নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ-হানাবি

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬

‘হানাবি’ হল জাপানের আতশবাজীর উৎসব । প্রতি বছর গ্রীষ্মে জাপানে হানাবি উৎসব হয়। এলাকা ভেদে হানাবি জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে। আমি জাপানের যে শহরে থাকি সেখানে গত ২০ শে জুলাই হানাবি উৎসব হয়েছিল। ক্রমাগত ঘ্যান ঘ্যান করায় বউ বাচ্চা নিয়ে হানাবি দেখতে গিয়েছিলাম। যেহেতু আমি একজন নতুন ফটোগ্রাফার তাই আমার আকর্ষণ ছিল মূলতঃ ছবি তোলার দিকে। কিছু ছবি তুলেছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যাওয়ার আগের দিন নেট ঘেটে আতশবাজীর ছবি তোলার কায়দা কানুন জেনে নিয়েছিলাম। সেগুলোও আপনাদের সুবিধার জন্যে লিখে দিলাম







হানাবির ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই ট্রাইপড সাথে নিতে হবে। কারণ আপনি ছবি তুলবেন লং এক্সপোসারে। খালি হাতে ক্যামেরা অবশ্যই স্থির রাখতে পারবেন না। সুতরাং হানাবি শুরু হওয়ার আগেই ভাল একটা জায়গা দেখে ট্রাইপড সেট করা উচিত। রিমোট সাটার রিলিজার ব্যবহার করলে ছবি খুব সুন্দর এবং সার্প আসবে।








ক্যামেরার অ্যাপারচার রাখবেন f৮ থেকে f ১৬ এর মধ্যে। ম্যানুয়েল ফোকাস নিয়ে আপনার ক্যামেরার ফোকাস ঠিক করে নেবেন কারণ ছবি তোলার সময় অটো ফোকাস থাকলে ছবি ঘোলা হতে পারে অথবা সময় মত ক্লিক নাও হতে পারে।







এখন আসি আসল টেকনিকে। ছবি অবশ্যই বাল্ব মুডে তোলা উচিৎ। এই পদ্ধতিতে ছবি তোলার সুবিধা হল আপনি প্রথমবার ক্লিক করলে এক্সপোসার শুরু হবে এবং দ্বিতীয় বার ক্লিক করলে এক্সপোসার শেষ হবে। এখন আপনাকে অনুমান করে নিতে হবে কখন আতশবাজীটি ফুটবে। ফোটার আগ মূহুর্তে আপনি ক্লিক করবেন আর ফুটে শেষ হওয়ার সাথে সাথে আপনি দ্বিতীয়বার ক্লিক করবেন। বাল্ব মুড ছাড়াও ছবি তুলতে পারেন। সেক্ষেত্রে সাটার স্পিড বাড়িয়ে ২ থেকে ৪ সেকেন্ডের মধ্যে রাখবেন।











মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৩

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার...চমৎকার...চমৎকার...ছবি আর তথ্য দুটোই!

২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২১

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

২| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

রিকি বলেছেন: ছবিগুলো অনেক অনেক সুন্দর ভাইয়া :) :)

২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২২

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৩| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

যোগী বলেছেন:
হানাবির ছবি আমিও তুলেছি, কিন্তু খালি হাতে। একটা পোষ্টও দিয়েছিলাম। হানাবি কে নিয়েই আমি আমার নিজের ছবি উঠাইছিলাম। ;)

২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২৪

নিরব জ্ঞানী বলেছেন: আপনার পোষ্টটা পেলাম না। :(
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।।

৪| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি সাথে দারুণ কৌশল বাতলে দিলেন। পোস্টে +++ আপনাকে ধন্যবাদ।

শুভকামনা রইল।

২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২৫

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাকে শুভেচ্ছা।

৫| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর পোষ্ট। ভালো লাগলো অনেক।

২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। :)

৬| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

বৃতি বলেছেন: fireworks এর ছবি অনেক তুলেছি- কিন্তু কোন বারেই স্টিল ছবি ভালো আসেনি। আপনার দেয়া টিপসের জন্য থ্যাংকস।

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৭

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
আশা করি এবার ভাল ছবি তুলবেন। :)

৭| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সব ছবি।++

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.