নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

আমার সৃষ্টিকর্তা দর্শন।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪০



১.
সৃষ্টিকর্তার দয়া থেকে নিরাশ হতে চাই না
ছোট ছোট সৎকাজ ছাড়তে চাই না
ছোট ছোট সৎকাজ এনে দিতে পারে শান্তি
সৎকাজে অবিরাম, নেই কোন ক্লান্তি।
২.
মানুষকে ভালোবাসব
খুজে বেড়াবো কোথায় আছে মানুষের সেবা
মানুষের জন্যে হাটবো পথে
মিলবে সৃষ্টিকর্তার দেখা।

৩.
সৃষ্টিকর্তার ভয় নিয়ে চলতে চাই
মানুষকে ভয় নাই
এ ভয়কে করে পুজি
এ ভাবেই যেন জীবন বুঝি।



০১৯২২৪০৩৯২১
৪.
আমার সৃষ্টিকর্তা আমাকে দেয়নি
খারাপ প্রেরণা
হয়নিকো আামি জঙ্গি
হয়নিকো সন্ত্রাসী
পেতে চাইনা খারাপের ছলনা।
৫.
জীবনের মাঝে সবসময়
সৃষ্টিকর্তাকে স্মরন করতে চাই
জীবনের পথে হেটে হেটে
সৃষ্টিকর্তাকে পেতে চাই সবজায়গায়।

৬.
এটা আমার সাধারণ অনুভূতি
সাধারণ অনুভূতি থেকে লেখা
মানুষের মাঝে থেকে সৃষ্টিকর্তাকে চিনতে চাই
এটা সৃষ্টিকর্তার কাছ থেকে শেখা।
৭.
এ আমার ভাবনার জগৎ
একা করি ধ্যান
অনুসূচনা নিয়ে থাকি
খারাপ কাজে অনুসূচনার মাঝে
পেয়েছি অনেক জ্ঞান।

৮.
আমি শান্তির বানি খুজি
শান্তির পথে হেটে হেটে
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি
জীবনের দর্শন ঘেটে ঘেটে।
৯.
আমাকে আমি পেয়েছি আমার
সৃষ্টিকর্তার মাঝে
সকাল আর সাঝে
সৃষ্টিকর্তা আমাকে প্রেরণা দেয়
তার প্রার্থনাতে।
১০.
আমার পাপবোধ আমার সকল ভাবনাতে
পাপবোধ ছাড়লোনা কাজে
সৃষ্টিকর্তাকে ভুলতে পারলাম না যে
সৃষ্টিকর্তা আমাকে প্রেরণা দেয় ভালো কাজে
খারাপ কাজে আমার লোভ লাগে
সৃষ্টিকর্তাকে পেতে সৃষ্টিকর্তার প্রেমে
ভুলে যেতে যায় আমার পাপ ইচ্ছাকে।

১১.
আমি পাপ ছাড়তে পারলাম না
পাপ আমাকে ছাড়লো না কাজে
কাজ ছেড়ে কবিতা লিখছি পাপ ভুলতে
সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে অবশেষে
শুরু করতে চাই আবার পৃথিবীটাকে ।


১২.
আমি সাঁতরাতে চাই ,হাটতে চাই
পৃথিবীকে দেখতে চাই ভালোকরে
সঙ্গে থাকবে সৃষ্টিকর্তা আপন ভুবনে।
১৩
সৃষ্টিকর্তা আমার রক্তের প্রেরণাতে
সৃষ্টিকর্তা আমার ভাবনার জগতে
সৃষ্টিকর্তা আমার পাপ বোধের ভেতরে
সৃষ্টিকর্তা আমার পথ চলাতে
সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করল কি কাজে
সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসে
আমি সৃষ্টিকর্তাকে ভালোবেসে গেলাম কাজে
সৃষ্টিকর্তা ছাড়া অসহায় আমি একেবারে
সৃষ্টিকর্তার আমার উৎস, আমার উৎস
আমার ভাবনা জগতে।

১৪.
আজ বেলা শেষে আজ রাতের অন্ধকারে
আজ সারা অনুভূতি দিয়ে আমার সৃষ্টিকর্তা
আমার সৃষ্টিকর্তার কাছে কি চাইব
আমার মন লাগিয়ে
আমার এ অসহায় জগতে ,নিরালাতে
অবসরে সবখানে, সকল উন্নতিতে
সৃষ্টিকর্তার কির্তী আছে।
আমার অনুসরণের জায়গা সৃষ্টিকর্তা
আমি সামনে রেখে চলতে চায় সৃষ্টিকর্তাকে
ধরে রাখতে চায় উন্নতিকে।






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.