নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কেন মানুষ নেশা করে? আত্মহত্যার কারন???

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১২

কেন মানুষ নেশা করে? আত্মহত্যার কারন???

কেন মানুষ নেশা করে?
নেশা একটা মানসিক ব্যপার ।মানুষ স্বাভাবিক পরিস্খিতিতে থাকতে থাকতে একসময় নতুন কিছু পেলে তার প্রতি তার আগ্রহ জন্মে। সে ভাবে নেশা করলে তার পরিস্থিতির উন্নতি হবে বা সে সবার চেয়ে আলাদা হতে পারবে। সবাই তাকে আলাদা ভাবে গন্য করবে বা স্মার্ট মনে করবে।ব্যক্তি অনেক সময় সখের বসত এমন একটি বন্ধু (নেশা) খুঁজে নেই যা তার জীবনকে একেবারে শেষ করে দিতে পারে।
হতাশা নেশার একটা বড় কারন। জীবনে কোন সমস্যা এলে ব্যক্তি তা থেকে উত্তরণের চিন্তা না করে বা বিকল্প পথ না খুঁজে সে কষ্টকে ভুলতে চাই। তাই সে নেশায় আসক্ত হয়। পরবর্তীতে নেশা তার জীবনের আরো ক্ষতি করে জীবনকে শেষ করে দেয়।
জীবন মানেই সমস্যা। ব্যক্তি যখন মনে করে তার জীবন মানেই কষ্ট তখন সে কষ্ট থেকে উত্তরণে কথা ভেবে নেশাকে অবলম্বন করতে চাই।
এছাড়াও ছোট নেশা থেকে আস্তে আস্তে ব্যক্তি বড় নেশায় যেতে পারে । যেমন সিগারেট তারপর গাজা তারপর হিরয়িন ।
বাজারে নেশার আধিক্য, প্রচারণা, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে ব্যক্তি নেশাগ্রস্ত হতে পারে।
নেশা ব্যক্তির অর্থের ক্ষতি,শারিরীক ক্ষতি,সময়ের ক্ষতি,মানসিক ক্ষতি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষতি করে।
ধর্মে নেশা করা একটি কঠিন পাপ। হাদিছে আছে মানুষকে বিভিন্ন কষ্ট দিয়ে পরীক্ষা করা হবে। যত ভালো মানুষ হবে তার পরীক্ষা বেশী হবে । ধৈর্য ধরার জন্য মানুষের জন্য রয়েছে মহাপুরষ্কার। আর নেশা করার পরকালে তার জন্য শাস্তি রয়েছে।


আত্মহত্যার কারন???
আত্মহত্যা একটি ঝোক যা কারো কারো ভেতরে থাকতে পারে। হতাশা থেকে এটা আসে। ব্যক্তি যখন নিজের প্রতি অসন্তুষ্ট হয় বা কাছের মানুষের দ্বারা কষ্ট পায় সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।মানুষের জীবনে কষ্ট আসতেই পারে । কষ্ট সবার জীবনে থাকে সে কষ্ট কারো বেশী কারো কম। সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে । ব্যক্তি সমস্যা সমাধানের বিকল্প উপায় না খুঁজে আত্মহত্যার ভেতর নিজেকে সপে দেয়।
অন্যকে শিক্ষা দিতে ,অভিমান করে,জীবনের প্রতি অবমূল্যায়ন,রাগ ও জেদ থেকে আত্মহত্যার জন্ম।
ধর্মে এটি কঠিন পাপ। হাদিছে আছে মানুষকে বিভিন্ন কষ্ট দিয়ে পরীক্ষা করা হবে। যত ভালো মানুষ হবে তার পরীক্ষা বেশী হবে । ধৈর্য ধরার জন্য মানুষের জন্য পরকালে রয়েছে মহাপুরষ্কার। আর আত্মহত্যার জন্য কঠিন শাস্তি রয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩১

বিপরীত বাক বলেছেন: ।মানুষ
স্বাভাবিক পরিস্খিতিতে থাকতে
থাকতে একসময় নতুন কিছু পেলে তার
প্রতি তার আগ্রহ জন্মে। সে ভাবে
নেশা করলে তার পরিস্থিতির উন্নতি
হবে বা সে সবার চেয়ে আলাদা হতে
পারবে। সবাই তাকে আলাদা ভাবে
গন্য করবে বা স্মার্ট মনে করবে।----right..

২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৬

মিমমা সুলতানা মিতা বলেছেন: Manush 2 karone attohotta korte cy. khub dukkho pele ar khub anondo pele. Amar az etto etto anondo hoiche j amar sei nilgiri er uchu pahar hotey laf dye prokritir buke mishe jete ecche korchilo. Za attohottar samil

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.