নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

নিজের লেখা কবিতা ৪

২০ শে জুন, ২০১৫ সকাল ৯:১২

ঘরের দিকে

আজকাল কবিতা লিখছি স্বাচ্ছন্দে
কলম ফুরাচ্ছে, খাতা ফুরাচ্ছে!
আমি গরীব মানুষ জেলেদের মত
জলদস্যুদের মত,মাছ ধরে সে কার জন্যে ?
আমি মানবের আত্মাকে ধারন করি
জেলে ঘর ছেড়ে ঘরে ফেরে
গভীর সমদ্র থেকে ফিরে আসে জলদস্যু
কিসের টানে ?
অনেক ঝড়েও ফিরে আসতে চাই আমি
আমি তবু ফিরি ঘোরে
সমস্ত টান থাকে ঘরের দিকে ।





শাখা প্রশাখায় আমার বসবাস

পঁয়সার শব্দকে আমার লোহার শব্দ মনে হয়
টাকাকে মনে হয় শুকনো পাতা ।
যে নারী টাকা চেনে তাকে দেখেছি
আমি মানুষ গুনি ভিন্নভাবে
আমি বুক দেখি ভিন্নভাবে
আমি ভ্রমণ পিপাসু।
উদ্দেশ্য ভ্রমণ করেছি রাত্রী ও দিনে
চলেছি লোকাল গাড়ীকে
মানুষকে ঝুলতে দেখেছি,মানবাত্মাকে দেখেছি ঝুলতে।
আমি অসহায়দের মাঝে সৃষ্টিকর্তাকে চিনেছি
আমি অত্যাচারিত বুকে মানবাত্মাকে দেখেছি
আমি মানবাত্মাতে গুনি বুক দেখে।
শিরা উপশিরা আর শাখা প্রশাখায় আমার বসবাস
মানবাত্মাকে আমি ধারণ করি ।




ভালোবাসা আমার সংস্কৃতি

আমার রক্ত পড়া বন্ধ হল না
বুকের চামড়া মাংস খোসে পড়ে
আমার বুকের চামড়া নেই,হাড় নেই
এ এক উগ্র ভালোবাসা।
আমার কম্পন বন্ধ হয় না
তুমি আমাকে স্পর্শ করনি
তোমার শরীরের সবজায়গায় আমার স্পর্শের দাগ আছে।
ভালোবাসা আমার সংস্কৃতি
মনুষ্যত্বের সাথে আমি ঝগড়া করি
তোমাকে ভালোবেসে মনুষ্যত্বহীন হব,
ক্ষুণি হব, দাগি আসামি হব।
তোমাকে খুশি করার জন্য আমার বুক জ্বলে
মানবাত্মাকে আমি ধারণ করি
আমার বুক জ্বলে
আমার রক্ত পড়া বন্ধ হল না
এ এক উগ্র ভালোবাসা ।




প্রতি পদক্ষেপে

তোমাকে এতটাই ভালোবাসব
ভালবাসা টিকবে না
ঘৃণা করবে, উগ্র ভালোবাসা
আমার স্পর্শ ভয়াভহ
অন্তরের স্পর্শ, দেহের স্পর্শ
আমার ভেতর মানবাত্মা খেলা করে
কোন একদিন হলেও মনে হয়েছিল সৃষ্টিকর্তার সৃষ্টি সার্থক
আমার কারণে।
মানবত্মার সাথে আমি খেলা করি
সেই ভালবাসা তোমাকে কেড়ে নেবে
ভালোবাসা আমার ভয়াভহ।
যে বৃষ্টি কখন বন্ধ হবে না,ঝড় বন্ধ হবে না
ভালোবাসা রন্ধ্রে রন্ধ্রে ,প্রতি পদক্ষেপে
সেই ভালোবাসা প্রবল ঘৃণার জন্ম দেবে
তিক্ততায় ভরে দেবে জীবন সমদ্র
তিক্ততায় ছেড়ে যাবে তুমি
আর ফিরে আসব না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.