নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

নিজের লেখা কবিতা

২২ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

মনটা বলছে যাবো না যে

আমার সাথে দেখা হবে কার সাথে
আজ আমার মন ভেঙে গেছে।
বহুদিন পরে অরাহারদের খাবার এসেছে
অনাহাররা খাবার আনতে দৌড়াবে সেইখানে
ফাঁদ দেখেও ঈঁদুর লাফ দেয় যে কারেনে
এর মাঝে তার এক চঞ্চলতা আছে।
ভালো পোশাক পেলে কিশোরীরা নাচে
আজ আমি বছরের শেষে
কোনখানে কে যেন আঁড়ি পেতে আছে।
কে যেন দেখছে আমাকে মাথা নীচু করে
আজ আমাকে যেতে হবে সেইখানে।
আমার কোন ভালো পোশাক নেই
না আছে চেহারা একেবারে
মনটা বলছে যাবো না যে
তবু আমাকে যে হবে কোনখানে ।




রক্ত বের হয় কি কারনে?

মূর্খেরা সহ্য করে
তাদের তাকানো যেন সরল ভাবে
কঠোর হৃদয়ের ভাষা আছে
রক্ত বের হয় কি কারনে?
প্রত্যেকের ভেতরে মানব নামক আত্মা আছে
মাংস পঁচলে গন্ধ বের হয় কি কারনে
এ কোন কারনে মানুষের শরীর আছে
আত্মায় ব্যথা হলে শরীরে জ্বর আসে।
মানুষেরে অনুপ্রেরণা দেয় যে মানুষে
আজ তাদের অনুপ্রেরণা কোথায় আছে?
আমি বুক দেখি ভিন্নভাবে।
অর্থ মানুষকে সুখ দিচ্ছে
সেই অর্থ সুখ কেড়ে নিচ্ছে
আমার মানুষটি ঘরে এলে
আজ আমি বসতে দিবনা তাকে
মারব মেরে মার খাওয়ার কষ্ট বুঝাব তাকে।
আত্মারা ফেটে কেঁদে মরে!
একা একা কাদতে ভালো লাগেনা যে,
আজ আমি কাদব
আমার প্রেমীকার সাথে
বসতে দিব না তাকে
কাদব তার সাথে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.