নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ছবি ব্লগ

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

প্রতিফলন


জীবনে চলার পথে অনেক সময় সামনে তাকিয়ে পথ নাও পেতে পারেন। তাই বিকল্প একটা পথের কথা আগেই ভেবে রাখুন।

হাঁস



একদিন বিকেলে মেয়েকে নিয়ে কাছের একটি পার্কে গিয়েছিলাম। সেখানে একটা কৃত্রিম ঝর্ণার মাঝে কয়েকটি হাঁস সাঁতার কাটছিল।

একাগ্রতা


তিনটি মেয়েই নৃত্যরত কিন্তু মাঝের মেয়েটিকে দেখেই কেন জানি আমার মনে হয় সে তার নাচটি পুরো মাত্রায় উপভোগ করছে।

একাকীত্ব


অনেক সময় আপনার নিজেকে একা মনে হয়। তখন কারো সাথে কথা বলতে বা সময় কাটাতে ইচ্ছে হয়। কিন্তু কখনো কখনো একাকীত্বও আপনার সময়কে উপভোগ্য করে তুলতে পারে।

মেঘ


মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে।

আনন্দ চক্র


কখনো কখনো আনন্দের খোঁজে কাজ থেকে অবসর নেওয়াই যেতে পারে।

আধাঁরে আনন্দ


তাই বলে রাতের আধাঁরে আনন্দের খোঁজে বাইরে থাকার দরকার নেই। পরিবারকে সময় দিন।

ঘাসফুল


একদিন ছুটি হবে, অনেক দূরে যাবো......
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো......

বাবা-কন্যা


আমি আর আমার মেয়ে 'মেঘ'। শুধুমাত্র এই ছবিটাই আমার নিজের তোলা না। মেঘের আম্মু তুলেছে।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৪

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

(আপনার ছড়াগুলো কিন্তু বেশ ভালো হয়।)

২| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮

খোরশেদ আলম সৈকত বলেছেন: আনন্দ চক্র ছবিটি খুব খুব ভাল লাগল।

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ সৈকত ভাই।

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছবি তুলার হাত ভাল , মেঘের মা'র ও ।

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৭

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। ছবি তোলার অনেক ইচ্ছে কিন্তু সময় করে উঠতে পারিনা। :(

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: কথা আর ছবিগুলো সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

পোস্টে নির্বাচিত পাতায় যাবার যোগ্য।

২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪১

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ সুমনদা। শুভেচ্ছা নিবেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ সব ছবি। :)

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

আমিনুর রহমান বলেছেন:



পোষ্টে।
ছবি ও কথা +

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই। আপনার ছবিগুলো আরও সুন্দর হয়।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুন ছবি এবং কথামালা।খুব ভালো লাগল+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.