নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

শখের ফটোগ্রাফি ১০ (পোস্ট প্রসেসিং-এক্সপোজার কারেকশন)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৭



পোস্ট প্রসেসিং এর পরবর্তী ধাপ হল এক্সপোজার ঠিক করা। গত পর্বে আমরা দেখেছিলাম ফটোসপে কিভাবে কোন ছবির হোয়াইট ব্যালান্স ঠিক করে নিতে হয়। ভিডিওটি আপনি এখান থেকে দেখে নিতে পারেন।



যখন আপনি কোন ছবির হোয়াইট ব্যালান্স ঠিক করে নিবেন তখন ছবির এক্সপোজারও ঠিক হয়ে যায়। কিন্তু কখনো কখনো ছবি তোলার সময় হোয়াইট ব্যালান্স ঠিক থাকলেও ছবির এক্সপোজার ঠিক আসেনা। তখন আমাদের ছবিটির এক্সপোজার ঠিক করে নিতে হবে। আসলে আপনি যেভাবেই ছবি তুলেন না কেন একটি ছবির এক্সপোজার কখনোই ঠিক আসবে না যদি না আপনি কোন স্টুডিওতে ছবি তোলেন। আপনাদের কাছে আমার এই কথাটি ঠিক মনে নাও হতে পারে। আসলে কোন ছবির এক্সোজার নির্ভর করে আলোর উৎসের উপর। আপনি যদি ন্যাচারের বা ল্যান্ডস্কেপের ছবি তোলেন, অথবা বাইরে পোর্ট্রেইট ছবি তোলেন তাহলে আপনার ছবির এক্সপোজার নির্ভর করবে সূর্যের আলোর উপর। সূর্যের অবস্থান এবং সেদিনের আবহাওয়ার উপরও কিন্তু আপনার ছবির এক্সপোজার নির্ভর করবে। যেমন ধরুন প্রখর সূর্যের আলোতে যদি ছবি তোলা হয় তাহলে ছবিতে আলো এবং ছায়ার পার্থক্য অনেক বেশি হয় এবং তখন ক্যামেরাতে হয় আলো বা হাইলাইটেড অংশগুলো ছবিতে ভাল করে এক্সপোজড হয় অথবা ছায়া বা স্যাডো অংশগুলো ছবিতে ভাল করে এক্সপোজড হয়। কিন্তু আপনি কোন মতেই হাইলাইডেট এবং স্যাডো অংশের ছবি একসাথে ছবিতে আনতে পারবেন না। আবার যেদিন আকাশ মেঘলা থাকে সেদিন কিন্তু আপনি খুব সহজেই নরমাল এক্সপোজড ছবি তুলতে পারেন। খেয়াল করে দেখবেন মেঘলা দিনের ছবিগুলো খুবই সুন্দর ওঠে। কারণ ছবিতে হাইলাইটেড অংশ এবং স্যাডো অংশের পার্থক্য খুব কম থাকে। আপনি যদি দুপুরে কোন বড় গাছের ছায়ায় কারো ছবি তোলেন সেক্ষেত্রেও ছবির এক্সপোজার সুন্দর ওঠে।

স্টুডিওতে ছবি তুললে ছবির এক্সপোজার ঠিক আসবে কারণ আপনি সেখানে আলোর উৎস, সাবজেক্টের উপর আলো পড়ার এঙ্গেল এসব ঠিক করে নিতে পারবেন। কিন্তু ঘরের বাইরে সেই সুযোগ নেই। (আসলে যারা প্রফেসনাল ফটোগ্রাফার তারা বাইরেও বিভিন্ন লাইট, ফ্ল্যাস অথবা রিফ্লেক্টর ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করে থাকেন। তাও সেটা পোর্ট্রেইট অথবা গ্রুপ ছবি তোলার জন্য। কিন্তু আমরা যারা শখের ফটোগ্রাফার তাদের এত কিছু কেনার বা ব্যবহারের সুযোগ নেই)। সুতরাং আমাদের একমাত্র সম্বল হচ্ছে পোস্ট প্রসেসিং। কিকরে ফটোসপে ছবির এক্সপোজার ঠিক করবেন এই ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারেন।


মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এতোসব আমার মাথায় ঢোকে না, আমি ক্যামেরা অটোতে দিয়া ছবি তুলি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০

নিরব জ্ঞানী বলেছেন: হা হা। আচ্ছা যান, এতসব আপনার মাথায় ঢোকানোর দরকার নেই। অটোই আপনার জন্য ঠিক আছে। ভাল থাকবেন ভাইয়া।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

সাদা মনের মানুষ বলেছেন:

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

নিরব জ্ঞানী বলেছেন: এখানে দূপুর। তাই

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য । শুভেচ্ছা ও সাধুবাদ জানাই আপনার প্রচেষ্টার ।
ভাই আমি খুবই বিভ্রান্ত, এই ফটোশপের কাজ কারবার নিয়ে । আগেই বলি, আমি এই জিনিসটার হাতুড়ে কবিরাজ । টিউটোরিয়াল দেখে দেখে গুঁতোগুঁতি শিখেছি । তাও কখনো টিউটোরিয়ালে "Invert the colour" লেখা থাকলে সেইটা বুঝতে আবার গুগলে খোঁজের উপর সার্চ মারতে হইতো । বুঝছেন তো আমার অবস্থা ?
এইবার বিভ্রান্তির কথায় ফিরি । আমি কোন ছবির সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে, আরও আরও আরও আরও .... সুন্দর করার ভূত চাপে আমার ঘাড়ে। পরে যা দাড়ায় তাতে বুঝে উঠতে পারি না আমার কোথায় থামা উচিত ছিল । আসলে আমি জানিই না আমি কি চাই । পরে আমি মূল ছবিতেই ফিরে যাই । একটা নমুনা দিলাম ।


*** এই যে আপনার ছবিটা পুরো পাতা জুড়ে এসেছে এর পেছনে কারিগরিটা কি ? আমার এত্তবড় ছবিটা অল্প অংশ জুড়েই আসে মাত্র।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ফটোসপ আসলেও খুব শক্তিশালী একটা সফটওয়্যার। এর মাধ্যমে এমন কিছু নেই যা ছবিতে করা যায়না। তবে ফটোগ্রাফির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে একজন ফটোগ্রাফার খালি চোখে যা দেখেন তা-ই ফ্রেম বন্দী করেন। এখন যেহেতু ক্যামেরার ক্ষমতা নেই যে আমাদের চোখ যা দেখে তা হুবহু ফ্রেমবন্দী করার, সুতরাং আপনি যেই ছবিটা তুলবেন পোস্ট প্রসেসিং করে তা আপনার খালি চোখে দেখা মূহুর্তটার কাছাকাছি ছবিটাকে নিয়ে আসতে হবে। ফটোসপে আপনি সেই মূহুর্তের ছবিতে নিয়ে আসতে ঠিক যা যা আপনার করার দরকার তা তা-ই করবেন। আপনি কিন্তু চাইলেই ছবিটাকে অন্য রকম করতে পারবেন কিন্তু ফটোগ্রাফার তা করেন না। একটা সহজ উদাহরণ দেই, সূর্যাস্তের সময় আকাশ সাধারণত লাল বা লালছে, বা আমার উপরের ছবিটার মত কখনো কখনো বেগুনীও দেখায়। কিন্তু আপনি ফটোসপে ইচ্ছে করলেই আকাশটাকে নীল বা আকাশী করতে পারেন। কিন্তু সূর্যাস্তের সময় আকাশের রঙ নীল হওয়া সম্ভব নয়। সুতরাং আপনাকে লাল বা লালছে রঙের মধ্যেই ছবিটাকে প্রসেস করতে হবে।

*** আমি ফ্লিকারে ছবি আপলোড করি। সেখান থেকে ইমেজ লোকেশন কপি করে [ i m g | w w w . x x x x x x x x x x . c o m ] এভাবে ব্লগে লিখি। (http://www.xxxxxxxxxx.com এর স্থলে ফ্লিকারের ছবির আড্রেস হবে। লিখার মাঝে কোন স্পেস হবে না)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

বর্ষন হোমস বলেছেন:
এত ঝামেলা করে ছবি তোলার আর ইচ্ছাই থাকে না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

নিরব জ্ঞানী বলেছেন: আসলে ছবি তোলা এক ধরণের শখ। শখের জন্য মানুষ অনেক রকম ঝামেলা করতেও রাজি। হয়তো একদিন আপনিও এত ঝামেলা করেই ছবি তুলবেন। :)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩০

ভীনদেশী বলেছেন: সুন্দর পোস্ট।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৬| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬

হাসান রাজু বলেছেন: শুভেচ্ছা জানবেন । আপনার দেয়া পরামর্শে ছবি এডিট করে চকচকে করার চেষ্টা করেছি ।
আর আপনার বাতলে দেয়া পদ্ধতিতে ফ্লিকারে আপলোড করে তার লিঙ্ক এখানে পোস্ট করার পদ্ধতি ব্যাবহার করেছি । তাতে দারুন একটা পোস্ট দিতে পেরেছি । নিমন্তন্ন রইলো ...
আমার ব্লগ ।

অশেষ ধন্যবাদ ।

০২ রা মার্চ, ২০১৭ ভোর ৬:৫৮

নিরব জ্ঞানী বলেছেন: আমি কিন্তু আপনার নিমন্তন্ন পাওয়ার আগেই আপনার ব্লগে ঘুরে এসেছি। আপনার ব্লগে প্রথম মন্তব্যটা কিন্তু আমার। :)

দেখে অত্যন্ত খুশি হয়েছি যে আপনি আমার পরামর্শে ছবি এডিট করছেন। আসলে একটু এডিট করলেই কিন্তু ছবিগুলোর মান খুব ভাল হয়। দেখতে চমৎকার লাগে।

৭| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

হাসান রাজু বলেছেন: হায় ! খেয়াল ই করা হয়নি । এখন তো নিজেকে বোকা বোকা লাগছে । :``>>

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮

নিরব জ্ঞানী বলেছেন: হা হা ব্যাপার না ভাইয়া। ছবি ব্লগ কিন্তু আরো চাই আপনার কাছ থেকে।

৮| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

রুদ্র পাঠক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ। অনেক কিছু জানলাম।

১৫ ই মে, ২০১৭ সকাল ৭:৩০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.