশ। ভাল লাগল। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.