নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

হায় দেশ তুই কেন ধ্বজভঙ্গ কারন শিক্ষার গোড়ায় গোলদ।

২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

হায় দেশ তুই কেন ধ্বজভঙ্গ কারন শিক্ষার গোড়ায় গোলদ।




ভূমিকাঃ বাংলাদেশ চলে কৃষক ,গার্মেন্টস শ্রমিক এবং বিদেশী শ্রমীকদের পাঠান টাকায় । উল্লেখ্য এই তিন শ্রেণী বাংলাদেশের জনসংখ্যার আশীর্বাদ। উল্লেখ্য এই তিন শ্রেণী ততোটা শিক্ষিত নয় । বাদবাকী জনসংখ্যার উচ্চ শিক্ষিত তথা আমলা ও নেতা গোছের লোকেরা তথা রাজনীতিকরা দেশকে বাঁশ দেওয়া চোর শ্রেণী । মাঝখানে আছে ব্যবসায়ী তারা সৎ বা অসৎ। প্রাইমারি শিক্ষক নিয়োগে বরতমানে ৯০% কোটা । সরকার জানে এই ৯০% ভোট তার । বিসিএসে ৫৬ % কোটা । সরকার জানে এই ৫৬ % ভোট তার ।


ব্যখ্যাঃ
বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ২২+ বয়সীদের পড়ার টেবিলে অবশ্যই চাকরির বই তথা এমপিথ্রি ,প্রফেসরস থাকবেই । কিন্তু কার টেবিলে একটি ভালো জীবনী , মুক্তমণা বই , সাহিত্য পাবেন না ।
এরা যদিও কেউ কেউ কোরআন পড়ে তাও আবার সৃষ্টিকর্তা কোরআন না পড়লে যদি চাকরি না দেন সেই আশায় ।
এদের কাছে চাকরির বই মানে মুক্তির সনদ তথা খাবারের আশ্রয় ।
এরা বসে বসে মুখস্থ করে –কে লিখেছে বলাকা কাব্যগ্রন্থ – উত্তর রবীন্দ্রনাথ । কিন্তু ঐ বইটি আজ পর‌্যন্ত সে খুলে দেখেনি ।
এই শিক্ষা মানেই চাকরির বই পড়া আর চাকরি সংস্থান ।যে ভাবেই হোক ঘুষ দিয়ে তদবির করে একটি চাকরি মেলান । আর যারা চাকরি দেয় তারা একটি চাকরি দিয়ে দুটি পয়সা পাওয়ার আশা করে । রাজনীকরা কোটা প্রথার মাধ্যমে রাজনীতি করে । প্রাইমারি শিক্ষক নিয়োগে বরতমানে ৯০% কোটা । সরকার জানে এই ৯০% ভোট তার ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: আরো একটু গুছিয়ে লেখার দরকার ছিল।

বক্তব্য স্পষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.