নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ জাপানের পার্কে তোলা ছবি :)

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:০৫



জাপানের এক একটা পার্ক বিশাল জায়গা জুড়ে বানানো। প্রায় প্রতিটি পার্কে কিছু নির্দিষ্ট ফুলগাছ থাকে এবং প্রতিটি ফুলের মৌসুমে সেগুলো ফুটে পার্কের চেহারা বদলে যায়। মার্চের শেষদিকে ফুটে সাকুরা(চেরি ফুল)। এপ্রিলের মাঝামাঝি টিউলিপ, মে মাসে গোলাপ, জুনে হাইড্রেঞ্জিয়া, এছাড়া সারা বছরই কোন না কোন ফুল ফুটে থাকে। এছাড়া হেমন্তে কিছু গাছের পাতা পুরোপুরি লাল হয়ে যায়। সে সময় লাল গাছগুলো দেখতে ভালই লাগে।

পার্কে যে শুধু ফুল আর গাছ থাকে তা কিন্তু নয়। কোন কোন পার্কে বড় একটা লেক বা পুকুর থাকে। সেখানে বিশাল বড় বড় মাছ থাকে, কোন কোন মাছ রঙ্গিনও হয়। এছাড়াও কচ্ছপ, ব্যাং, সাপ সবই থাকে। কিন্তু পার্কগুলো এত সুন্দর করে বানানো থাকে যে এদের ইকো সিস্টেম নষ্ট হয়না, এরা এদের মত থাকে আবার মানুষজনও এসে পার্কের ধারে বেঞ্চে বসে বসে প্রকৃতি উপভোগ করে।
প্রতিটি পার্কেই কবুতরের বিশাল ঝাঁক থাকে। কিছু কিছু বৃদ্ধ বা বৃদ্ধা প্রায় সময়ই কবুতরকে এসে খাওয়া দেয়। একারণে এরা মানুষকে একদম ভয় পায়না। বরং আপনি যদি এদের কাছাকাছি যান, তবে এরা আপনার দিকে এগিয়ে আসবে। মনে করে আপনি বুঝি খাবার দিবেন।

আমার ইউনিভার্সিটির ঠিক পাশে এরকম একটা পার্ক আছে। ল্যাবের কাজ করতে করতে যখন হাঁপিয়ে যাই তখন মাঝে মাঝে ফাঁকি দিয়ে সেখানে বসে থাকি। সময়টা বেশ ভাল কাটে তখন। এছাড়া শনিবার, রবিবার বউ বাচ্চা নিয়েও আসি। তখন বাচ্চাটা খেলাধুলা করে। আমি যখনই পার্কে আসি, আমার ক্যামেরাটাও সাথে করে নিয়ে আসি।

সুতরাং বুঝতেই পারছেন আমি এখন ছবি আপলোড করব। :#)


গোলাপঃ










সাকুরা ফুলঃ


টিউলিপঃ


হাইড্রেঞ্জিয়াঃ






পার্কের কিছু প্রাণীর ছবিঃ











মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, ভাল থাকবেন। :)

২| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১২

জুন বলেছেন: এক সময় রমনা পার্কে গেলেও মনটা ভীষন ভালো হয়ে যেতো। সবুজ শ্যামল নিরিবিলি সেই রমনা এখন বাজার। হারিয়ে গেছে অনেক দুষ্প্রাপ্য গাছ। তারপর ও ভালোলাগে নীরব জ্ঞ্যানী যে কোন দেশের পার্কই। ফুল আর হাস দেখে মুগ্ধ হোলাম কিন্ত সাপ দেখে :-&
+

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:২১

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

হা হা। ভয় পাইয়েন না আপু। পার্কের সাপগুলোয় বিষ নাই।

৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:০৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:২৯

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

আলম দীপ্র বলেছেন: সাকুরা ফুল!
অনেক সুন্দর ছবিগুলো !

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:৩০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:২০

ক্লে ডল বলেছেন: ছবির সাপে কি বিষ নেই!!? B:-)


সুন্দর পোষ্টে প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:৩২

নিরব জ্ঞানী বলেছেন: মনে হ্য় নেই। ছবিটা অবশ্য দূর থেকে তুলেছি।

প্লাস এর জন্য ধন্যবাদ। :)

৬| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৫:১৮

মাদিহা মৌ বলেছেন:
অপরিচিত ফুলগুলি ভালো লাগলো খু

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:৩৩

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। :)

৭| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:০৭

আবুল হায়াত রকি বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:৩৪

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৮| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।
ছবি দেখে চোখ জুড়ালো।
+++++

০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:৩৫

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। :)

৯| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সব ছবি
খুবই ভাল লাগল ছবিগুলো :)

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৮

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.