নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (বার্ড ফটোগ্রাফি)

১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১০

বার্ড ফটোগ্রাফি করার অন্য রকম একটি মজা আছে। আপনি চোখ ক্যামেরাতে রেখে একটি পাখির দিকে যখন তাক করবেন তখন পাখিটি অবশ্যই উড়ে যাবে অথবা গাছের এক ডাল থেকে অন্য ডালে এমন ভাবে লাফাবে যে আপনি কিছুতেই ছবি তুলতে পারবেন না। আপনি ক্লিকের পর ক্লিক করে যাবেন কিন্তু মন মত ছবি উঠবেই না। আমি বেশ কিছু পাখির ছবি তুলেছি। পাখির ছবি তুলার আরেকটি মজার অভিজ্ঞতা হল আপনি যখন একটি পাখিকে ক্যামেরা নিয়ে অনুসরণ করবেন তখন সেই পাখির আচরণ সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন।

১। নামঃ মেজিরো (Japanese white eye)
পাখিগুলোর সাইজ খুবই ছোট, চরুই পাখির তুলোনায় এক সাইজ ছোট বলতে পারেন। এরা খুব ছটফট করে। এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেরায় এবং মধু খায়। চোখের চারদিকে সাদা রঙের একটি বৃত্ত থাকে বলেই মনে হয় এর নাম জাপানীজ হোয়াইট আই।



২। নামঃ Little egret (Heron)
সোজা বাংলায় এর নাম বক। প্রজাতিটি আকারে ছোট। লেকের পানিতে মাছ শিকার করছিল। ক্যামেরা দিয়ে যখন দেখছিলাম তখন অনেক জুম করেছিলাম। তখন একটা জিনিস খেয়াল করলাম। বকটি এক পা দিয়ে পানির নিচে হাতরাচ্ছিল। মানে আমরা যেমন পানিতে মাছ ধরার সময় হাত কাদা মাটিতে দিয়ে হাতরাতে থাকি মাছের জন্য। বকটি ঠিক সেরকম ভাবে এক পা দিয়ে কাদা মাটিতে হাতরাচ্ছিল আর যেই মাছটি উপরের দিকে সাতরে আসছে, ঠোঁট দিয়ে মাছটিকে শিকার করছিল।



৩। নামঃ Brown-eared Bulbul
বাংলায় আমরা মনে হয় বুলবুলি বলি। কারণ ইংলিশ নাম বুলবুল (নিজের ধারণা থেকে বললাম)। পাখিগুলো কিছুটা শান্ত প্রকৃতির। কিন্তু পানিতে গোলস করার সময় খুব মজা করছিল।




৪। নামঃ Oriental Turtle Dove
বাংলায় নাম হল ঘুঘু। প্রথমে আমি ভেবেছিলাম পাখিটি কবুতর। কিন্তু পরে ইন্টারনেটে দেখলাম এটা আসলে ঘুঘু পাখি। দেখতে এবং সাইজে পুরাই কবুতরের মত।



৫। নামঃ Japanese wood pigeon
আমাদের দেশের জালালি কবুতর। জাপানে প্রচুর কবুতর পাওয়া যায়। এখানে কাকের চেয়ে কবুতরের সংখ্যা মনে হয় বেশি। এরা একদম মানুষ ভয় পায়না। মানুষের খুব কাছে আসে। অনেকে অবশ্য এদের খাওয়া দেয় বলেই মনে হয় কাছে আসে।



৬। নামঃ Eurasian tree sparrow
চরুই পাখি। খুবই কমন একটা পাখি। এরাও কিন্তু মানুষকে অতটা ভয় পায়না জাপানে। খুব কাছ থেকে ছবি তোলা যায়।



৭। নামঃ king penguin
এই ছবিটি তুলেছিলাম চিড়িয়াখানায়। এদেরকে একটা ছোট সুইমিং পুলের মত করে রাখা হয়েছে। এবং এদের জন্য পাথর দিয়ে বাসা বানিয়ে দিয়েছে। সেখানে আবার একটা এসি থেকে ঠান্ডা বাতাস দেওয়া হচ্ছিল। আর সেই বাতাসে পেঙ্গুইনটি আরাম করে ঘুমাচ্ছিল।


** নামে কিছুটা ভুল থাকতে পারে। যেহেতু আমি পাখি খুব ভাল চিনিনা, ইন্টারনেট থেকে নামগুলো নিয়েছি। কেউ ভুল ধরতে পারলে মন্তব্যে লিখবেন। শুদ্ধ করে নিব।

মন্তব্য ৪৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: পাখি গুলির ছবি খুব সুন্দর হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

২| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪

সাইফুল ফরিদপুর বলেছেন: Vai 0nek kosto kore tulesen photogulo. ALLAH tayala koto s0ndorjo diyesen eder moddhe. . . ALLAHU AKBAR

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭

নিরব জ্ঞানী বলেছেন: আসলেও আল্লাহর সৃষ্টি খুব সুন্দর।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

৩| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

সঞ্জয় নিপু বলেছেন: ছবি গুলো মনে হয় জাপানে তোলা,
কিন্তু পাখি গুলো সব আমাদের দেশী শুধু শেষের টা বাদে, খুবই সুন্দর তোলার হাত।
ভাল লাগা রইল।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আসলে জাপানের সাথে আমাদের দেশের পাখির খুব একটা পার্থক্য নেই।

৪| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

ক্লে ডল বলেছেন: ভাল লাগল। খুব সুন্দর!!!

বকটা অদ্ভুত!

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। বকটা আসলে সব সময় এরকম ছিল না। মাথার পালকদুটো নামানো ছিল। কেবল, বিশেষ মূহুর্তে সে মাথার পালক দুটি খাড়া করছিল।

৫| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

কানিজ ফাতেমা বলেছেন: ছবি ব্লগে বার্ড অনুসঙ্গটা তেমন একটা চোখে পড়েনি । পাখিগুলোকে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছিল !
শুভ কামনা রইল ।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। আপনার জন্যও রইলো শুভেচ্ছা।

৬| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: অনেক কিছু জানলাম । ছবিগুলো জানলাম ।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

৭| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: প্রত্যেকটা ছবিই এবং বিশ্লেষণ খুবই ভালো লাগলো।+++
ভালো লাগা রইলো।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

৮| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

হাবিব শুভ বলেছেন: খুব ভালো ক্লিক হয়েছে

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৯| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
পাখি পুষতে চেয়েছিলাম। ভেবেছিলাম, এতো সুন্দর একটা প্রাণী চোখের সামনে থাকবে- চোখের আরাম। এটা ভেবে আর করিনি যে, পাখিকে ওড়ার স্বাধীনতা না দিলে, তার সৌন্দর্য আস্তে আস্তে ফুরিয়ে আসে।
খুব ভাল লাগল,

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২০

নিরব জ্ঞানী বলেছেন: জাপানে কিন্তু পশু পাখিগুলো মানুষের খুব কাছে আসে। আসলে এখানে কেউই বন্য পশু পাখিদের খুব একটা বিরক্ত করেনা। যার ফলে তারাও মানুষকে ভয় পায়না। অনেক বুড়োবুড়ি পাখিদের মাছেদের খাবার দেয়। কেউ যদি লেকের পাড়ে দাঁড়ায় তাহলে মাঝগুলো একদম কাছে এসে হা করে থাকে। মনে করে খাবার দিবে। এমনকি আমি এমনও শুনেছি ওরা সাপ দেখলেও ভয় পায় না। মারে না। বরং সাপটিকে তার মত করে চলে যেতে দেয়।

আমাদের দেশে আমরা আসলে ছোট বেলা থেকেই বন্য কোন পশু পাখি দেখলেই হয় ঢিল ছুড়ি না হলে তাড়িয়ে দেই। :( ওরাও তাই আমাদের দেখলেই পালিয়ে বাঁচে।

১০| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

সুমন কর বলেছেন: দারুণ !! +।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১১| ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১

নীল বরফ বলেছেন:
আমারও বার্ড ফটোগ্রাফি অনেক পছন্দ। এই অ্যামাজোনিয়ান টিয়া পাখিটাকে একটা বার্ড স্যাঞ্চুয়ারি থেকে তুলেছিলাম। আপনার ছবি নিয়ে দেয়া পোস্ট গুলো চমৎকার!

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২২

নিরব জ্ঞানী বলেছেন: বাহ। পাখিটি বেশ সুন্দর। ছবিটি কোথায় তুলেছেন। মানে বার্ড স্যাঞ্চুয়ারিটি কোথায়?

শুভেচ্ছা জানবেন। আর আমার ছবি নিয়ে পোস্ট গুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত সুন্দর!

১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। :)

ভাল থাকবেন।

১৩| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাইশ্যা সুন্দর সব ছবি

মনটাই ভরে গেলো

থ্যাংকু ভাইয়া

১৪| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিটা পাখির জন্য এক একটি প্লাস :)

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২২

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। আপনার প্রোফাইল পিকটা কিন্তু সেরকম হয়েছে। :)

১৫| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল। খুব সুন্দর!!!

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

১৬| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: ঊফ !! মারাত্মক ফটোগ্রাফি ।
অসাধারণ ক্লিক ,প্রিয়তে রাখলাম :)

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২৩

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। প্রিয়তে রেখেছেন দেখে খুশি লাগছে। :)

১৭| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

শোভন শামস বলেছেন: পাখির ছবি নিয়ে এই সুন্দর ব্লগ ভাল লেগেছে।
ছবি তুলে যান, আনন্দ শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২৪

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৮| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:১০

সিফটিপিন বলেছেন: সুন্দর+++++++

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২৫

নিরব জ্ঞানী বলেছেন: বাহ, এত্তগুলো + দেখে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

১৯| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৩

মানবী বলেছেন: অসাধারন ফটোগ্রাফি!

১,৩,৬ নং ছবিতে কিছু সংশোধন পরিমার্জন ঘটেছে না এমনিতেই এমন অদ্ভুত সুন্দর বুঝতে পারছিনা!

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ নিরব জ্ঞানী।

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:২৯

নিরব জ্ঞানী বলেছেন: আসলে সবগুলো ছবিতেই কিছু না কিছু সংশোধন বা পরিমার্জন আছে। কিন্তু তা এক্সপোজার, কালার বা নয়েস অ্যাডজাস্টম্যান্টের মধ্যে সীমাবদ্ধ। আপনি খুব সম্ভবত ব্লার ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন। সেটা আসলে জুম করাতে এমনিতেই হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

২০| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

শব্দ অর্থ বলেছেন: অসাধারন! এত সুন্দর ছবির জন্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৩০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য। শুভেচ্ছা জানবেন।

২১| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৯

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর....+

১৪ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৩০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইলো।

২২| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৩২

রুদ্র পাঠক বলেছেন: খুব সুন্দর।

১৫ ই মে, ২০১৭ সকাল ৭:৩২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

২৩| ১৫ ই মে, ২০১৭ সকাল ১০:২৬

করুণাধারা বলেছেন: পাখীর ছবিও যে এমন মনহরা হতে পারে জানা ছিল না। চমৎকার!! ++++++

১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৫১

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ করুণাধারা। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.