নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

আবার বন্য পাখিকে ভালোবাসার নামে তাদের খাঁচায় ভরে পোষা হয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

পশু প্রাণীকে কষ্ট দেওয়া উচিৎ না।
তবে যদি এমন হয় যে কোন পশু বা প্রাণী খুব বেশী জ্বালাতন করছে তবে তা জবাই করে ফেলা বা হত্যা করা যাবে। তাহলে সেটার কষ্ট কম হবে।
যেমন এলাকাতে খ্যাপা কুকুর।একবারে হত্যা করতে হবে। ধারাবাহিকভাবে জ্বালাতন বা কষ্ট বা পুড়িয়ে মারা বা গরম পানি দিয়ে কষ্ট দেওয়া বা হাত পা কেটে দেওয়া--এগুলো অন্যায়।
তবে অনেকেই কুকুর বা বিড়ালের গায়ে গরম পানি ঢেলে দেয় বা গাড়ি চাপা দেয় বা এমন ভাবে মারে যে পশু প্রাণী অক্ষম হয়ে যায়। এটা করা উচিৎ না।
তবে অত্যাচার বেশী হলে একবারে জবাই করে দেওয়া উচিৎ।
আবার বন্য পাখিকে ভালোবাসার নামে তাদের খাঁচায় ভরে পোষা হয়। এটা বন্য পাখির প্রতি অত্যাচার । কারণ খাঁচাতে তাকে জোর করে বন্দি করে রাখা হয়েছে।স্বাভাবিক জীবন ব্যাহত করা হচ্ছে।
কোন এক ধর্মে এরকম এক কাহিনী আছে এক পাপী মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়ে স্বর্গ পেল।
আর এক পূণ্যবাণ লোক বিড়ালকে বেধে রেখে অত্যাচার করল তাই তাকে নরক যেতে হবে।
আর একটা কাহিনী আছে এনছিয়েন্ট ম্যারিনার কবিতায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.