নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

শখের ফটোগ্রাফী (৩)

০৬ ই মে, ২০১৬ দুপুর ২:০৯



Shutter speed:
ক্যামেরার সেন্সর-এর সামনে একটি সাটার (Shutter) দেওয়া থাকে। ছবি তোলার সময় ক্যামেরায় টিপ দিলে এই সাটার খুলে যায়, ফলে আলো ক্যামেরার সেন্সর-এ গিয়ে পড়ে। খুব দ্রুত এই সাটার আবার বন্ধ হয়ে যায়। ছবি ধারণ করতে সেন্সর-এর খুব কম পরিমান আলো লাগে। এই সাটার খোলা এবং বন্ধ হওয়ার সময়কেই সাটার স্পিড (Shutter speed) বলে।

এই খোলা এবং বন্ধ হওয়ার সময় সেকেন্ডের চার হাজার ভাগের এক ভাগ (1/4000th) থেকে শুরু করে ৩০ সেকেন্ড পর্যন্তও হতে পারে। আপনার ক্যামেরার Aperture এবং ISO যদি একই থাকে তাহলে Shutter speed যত কমাতে থাকবেন আপনার ছবির Exposure (ছবির Brightness) তত বাড়তে থাকবে।

High shutter speed সাধারণত কোন দ্রুত গতির ঘটনাকে স্থিরভাবে ফ্রেমবন্দী করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন খেলাধুলার ছবি, হরতালের সময় পিকেটিং এর ছবি, উড়ন্ত পাখির ছবি ইত্যাদি। নিচের ছবিগুলো High shutter speed এ তোলা আমার কিছু ছবি।



১) আমার মেয়েকে প্রায়ই পার্কে নিয়ে যেতে হয়। আর পার্কের খেলনাগুলোর মধ্যে দোলনায় চড়া ওর খুব প্রিয় একটা খেলা।(Shutter speed 1/500s)


২) বৃষ্টির পানি পড়ার ছবি। ক্যামেরা কিনার একদম প্রথম দিকে তুলেছিলাম।(Shutter speed 1/500s)


৩) গিফুতে (জাপানের একটি শহর) গিয়েছিলাম সাকুরা ফুল (চেরি ফুল) দেখতে। সেখানে দুটি স্থানীয় ছেলে বিকেলে সাইকেল নিয়ে কসরৎ করছিল। (Shutter speed 1/1250s)


৪) ছবিটি গত পরশু তুলেছি। জাপানে গোল্ডেন উইক বলে একটা সরকারী ছুটি আছে। সেই বন্ধে আমরা বিওয়া লেক (Biwa ko, জাপানের সবচেয়ে বড় লেক) ঘুরতে গিয়েছিলাম।(Shutter speed 1/2000s)

Shutter speed যে শুধুমাত্র দ্রুতগতির ঘটনার ছবি তোলার জন্য ব্যবহার করতে হয় তা কিন্তু নয়। আপনি slow shutter speed ব্যবহার করে খুব চমৎকার ছবি তুলতে পারেন। যেমন ঝরণার পানি পড়ার দৃশ্য যদি আপনি slow shutter speed ব্যবহার করেন তাহলে খুব সুন্দর ঝরণার ছবি উঠে।

নিচের ছবিদুটোর প্রথমটি high shutter speed এবং দ্বিতীয়টি low shutter speed-এ তোলা। কিন্তু এখানে দ্বিতীয় ছবির ঝরণাটি দেখতে খুব সুন্দর লাগছে।


১) Shutter speed 1/40s


২) Shutter speed 1/15s
নিচের ছবিগুলোতে slow shutter speed ব্যবহার করে তোলা হয়েছে।


১) ফায়ার ওয়ার্কসের ছবি। কি করে এধরণের ছবি তুলতে হয় আগের একটা পোস্টে তা লিখেছিলাম। (Shutter speed 4.1s)


২) ছবিটি আমার খুব পছন্দের একটা ছবি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন সিগ্নাল বাতির তিনটি বাতিই জ্বলছে।
এধরণের slow shutter speed –এ তোলা ছবিকে long exposure –এ তোলা ছবিও বলা হয়। (Shutter speed 6.3s)

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৪২

সুমন কর বলেছেন: পোস্ট ভালো লাগল।

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:২৮

নিরব জ্ঞানী বলেছেন: পোস্ট ভাল লেগেছে দেখে খুশি হলাম। ধন্যবাদ সুমনভাই সাথে থাকার জন্য।

২| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭

অশ্রু কারিগর বলেছেন: বৃষ্টি ফোটা অদ্ভত সুন্দর.।

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:২৮

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। :)

৩| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮

নতুন বলেছেন: বৃষ্টি ফোটা ভাল লাগছে,.. :)

রাস্তার বাতি নম্বর ১ :)

দেখতে সাধারন ছবি কিন্তু ভাল করে দেখলে বুঝতে পারবে বিষয়টা...

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩০

নিরব জ্ঞানী বলেছেন: হুমম। রাস্তার বাতি আমারও ১ নাম্বার। হা হা।
ভাল থাকবেন ভাইয়া।

৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১১:১৭

মুসাফির নামা বলেছেন: ছবি আরো হলে পোস্টটা ঝমতো ।

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। পরের পোস্টগুলোতে ছবি বেশি দেওয়ার চেষ্টা করব।

৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অসাধারণ!!!!!

শিখলামও কিছু :)

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৩

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৬| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:১২

ডি মুন বলেছেন: বাহ, চমৎকার সব ছবি।
সেই সাথে shutter speed এর ব্যাসিক জানা হল।

ধন্যবাদ আপনাকে।

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৪

নিরব জ্ঞানী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৭| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৬

পাজল্‌ড ডক বলেছেন: ছবিগুলা সুন্দর!
পোস্টে +++

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৭

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। পোস্টে +++ দেখে ভাল লাগলো।

৮| ০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৩০

শামছুল ইসলাম বলেছেন: থিওরি ও প্রাকটিক্যাল - দু'টো ক্লাস এক সাথে হয়ে গেল।

প্রিয়তে নিলাম।

ভাল থাকুন। সবসময়।

০৯ ই মে, ২০১৬ ভোর ৬:৩৬

নিরব জ্ঞানী বলেছেন: প্রিয়তে - জেনে খুশি হলাম। আপনিও ভাল থাকুন। :)

৯| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও অসম্ভব সুন্দর ছবি
হাই সাটার স্পিড শিখব শিখব শিখব শিখােত হবেই নাইলে আড়ি দিমু কিন্তু :(

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৯

নিরব জ্ঞানী বলেছেন: হা হা আড়ি দিতে হবে না। আমার পোস্ট গুলো কিন্তু পড়তে হবে মনযোগ দিয়ে।

১০| ১১ ই মে, ২০১৬ রাত ৮:২৬

ডঃ এম এ আলী বলেছেন: এক কথায় অসাধারণ ।

১২ ই মে, ২০১৬ ভোর ৬:২১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন। :)

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

মাহফুজ নাজিম বলেছেন: অসম্ভব সুন্দর ছবি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.