নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ে কিন্ডারগার্টেনের শিক্ষক / শিক্ষিকা….

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫


মনেহয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা/ শিক্ষিকারা কিন্ডার্গার্টেনের শিক্ষক/শিক্ষিকাদের চাইতে অনেক পিছিয়ে।
বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম।মহিলা টিচারদের সেই গঁধবাধা ক্লাস আর শিক্ষকদের মুখস্থ কিংবা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখে দেখে লেকচার আজও মনে পড়ে।
শিক্ষকরা সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার কথা ভাবে। আর ক্লাসে একটু আধটু কোন রকম পড়িয়ে চলে যেত।
তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কোনবারই বিদেশী পরিসংখ্যানে নিম্ম স্থানেও আসতে পারে না।
বিশেষ করে মহিলা শিক্ষিকাদের সেই বই দেখে দেখে পড়ানোর কথা মনে করিয়ে দেয়, আজও মনে পড়ে কিন্ডার্গার্টেনের শিক্ষিকাদের কথা।
মনেহয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা/ শিক্ষিকারা কিন্ডার্গার্টেনের শিক্ষক/শিক্ষিকাদের চাইতে অনেক পিছিয়ে।
আমার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ইংরেজি উচ্চারণ করত না এই ভয়ে যে কথায় তার উচ্চারণ ভুল হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: তাই নাকি !!

আমি এমন কোন ইংরেজি শিক্ষক দেখিনি, উনি ইংরেজি বলতে পারেন না !!!
কেমন বিশ্ববিদ্যালয়ে পড়লেন !! পরিবর্তন করতে পারতেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

অবনি মণি বলেছেন: ভাগ্যিস ,এখানে বলেছেন ।এমন কিছু সত্য কথা লিখে ফেবুতে পোষ্ট দিয়েছিলাম বলে আজ কিছু শিক্ষক আমাকে ব্যক্তিগত ভাবে এটাক করেন নিয়মিত । আমার যে কোন কোথায় আমাকে হেরেস করছেন । বই দেখে তো রিডিং আমরা যখন ক্লাস থ্রিতে পরতাম তখন থেকেই পড়িয়ে যাচ্ছি ।আমরা এই ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার যোগ্য তখনই হয়েছি আর এরা এখন ভুরি ভুরি পিএইচডি নিয়ে চেয়ারে বসে রিডিং পড়িয়ে যাচ্ছে !

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

খালিদ১৪ বলেছেন: copy= paste= research

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.