নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি কবিতা

০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৪

রক্ত বের হয় কি কারনে?

মূর্খেরা সহ্য করে
তাদের তাকানো যেন সরল ভাবে
কঠোর হৃদয়ের ভাষা আছে
রক্ত বের হয় কি কারনে?
প্রত্যেকের ভেতরে মানব নামক আত্মা আছে
মাংস পঁচলে গন্ধ বের হয় কি কারনে
এ কোন কারনে মানুষের শরীর আছে
আত্মায় ব্যথা হলে শরীরে জ্বর আসে।
মানুষেরে অনুপ্রেরণা দেয় যে মানুষে
আজ তাদের অনুপ্রেরণা কোথায় আছে?
আমি বুক দেখি ভিন্নভাবে।
অর্থ মানুষকে সুখ দিচ্ছে
সেই অর্থ সুখ কেড়ে নিচ্ছে
আমার মানুষটি ঘরে এলে
আজ আমি বসতে দিবনা তাকে
মারব মেরে মার খাওয়ার কষ্ট বুঝাব তাকে।
আত্মারা ফেটে কেঁদে মরে!
একা একা কাদতে ভালো লাগেনা যে,
আজ আমি কাদব
আমার প্রেমীকার সাথে
বসতে দিব না তাকে
কাদব তার সাথে ।




আলাদা ভাব আসে

আজকের দিনটি শেষ হয়েছে
দিন শেষ হলে দিন আসে।
আমার তাকানোতে আলাদা ভাব আসে
পুরানো বৃক্ষের ব্যথা আছে।
অনেক মানুষ তার ডাল ভেঙেছে
পুকুরের পানি শুকিয়েছে
ছোট শিশুরা পুকুরে নামেনা কি কারনে
শিশুদের বেড়ে ওঠা মাছের মত করে
স্বাধীনভাবে তাদের জীবনটা চলে।
ধুলি ওড়ে বৃষ্টি হলে কাদা হবে বলে
আমার জীবনে ধুলিকনা আছে
কোন মানুষ আমাকে চাচ্ছে না বলে!
আমাকে পাগোল ভেবে সবাই এড়িয়ে চলে
আমার মানবত্মার মহত্ত্ব এইখানে ।



কান্নার শব্দ
আজকের দিনে সূর্য উঠেছে
রক্ত ঝরেছে মানুষের
মানুষের চোখে কান্না
কান্নার শব্দ আসে না প্রকৃতিতে
মানুষকে দেখেছি যেন ভিন্নভাবে
দেয়ালের ভেতরে ইট আছে।
সব মানুষ পথে হাটে
আমার হাটা চলা খাওয়া ভারি পায়ে।
শিশুরা কাদে,কয়েদখানায় বন্দী মানুষ
মানুষের ক্ষতি মানুষের কারনে
পাগোলকে বাধা আছে বেঁড়ি দিয়ে
শিশুকে কাঁধে নিয়ে নিয়ে মা চা বাগানে
শ্রমীকরা রাতেও কাজ করে ।
কপালের ঘামের আলাদা ভাষা আছে
ঘামের স্বাদও আলাদা আলাদা হতে পারে
বেশী খেলেও ঘাম বের গতে পারে
না খেয়েও ঘাম বের হতে পারে।
মানুষ হাসলে ঠোঁট নড়ে!
না হাসলেও ঠোঁট নড়ে!
সব দিনই সূর্য উঠে
এ সুর্য সবার কাছে আলাদা হতে পারে ।














পাগোলের মত তন্নতন্ন

আমার সারাদিন সারাবেলা গুরত্বপূর্ণ
পাগোলের মত তন্নতন্ন
মাথায় কি যেন আসছে না !
সবকিছু বাদ দিয়ে যেতে গেলে
কোন কিছু বাদ দিতে পারি না !
যে জিনিস কেটে গেছে কবিতায়
আমি কাঁদলে আমার নিজের লজ্জা লাগে
পাথরের আড়ালে লুকিয়ে আছে ছোট গাছ
পানির নীচে আগাছা ।
আমার অভিজ্ঞতা নোনতা
আমি বাঁচতে গিয়ে বাঁচতে পারনাম না
আমি চিন্তা করি লুকিয়ে
দুশ্চিন্তা ভুলে গেছি!
আমার মাথায় ছাতা আছে
বৃষ্টি আমাকে ভিজিয়ে দিচ্ছে।
আমি পোশাক পরি এক
পোশাকের উপর আরেক পোশাক।
আমার সব কাজ সারা
কোন একটা যেন বাকি রয়ে গেছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.