নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কেন আমরা মন্দ কাজকে মন্দ জেনেও মন্দ কাজ করি?

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯


পৃথিবীর সব বিবেক সমান । বিবেক মন্দকে মন্দ বলা সত্ত্বেও আমরা কেন খারাপ কাজ করি ?
১. আমরা তাৎক্ষণিক ফল চাই । তাই যে কাজে তাৎক্ষণিক লাভ বেশী সেটা করি ।
২. নিজের ক্ষেত্রে যুক্তি পাল্টে যায়। নিজেকে ভুল বুঝিয়ে বা নিজের ভুলগুলো না বুঝে বা নিজের ক্ষেত্রে রায় পরিবর্তন করে পাপ কাজে পা বাড়াই।
৩.ভালোকাজ সবসময় করলে একঘেয়েমি আসে । পাপ কাজ করে আবার ভালো কাজ করা এটার মাঝে অনেকেই তৃপ্তি পায়।
৪. মানুষ ঈন্দ্রিয় সুখ পাগোল। তাই সে ঈন্দ্রিয়কে নিয়ে থাকতে চায়।
৫. মানুষ স্বার্থকেন্দ্রিক জীব সে চাই নিজেকে যেকোনভাবে সুখি করতে ও বাঁচাতে।
৬. মন্দকাজে আনন্দ বেশী। ভালোকাজেও আনন্দ আছে কিন্তু ঈন্দ্রিয় সুখ কম।
৭. সবাই জানে খারাপ কাজে অন্যের ক্ষতি ও পাপ হয়। কিন্তু লোভ, সামাজিক প্রতিযোগিতা , সাংসারিক চাহিদা ইত্যাদির কারনে মানুষ অন্যায় করে।
৮. কৌতুহল বশত আমরা খারাপ কাজ করে থাকি।
৯. যেহেতু খারাপ নিষিদ্ধ তাই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের লোভ বেশী।
১০. যে জিনিস মানুষ পাই না। যে জিনিস মানুষের জন্য কম মজুদ আছে সেটা পাওয়ার প্রতি মানুষের লোভ বেশী।
১১. মানুষ তার শ্র্রেষ্ঠত্য ধরে রাখার জন্য খারাপ কাজ করতে পারে।খারাপ কাজ করে সে গর্ব করতে পারে।
১২. প্রতিশোধ নেওয়ার জন্য কেউ খারাপ হতে পা্রে।
১৩. যে জিনিস শরীরের শীরা মাংসের সাথে সবসময় লেগে থাকে যেমন কাম, ক্ষুধা ইত্যাদি। এগুলোকে মানুষ ভুলে থাকতে পারে না। এগুলো পেতে সে খারাপ কাজ করতে পারে।
১৪. সৃষ্টিকর্তার প্রতি উপযুক্ত জ্ঞান না থাকলে মানুষ খারাপ কাজ করতে পারে।
১৫. ভালো মূল্যবোধ না থাকলে, পরিনাম জ্ঞান , দূরদর্শীতা না থাকলে মানুষ খারাপ কাজ করতে পারে।
১৬. আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ,জ্ঞান , আত্মসংবরণের ক্ষমতা কম থাকলে মানুষ খারাপ কাজ করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.