নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

শখের ফটোগ্রাফী (৪)

১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৬



DSLR ক্যামেরায় আপনি যদি ছবি তুলতে চান তাহলে যে তিনটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেগুলো হল-Aperture, Shutter speed এবং ISO। এর আগের পোস্টগুলোতে Aperture এবং Shutter speed সম্পর্কে বলেছিলাম। এই পোস্টে ISO নিয়ে লিখলাম।

ISO (International Standards Organization) sensitivity:
ISO বলতে বোঝায় আপনার ক্যামেরার সেন্সর-এর সংবেদনশীলতা। এর মান ১০০, ২০০, ৪০০, ৮০০, ১৬০০, ৩২০০, ৬৪০০ এভাবে বাড়তে থাকে। ক্যামেরার সেন্সর ISO 100-এ যতটুকু সংবেদনশীল, ISO 200 এ তার থেকে দ্বীগুণ সংবেদনশীল। একই ভাবে ISO 400, ISO 200 থেকে দ্বীগুণ সংবেদনশীল অর্থাৎ ISO 100 থেকে চারগুণ বেশি সংবেদনশীল। সুতরাং ক্যামেরার ISO যত বাড়বে, ছবির exposure তত বেশি হবে। নীচের ছবিগুলো আমি বিভিন্ন ISO তে তুলেছি। কিন্তু এ ক্ষেত্রে Aperture (f/4.8) এবং Shutter speed (1/6s) একই রেখেছি।





আপনি কখন কোন ISO তে ছবি তুলবেন তা নির্ভর করে আলোর উপর। পর্যাপ্ত আলো থাকলে ISO 100 এ ছবি তুলতে হবে। আলো যত কমতে থাকবে ক্যামেরার সেন্সরের সংবেদনশীলতা তত বাড়াতে হবে অর্থাৎ ISO তত বাড়াতে হবে।

এছাড়াও ISO বাড়াতে থাকলে একই exposure রাখার জন্য আপনাকে Shutter speed কমাতে হবে। যদি কোন ছবি তুলতে ISO 100 এ ১ সেকেন্ড সময় লাগে তবে ISO যত বাড়বে Shutter speed তত কমবে।

ISO 100 – 1 sec
ISO 200 – 1/2 sec
ISO 400 – 1/4 sec
ISO 800 – 1/8 sec
ISO 1600 – 1/16 sec
ISO 3200 – 1/32 sec
ISO 6400 – 1/64 sec

তবে আপনাকে খুব সাবধাণতার সাথে ISO বাড়াতে হবে। কারণ ISO যত বাড়াবেন আপনার ছবির Noise তত বাড়বে। সুতরাং যতটুকু সম্ভব কম ISO তে ছবি তোলা উচিৎ। নিচের ছবিতে ISO বাড়ানোর সাথে সাথে ছবির Noise ও বেড়েছে।



যদিও ISO ব্যবহারের কোন নির্দিষ্ট নিয়ম নেই তবুও নীচের অবস্থাগুলোর উপর নির্ভর করে আপনার ক্যামেরার ISO ঠিক করে নিতে পারেন।

ISO 100 -200: বাড়ির বাইরে, পর্যাপ্ত সূর্যের আলোতে, হালকা মেঘলা আলোতে।
ISO 200 -400: বাড়ির ভিতরে, বিয়ে বাড়িতে, সভা সমিতিতে।
ISO 400 -800: বাড়ির ভিতরে, যেখানে সরাসরি সূর্যের আলো আসে না।
ISO 800 -1600: কোন ইভেন্টে যেমন কনসার্ট, মঞ্চনাটক, যেখানে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহারের অনুমতি নেই।
ISO 1600 -3200: কোন ইভেন্টে যেমন কনসার্ট, মঞ্চনাটক, যেখানে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহারের অনুমতি নেই কিন্তু আপনার high shutter speed লাগবে।
ISO 3200 -up: একদম কম আলোতে। যেমন আপনি যদি তারার ছবি, Milky way-এর ছবি তুলতে চান। (আমি এখনো Milky way এর ছবি তুলি নাই। সময় সুযোগের অপেক্ষায় আছি)।

এবার নিশ্চয়ই Aperture, Shutter speed এবং ISO সম্পর্কে আপনার প্রাথমিক একটি ধারণা হয়েছে। এই তিনটি উপাদানের সঠিক সমন্বয়েই আপনি ভাল exposure-এর ছবি তুলতে পারবেন। DSLR ক্যামেরার M (manual) mode এ Aperture, Shutter speed এবং ISO আপনার ইচ্ছে মত সমন্বয় করে ছবি তুলুন আর আজ থেকে আপনি হয়ে যান একজন শখের ফটোগ্রাফার :)

নিচের ছবিটি আমি গুগল থেকে নিয়েছি। যেখানে এই তিনটি বিষয়কে খুব সুন্দর করে একটি ছবিতে প্রকাশ করা হয়েছে।


এই পর্বটি খুব সাদামাটা হয়ে গেল। তাই আমার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে সেয়ার করলাম। সাথে আর বর্ণনা দিলাম না। শুধু ক্যামেরার এই তিনটি উপাদানের পরিমান লিখে দিলাম।


১। A:f/7.1, SS:1/20sec, ISO:100


২। A:f/22, SS:1sec, ISO:100


৩। A:f/9, SS:1/400sec, ISO:100


৪। A:f/8, SS:1/160sec, ISO:100


৫। A:f/8, SS:1/250sec, ISO:100


৬। A:f/6.3, SS:1/800sec, ISO:100

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬

অর্ক বলেছেন: অনেক গুরত্বপূর্ণ তথ্য জানলাম। ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:২৬

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৭

চুঙ্গিওলা বলেছেন: দারুণ পোস্ত

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:২৬

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৩| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৬

পলক শাহরিয়ার বলেছেন: অনেক কিছু শিখলাম। ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:২৭

নিরব জ্ঞানী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

৪| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৮

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দারুন । খুব কাজে লাগবে :) :)

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:২৭

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৫| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মায়াবী রূপকথা বলেছেন: ছবির এটা তো আমার ক্যাম :) আমার ডি ৩৩০০। আমি বুঝিনা কিভাবে অপারেট করা লাগে তাই অন্যরা ছবি তুলে দেয়। :( পোস্ট কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া :)

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:৩০

নিরব জ্ঞানী বলেছেন: আমার ক্যামেরাও Nikon D3300। আজ থেকেই অপারেট করা শিখে ফেলুন। আপনার ক্যামেরায় অন্যের তোলা ছবির চাইতে আপনার তোলা ছবি দেখতেই বেশি আনন্দ পাবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

৬| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:৩০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৭| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজের পোষ্ট । ভাল থাকবেন ।

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:৩২

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাকে লাল গোলাপের থুক্কু সবুজ গোলাপের শুভেচ্ছা। ;)

৮| ১৮ ই মে, ২০১৬ সকাল ৮:০৭

সোহানখুলনা বলেছেন: ধন্যবাদ যা বলেছেন

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:০১

নিরব জ্ঞানী বলেছেন: :)

৯| ১৮ ই মে, ২০১৬ সকাল ৮:১৩

মোস্তফা ভাই বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:০১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

১০| ১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

শামছুল ইসলাম বলেছেন: অনেক কিছু জানা হলো।

ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:০২

নিরব জ্ঞানী বলেছেন: সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। :)

১১| ১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২

জনি চৌধুরী বলেছেন: আমি যদি ISO 100 -200: বাড়ির বাইরে, পর্যাপ্ত সূর্যের আলোতে, হালকা মেঘলা আলোতে ছবি তুলি আমার Aperture এবং Shutter speed কত হবে, আমার sony-cybershot-dsc-wx100 জানালে উপকৃত হবো।

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:১৭

নিরব জ্ঞানী বলেছেন: আপনার ক্যামেরাটি Compact Digital Camera। এই মডেলের ক্যামেরার Aperture এবং Shutter speed আপনি নিয়ন্ত্রন করতে পারবেন না। কিন্তু ISO নিয়ন্ত্রন করতে পারবেন। ISO অনুযায়ী Aperture এবং Shutter speed ক্যামেরা নিজে নিজে ঠিক করে নিবে। এটা আসলে বলা খুব কঠিন যে Aperture এবং Shutter speed কত হবে।

তবে sony-cybershot-dsc-wx100 ক্যামেরার Aperture range : F3.3-8.0; Shutter speed range: 1/1600sec থেকে 4 sec এবং ISO range :100-3200(iAuto), 100-12800(Superior Auto), 100-1600 (Program Auto)। সুতরাং আপনি যে ISO তেই ছবি তুলুন না কেন Aperture এবং Shutter speed এই range এর মধ্যেই থাকবে।

১২| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাতে কলমে শিখতে চাই

বইলা দিলে কিছুই পারি না খুজে পাইনা অপশন :(

ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টটির জন্য

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৫২

নিরব জ্ঞানী বলেছেন: হাতে কলমে তো শিখানো সম্ভব না আপু। :`>
তবে ইউটিউবে ফটোগ্রাফির উপর অনেক ভিডিও আছে। ওগুলো দেখে শিখতে পারেন। :)
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১৩| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ধন্যবাদ :)

১৪| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৪

জিয়া শামস সাকিব বলেছেন: সুন্দর ৷৷ ভাল লাগল ৷৷

১৯ শে মে, ২০১৬ ভোর ৬:২৬

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৫| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার পোস্ট।

২১ শে মে, ২০১৬ সকাল ৭:০৯

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৬| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:০৩

রঙ্গিন স্বপ্ন (স্বপ্নীল) বলেছেন: ভাইয়া লেন্স নিয়ে যদি একটা পোস্ট পেতাম মানে stm usm এসব খুটিনাটি জিনিষ নিয়ে কোন পোস্ট পেলে খুব উপকৃত হতাম।

২৬ শে মে, ২০১৬ সকাল ৭:০৫

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য। লেন্স নিয়ে আমারও একটা পোস্ট দেওয়ার ইচ্ছে আছে। দ্রুত দেওয়ার চেষ্টা করব।

ভাল থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.