নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

মোমিজি (Momiji) লাল পাতা দেখার উৎসব (ছবি ব্লগ)

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬



ছোটবেলায় যখন ষড়ঋতুর রচনা লিখতাম তখন ভূমিকার পর প্রতিটি ঋতুর নাম লিখে সে ঋতুর বর্ণনা দিতাম। যেমন গ্রীষ্ম ঋতুর বর্ণনায় থাকতো আম, কাঁঠালের কথা, বর্ষায় থাকতো বৃষ্টির কথা। তেমনি হেমন্তে থাকতো পাকা ধানের কথা, নতুন চালের কথা। হেমন্তের সাথে আমার পরিচিয় ততটুকুই। শহরের ছেলে হলেও প্রায় প্রতি শুক্রবারে আমরা গ্রামের বাড়ি যেতাম। আমাদের গ্রামের বাড়ি ছিল কেরানীগঞ্জে। সুতরাং প্রতি সপ্তাহে যাওয়াটা মোটেও কঠিন ছিলনা। আমি যে সময়ের কথা বলছি সেটা প্রায় ২০-২২ বছর আগের কথা। তখন কেরানীগঞ্জে আমাদের দেশের বাড়ি ছিল পুরোটাই গ্রাম। শহরের দালান কোঠা, গাড়ি, নিউ মার্কেট, নীলক্ষেতের সাথে যেমন পরিচয় ছিল ঠিক তেমনি ধানের ক্ষেত, খরের গাঁদা বা হাস মুরগী। কচুরীপানা, পোনা মাছের সাথেও আমার পরিচয় ছিল। যে কথা বলছিলাম- হেমন্ত বলতে আসলে তখন আমার মাথায় আলাদা করে কোন ছবি ভেসে উঠতোনা। ছোট বেলার দুরন্ত শৈশবের সাথে আসলে ঋতুর সৌন্দর্য ঠিক যেতনা। হেমন্তের বা ইংরেজি অটামের সাথে আমার পরিচয় দেশের বাইরে এসে। জাপানে অটামে কিছু কিছু গাছের পাতা সবুজ রঙ পালটে হলুদ, কমলা, লাল, খয়েরি সহ হরেক রঙ্গে পরিবর্তীত হয়। তবে গাছের এই পরিবর্তীত রঙ্গিন পাতা খুব কম সময়ের জন্য থাকে। এরপর এই পাতাগুলো ঝরে যায়। চলে আসে শীত।

জাপানে খুব ঘটা করে এই রঙ্গিন পাতা দেখা হয়। অনেকটা উৎসবের মত করে। কিছু কিছু জায়গা এই লাল পাতার জন্য বিখ্যাত যেমন, কিয়োটো, নারা, ওসাকা। গাছের পাতা পরিবর্তন হয় উত্তর থেকে। ধীরে ধীরে দক্ষিণে যেতে থাকে। সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এই লাল পাতা দেখা যায়। সেপ্টেম্বরের শেষে উত্তরের হোক্কাইডো, ফুকুশিমা, নাগানো, অক্টোবরে শিজুওকা, ইয়ামানাশি হয়ে নভেম্বরে কিয়োটো, ওসাকা, কুমামোতোতে লাল পাতা দেখা যায়। লাল পাতা দেখার এই উৎসবকে জাপানে মোমিজি বলা হয়। আমাদের এখানে এখন লাল পাতার সময় যাচ্ছে। তাই কিছু ছবি তুলেছি।























এছাড়াও এখানকার পার্কে প্রায়ই কোন না কোন অনুষ্ঠান হয়। একদিন বউ বাচ্চা নিয়ে পার্কে ঘুরতে গিয়ে দেখি উৎসব হচ্ছে। একটা স্টেজে মেয়েরা ওয়েস্টার্ণ নাচ নাচ্ছে। আমিও পটাপট কিছু ছবি তুলে ফেললাম।










মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

সাদা মনের মানুষ বলেছেন: এই গাছটার নাম মনে করতে পারছিনা, কাশ্মীরে প্রচুর দেখেছি

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

নিরব জ্ঞানী বলেছেন: আমিও নামটা ঠিক জানি না। এই ধরণের পাতাকে সেঞ্চুরী বা ম্যাপল লিফ বলে।

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন:
কাশ্মীরে আমার তোলা একটা ছবি

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

নিরব জ্ঞানী বলেছেন: আপনার কাছে দেখি সব জায়গার ছবিই আছে। কোন জায়গার ছবি নেই সেটা বলেন। ;)

ছবিটা খুবই সুন্দর তুলেছেন।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর খুব সুন্দর

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

Ochena Nill বলেছেন: অনেক সুন্দর হয়েছে... ছবি গুলো....!!!

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অচেনা নীল। ভাল থাকবেন।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: সুন্দর !

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ওয়াও। গাছগুলো হ্যাভি সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

মনিরা সুলতানা বলেছেন: এত্ত সুন্দর !!!
প্রিয়তে নিলাম।

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

নিরব জ্ঞানী বলেছেন: পোস্ট প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ মনিরা আপু। ভাল থাকবেন।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

ক্লে ডল বলেছেন: নিখুঁত সুন্দর ছবি। আর আপনার ছবি তোলার দক্ষ হাতের কথা নতুন করে আর বলছি না! :)

২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ম্যাপল ট্রি এই তো মনে পড়েছে নামটা, ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫০

নিরব জ্ঞানী বলেছেন: যাক, আপনার স্মৃতিশক্তির একটা পরীক্ষা হয়ে গেল।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো সুন্দর হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ ছবি ব্লগ, সেই সাথে সুন্দর লেখনী। :)

২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। :)

১২| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পাতার এই ছবিগুলো দেখে ইচ্ছে করছে কোথাও হারিয়ে যাই, আজই। আর মেয়েদের ওয়েস্টার্ণ নাচটা যদি বোনাস হিসাবে পেয়ে যাই তো মন্দ হয়না :-B

৩০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

নিরব জ্ঞানী বলেছেন: এই মূহুর্তে জাপানে আসলে আপনাকে এরকম জায়গায় নিয়ে যেতে পারব ভাইয়া। কিন্তু মেয়েসের ওয়েস্টার্ণ নাচের ব্যাপারে গ্যারান্টি দিতে পারছি না। :P

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: বড়ই সৌন্দর্য।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রতিটা ছবি সুন্দর

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০১

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। কেন যেন মনে হচ্ছে আপনি জাপানে ছিলেন।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

আমি ইহতিব বলেছেন: দারুন লাগে এই গাছটা। আপনার ছবি ও বর্নণা ও দারুন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৪

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: অসাধারণ

০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

গেম চেঞ্জার বলেছেন: লাল পাতা আমার ছোটবেলার অন্যতম আকর্ষণ ছিল! :)

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০

নিরব জ্ঞানী বলেছেন: আপনার ছেলেবেলা কোথায় কেটেছে? নিশ্চয়ই
এমন কোথাও যে
খানে লাল পাতা আছে।

ছোট বেলায় বারান্দার টবে আব্বা একরকম গাছ লাগাতো। লম্বা পাতা, উপরটা বেগুনী রঙের, তলাটা সবুজ রং। দেখে খুব অবাক হতাম। :)

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! দারুন পোস্ট। অনেক ভাললাগা রইল। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৭

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.