নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

এটা হয়তোবা আমার ব্যক্তিগত সমস্যা, তবুও সবার সাথে ভাগ করলাম।

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

একসময় আমি খুব রেডিও শুনতাম। যখন প্রথম এফ এম রেডিওগুলো চালু হল। খুবই ভাল লাগতো কারণ বিনামূল্যে খুব ভাল ভাল গান শুনতে পেতাম। তারপর শুরু হল আর জে –এর উপস্থাপনা। সেটা আরো ভাল লাগতো কারণ একটানা গান শোনাটা ক্রমশঃ বিরক্তিকর হয়ে যেত। এরপর গান আর উপস্থাপনার সাথে সাথে বিজ্ঞাপণ দেওয়া শুরু হল। এটা মেনে নিতেই হবে কারণ আমি বিনামূল্যে গান শুনলে কি হবে, এফ এম কোম্পানিগুলোতো বিনামূল্যে চলতে পারেনা। আর তাদের উপার্যনের একমাত্র উপায় হল বিজ্ঞাপন।

এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপর শুরু হল আর জে-দের বাংরেজি কথা বলা এবং সাথে ইংরেজী এবং হিন্দি গান শোনানো। এখানটাতে এসে আমার আর রেডিও শোনার আগ্রহ থাকলনা। কারণ বাংলাদেশের রেডিওতে ইংরেজী গান কিছুটা মেনে নিতে পারতাম (যদিও মেনে নিতে কষ্ট হত) কিন্তু হিন্দি গানগুলো কোন মতেই মেনে নিতে পারতাম না। ফলাফল এক সময় নেশার মত রেডিও শোনা থেকে বর্তমানে ১০০ হাত দূরে আছি।

ইদানিং আমার এই সমস্যাটা এখন স্যাম হোয়ার ইন ব্লগ নিয়ে। যখনই কোন ব্লগার ইংরেজিতে ব্লগ পোষ্ট করে কেন জানি আমি মেনে নিতে পারিনা, ঠিক রেডিওতে হিন্দি গান শোনার মত। আমি শিরোনামেই বলেছি যে এটা হয়তোবা আমার ব্যক্তিগত সমস্যা। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আমার স্যাম হোয়ার ইন ব্লগের নেশাটাও অচিরেই ছুটে যাবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুই একজনকে দিয়ে যাচাই করলে তো হবে না। এখানে প্রায় সবাই বাংলায় লিখেন। আর চেষ্টা করুন মানসিক ভাবে শান্ত থাকার জন্য। কোন সমস্যা হলে প্রিয়জন বা বন্ধু যে কারো সাথে শেয়ার করুন। :)

শুভ কামনা।

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৮

নিরব জ্ঞানী বলেছেন: সমস্যাটা কিন্তু আমি বন্ধুদের সাথেই শেয়ার করলাম। :)

আপনাকে শুভেচ্ছা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: এটা নিয়া মাথা ঘামাবেন না ভ্রাত! দুই একজন মাঝে মাঝে দুই একটা ইংরেজি পোস্ট দেয়। তবে মাসে প্রকাশিত হাজার পাঁচেক পোষ্টের মধ্যে তা মাত্র ৪/৫ টা! ব্লগিং করুন, শুভকামনা রইল।।

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫০

নিরব জ্ঞানী বলেছেন: ভাল থাকবেন ভ্রাত!

বরাবরের মত- মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনিও ভাল থাকবেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭

নতুন বলেছেন: অনেকেই হয়তো প্রথম প্রথম ইংরেজীতে পোস্ট দেয়... হয়তো ভাল বাংলা লিখতে পারেনা...

তাদের বাংলায় লিখতে অনুপ্রেরনা দেয়া উচিত আমাদের....

আমিও তাদের বলি বাংলায় লিখতে...

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

নিরব জ্ঞানী বলেছেন: :)

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

বিপ্লব06 বলেছেন: চিন্তার কুনো কারণ নাই! এই প্লাটফরম ইংরেজি হবার সম্ভাবনা খুব কম!

আর ইংরেজি পুস্ট কেউ সহজে পড়েনা! ব্লগার নতুনের সাথে আমিও একমত, "অনেকেই হয়তো প্রথম প্রথম ইংরেজীতে পোস্ট দেয়... হয়তো ভাল বাংলা লিখতে পারেনা... তাদের বাংলায় লিখতে অনুপ্রেরনা দেয়া উচিত আমাদের.... "

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

নিরব জ্ঞানী বলেছেন: :)

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: ইংরেজী পোস্ট তেমন আসে না!! সংখ্যার হিসেবে।

বাংলা যেগুলো আসে সেখানেও আপনি মন্তব্য করেন না। ৩বছরের কথা বাদ দিলাম, আপনার ২১টি পোস্টের বিপরীতে মন্তব্য করেছেন ১১৫টি, পেয়েছেন ১৬০টি !! (এটি বাদে)। মানে করার চেয়ে, পাওয়া বেশী !!

বেশী, বেশী মন্তব্য করুন, ভাল লাগবে। সামুর নেশা অাপনাকে ধরে নি।

১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৫

নিরব জ্ঞানী বলেছেন: কেউ মাতাল হয়ে ভাংচুর করে আর কেউ ঘুমিয়ে পড়ে। আমি দ্বিতীয় দলে।

আমি আসলে লিখার থেকে পড়তে বেশি ভালবাসি।

আপনাকে শুভেচ্ছা।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

জাহিদ জুয়েল বলেছেন: রেডিও ব্যাপারটার সাথে পুরা একমত,
যদিও এবসির কিছু প্রগ্রাম খুব শুদ্ধ বাংলায় কথা হয়, ভাল লাগে।

আর ব্লগের ব্যাপারে কিছুই জানি না, কারন আমি নতুন সদস্য সামু তে।

তারপর ওঁ বলব থাকেন না আমাদের সাথে, ভাল মন্দ নিয়েই তো এই জগত।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.