নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কবিতা পড়ে সময় পার

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১৫

উগ্র অন্ধকার

যেখানে শুধু অন্ধতার আছে
সেখানে যাবো
আমার উগ্র অন্ধকার ভালো লাগে
আর আলোতে আসব না ।
অন্ধকারে আমার কাজ হবে কান্না
কিছু মানুষ আছে কাঁদে
আমি তাদের জন্য শোক করব
আমি তরুণ
তরুণের কান্নায় গলা ফাটবে
সারা বিশ্বের মানুষ জানবে।
এ পৃথিবীর ভেতরের কান্না কেউ শোনে না
আমি সবার কান্না অট্টালিকা প্রাসাদে
পৌছে দিব ।
কেঁদে কেঁদে রাতে কাউকে ঘুমাতে দিব না ।



গরম পানির মত

আমার সাথে একটি মানুষ কথা বলেছিল
তারপর থেকে আমি গরম পানির মত
শুকাচ্ছি,হতে পারে সে বসতির মেয়ে
তার মত করে তোঁতলা কথা কেউ বলে না
কেউ খোঁপা বাঁধলে খুব ভালো লাগে
সে খোঁপা না বাধলেও তাকে মানায় ।
মানুষ ভালো পোশাক পরলে মানায়
মানানের জন্য নোংরা তার পোশাকটি আমার
মায়ার কারন হয়েছিল!
যে বোনকে দেখলে সব ভাইয়ের কান্না চাপে
যে সন্তানকে দেখলে সব বাবার বুকে মায়া হয়
সে মেয়েটিকে স্বামীর হাতে মার খেতে হয়েছিল
রাস্তায় দেখেছি একটু , কথা হয়েছিল একটু
আর দেখা হবে না হয়তো

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৯

ফেক রুধির বলেছেন: এ পৃথিবীর ভেতরের কান্না কেউ শোনে না
আমি সবার কান্না অট্টালিকা প্রাসাদে
পৌছে দিব ।


লাইনটা খুব ভালো লেগেছে।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৩৬

খালিদ১৪ বলেছেন: তাই । এ সব কবিতা ন্যাকামির মত। তাও লিখি । অন্যায় সহ্য হয়না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.