নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকাও একটি ইবাদত

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২



আত্মহত্যাকারী জাহান্নামে যাবে।কারণ বেঁচে থাকাও একটি ইবাদত।
হাদিসে আছে যে,“ মুমিন এক আশ্চরযজনক ব্যপার। সে যখন সুখে থাকে তখন আল্লাহর প্রশংসা করে। আর দুঃখে থাকলে ধৈয ধারণ করে।” মানুষ পাপ থেকে বাঁচলেও ছোয়াব। ভালো কাজ করলেও ছোয়াব। ভালো কাজের আকাঙ্ক্ষা করলেও ছোয়াব।মানুষ কষ্ট সহ্য করে যখন বেঁচে থাকে তখন তা তার জন্য আরো বেশী ছওয়াবের কারণ হতে পারে।
ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান দিয়েছে তার কর্ম ও বিশ্বাস অনুসারে। মানুষকে হাশরের ময়দানে প্রশ্ন করা হবে যে- তুমি তোমার জ্ঞানকে কোন কাজে লাগিয়েছ? যৌবনকে কোন কাজে লাগিয়েছ? জীবনকে কোন কাজে লাগিয়েছ? সম্পদকে কোন কাজে লাগিয়েছ?
হাদিস অনুসারে নিজ পরিবারকে হালাল রিযিক সরবরাহ করাও একটি ভালোকাজ। নিজ সন্তান সন্তুতি ও স্ত্রীকে ভালোবাসাও একটি ভালোকাজ। যে কোন মানুষ বা প্রাণীর প্রতি দয়া করাও একটি ইবাদত। এবং যৌবন বয়সের ইবাদত সবচেয়ে সুন্দর ইবাদত বলে বিবেচিত।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

আসিফামি বলেছেন: আলহামদুলিল্লাহ / অনেক অনেক সুন্দর আর আসল একটা কথা বলেছেন । বেচে থাকি বলেই তো আশা থা রাব্ ভালো কাজ করার । জীবনটা আল্লাহ রাব্বুল আল আমীন এর একটা নেয়ামত সেইটাকে রক্ষা করা দায়িত্ব ; আর অন্যের জীবন ও যাতে ভালো থাকে সেইটা দেখাও আমাদের দায়িত্ব ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: আল্লাহ যেন আমাদের সবাইকে ভাল পথে চলার তৌফিক দান করুক, আমিন।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: আজ পরপর দুটো পোস্ট করেছেন। ছোট ছোট পোস্ট। ছোট ছোট পোস্ট না দিয়ে বড় একটা পোস্ট দিলেই তো পারেন!
যাই হোক পোস্টটা সুন্দর। যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ, কানারী বলে কিছু থাকলে, তারা তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.