নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

শখের ফটোগ্রাফি ১১ (মিল্কি ওয়ের ছবি তোলা)

১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৫৩



মিল্কি ওয়ের ছবি উঠানো নিঃসন্দেহে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিছুদিন আগে আমি আমার দুই জুনিয়র বন্ধুকে নিয়ে মিল্কি ওয়ের ছবি তুলতে গিয়েছিলাম। এই পর্বে আমি বলবো কিভাবে মিল্কি ওয়ের ছবি উঠানো যায়।
প্ল্যানিং: মিল্কি ওয়ের ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই অনেক আগে থেকে প্ল্যান করতে হবে কখন ছবি তুলবেন। প্ল্যানিং-এর মধ্যে দুটি বড় বিষয় হল সময় এবং স্থান।

সময়ঃ মিল্কি ওয়ের ছবি তোলার সবচেয়ে ভাল সময় হল মে থেকে আগস্ট মাস পর্যন্ত। এসময় উত্তর গোলার্ধে দক্ষিণ আকাশে এবং দক্ষিণ গোলার্ধে ঠিক মাথার উপর মিল্কি ওয়ে দেখতে পাওয়া যায়। এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে চাঁদের দিকে। যেদিন আকাশে চাঁদ থাকবেনা সেদিন ছবি তোলার জন্য উত্তম। গুগলে আপনি সহজেই চাঁদ উঠার বা না উঠার দিন দেখতে পারেন Moon Phase Calendar লিখে।

স্থান: ছবি তোলার জন্য আপনাকে এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে কোন আলোক দূষন (Light pollution) নেই। এক্ষেত্রেও আপনাকে গুগলের সাহায্য নিতে হবে। গুগলে Light polluted area map লিখে সার্চ দিলেই বিভিন্ন ম্যাপ পাওয়া যাবে যেখান থেকে আপনি সহজেই স্থান নির্বাচন করে নিতে পারবেন।।

ক্যামেরা: ক্যামেরার ক্ষেত্রে আপনার যদি ফুলফ্রেম ক্যামেরা থাকে তাহলে অবশ্যই ক্রপ ক্যামেরা থেকে ভাল ছবি আসবে। মিল্কি ওয়ের ছবি তোলার জন্য সবচেয়ে বড় সমস্যা হল Noise. ফুল ফ্রেম ক্যামেরায় নয়েস অনেক কম হবে। তবে আমার মত গরিবের জন্য ক্রপ ক্যামেরাই সম্বল এবং ক্রপ ক্যামেরায়ও যে মিল্কি ওয়ের ছবি তোলা যায় আমিই তার প্রমাণ।

লেন্স: লেন্সের ক্ষেত্রে ওয়াইড অ্যাপার্চার লেন্স হতে হবে। যত ওয়াইড অ্যাপার্চার হবে তত ভাল। সাধারণত 2.8/f লেন্সে মিল্কি ওয়ের ছবি ভাল আসবে। এছাড়াও ওয়াইড এঙ্গেল লেন্স হতে হবে। ১০মিমি থেকে ২০মিমি হলে অতি উত্তম। দেখার মত ছবি উঠবে। কিন্তু যাদের ওয়াইড অ্যাপার্চার এবং ওয়াইড এঙ্গেলের লেন্স নেই তারা অবশ্যই হতাশ হবেন না। কারণ আমারো এমন কোন লেন্স নেই। আমি আমার কিট লেন্স দিয়েই ছবি তুলেছি। সুতরাং আপনারাও অবশ্যই কিট লেন্স দিয়ে মিল্কি ওয়ের ছবি তুলতে পারবেন।

এছাড়াও আরো কিছু জিনিস লাগবে। আমি খুব সংক্ষেপে কি কি জিনিস এবং কেন লাগবে তা লিখছি।

ট্রাইপড: ছবি তোলার সময় আপনার অবশ্যই ট্রাইপড লাগবে। কারণ আপনাকে লং এক্সপোজারে ছবি তুলতে হবে।

রিমোট সাটার: ছবি যাতে ব্লার না হয় এর জন্য রিমোট সাটার লাগবে।

টর্চ লাইট: আপনি এমন একটি স্থানে যাবেন সেখানে কোন আলো নেই। কিন্তু ক্যামেরা সেটিংস-এর জন্য আপনার টর্চ লাইট লাগবে।

অ্যাপ: মিল্কি ওয়ে খোঁজার জন্য আপনি মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন অ্যাপ পাওয়া যায়। আমি Star walk 2 free এই অ্যাপটি ব্যবহার করেছিলাম। এর সাহায্য আপনি সহজেই মিল্কি ওয়ে খুঁজে পাবেন।



ছবি তোলার কৌশল: সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত হওয়ার পর ঝটপট আপনার ট্রাইপডে ক্যামেরা সেট করে ফেলতে হবে। এরপর ক্যামেরা ম্যানুয়াল মোডে নিয়ে অ্যাপার্চার যতটুকু সম্ভব বাড়াতে হবে (/f –এর মান কমাতে হবে)। এরপর আপনার লেন্সের ফোকাস ম্যানুয়ালে নিয়ে অসীমে ফোকাস করতে হবে। কিছু কিছু লেন্সের গায়ে অসীমে ফোকাসের জন্য একটা মার্ক থাকে। এরপর ক্যামেরার ভিউ লাইভ মোডে নিয়ে কোন তারা জুম করে দেখে নিতে হবে তারাটি স্পষ্ট দেখা যায় কিনা। যদি ফোকাস ঠিক মত হয় তবে তারাটি খুব স্পষ্ট, সার্প এবং সাদা দেখাবে। যদি ফোকাস ঠিক মত না হয় তবে তারাটি ব্লার দেখাবে এবং তারার যেকোন একদিকে লাল বা নীল কালার দেখা দিবে। একবার ঠিক মত ফোকাস হয়ে গেলে আপনি টেপ ব্যবহার করে ফোকাস রিংটি আটকে দিতে পারেন। এরপর আপনার ক্যামেরার ISO ১৬০০ তে সেট করে ছবি তুলতে হবে। ছবির এক্সপোজার টাইম কতক্ষন হবে তা নির্ভর করতে আপনি কত মি মি ফোকাস লেন্থে ছবি তুলছেন তার উপর। যেমন আমি ১৮ মিলি মিটারে ১৬০০-৬৪০০ ISO তে ১৫-২০ সেকেন্ড এক্সপোজার নিয়েছি।



পোস্ট প্রসেসিং: ছবি তোলা হয়ে গেলে কম্পিউটারে ছবি ডাউনলোড করে আপনি পোস্ট প্রসেসিং করলেই আপনি মিল্কি ওয়ের ছবি পাবেন।

মন্তব্য ৩১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোষ্ট +

১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৭

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

২| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছবিগুলো অসাধারণ! টিপসগুলো খুবই প্রয়োজনীয়।

কোন জায়গা থেকে ছবিগুলো তুলেছিলেন জানালে কৃতজ্ঞ থাকবো। একবার হলেও যেতে হবে সেখানে এমন অসাধারণ সৌন্দর্য অবলোকনের জন্যে।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩

নিরব জ্ঞানী বলেছেন: আমি জাপানে থাকি। যে এলাকায় থাকি তা থেকে প্রায় ১০০ কিমি দূরে গিয়েছিলাম ছবি তোলার জন্য। জায়গাটা একটা ড্যাম।

বেশ কয়েক বছর আগে আমি সেন্ট মার্টিন এ গিয়েছিলাম। তখন রাতে আকাশে এত তারা দেখেছিলাম যা আমি কখনো ঢাকাতে দেখিনি। আমার ধারণা সেন্টমার্টিনে খুব সুন্দর মিল্কি ওয়ের ছবি তোলা যাবে। তবে অবশ্যই দেশের অন্য অনেক জায়গা থেকেই ছবি তোলা সম্ভব।

ভাল থাকবেন ভাইয়া।

৩| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবি। ছবি তোলার হাত ও অনেক সুন্দর।

১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৪| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোষ্ট

১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

৫| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: মিল্কি ওয়ের ছবি সম্পর্কে জানা ছিল না। জানলাম ছবিও দেখলাম। শেয়ারের জন্য ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৭ ভোর ৬:৫৫

নিরব জ্ঞানী বলেছেন: আমিও যেদিন প্রথম জানতে পেরেছিলাম যে সাধারণ ডি এস এল আর ক্যামেরা দিয়েই ছবি তোলা যায় সেদিন খুব অবাক হয়েছিলাম। আমি মনে করতাম মিল্কি ওয়ের ছবি তোলার জন্য আলাদা কোন ক্যামেরা লাগে।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

৬| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: নিরব জ্ঞানী ,




অসম্ভব অসম্ভব অসম্ভব সুন্দর ।
মহাকাশের গ্রহ-নক্ষত্র-গ্যালাক্সি আমার প্রিয় একটি বিষয় । এসব নিয়ে বেশ কিছু লেখাও আছে আমার এখানে শখের বসে । সেখানের সব ছবি অন্যের তোলা । আপনার শখের ফটোগ্রাফীতে তোলা এই ছায়াপথের ছবিটি যদি সে সময় পেতুম বুঝতে পারছেন কি হতো ? একজন ব্লগারের নিজের তোলা ছবি আর এক ব্লগারের পোস্টে, আর তা যে সে ছবি নয় - স্বয়ং আমাদের পাড়ার ( মিল্কিওয়ে গ্যালাক্সি )ছবি !!!!!!!!!!

১৮ ই মে, ২০১৭ ভোর ৬:৫৯

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই।

মহাকাশের গ্রহ-নক্ষত্র আমারো একটি কৌতুহলের বিষয়। আপনার সাথে এক্ষেত্রে আমার বিষয় মিলে যাচ্ছে :) । আপনি যদি আমার তোলা ছবি দিয়ে ব্লগ লিখতেন, তা অবশ্যই আমার জন্য একটা গর্বের ব্যাপার হত। আমার তোলা ছবিগুলো ব্লগে সবার জন্য উন্মুক্ত। যে কেউ এই ব্লগে তা ব্যবহার করতে পারবেন।

ভাল থাকবেন ভাইয়া।

৭| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:৩৩

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ ছবি! জীবনে মিল্কিওয়ের ছবি তোলা হবেনা। আপনার তোলা ছবি দেখেই চোখ জুড়াই :)

১৮ ই মে, ২০১৭ সকাল ৭:০২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

জীবনে মিল্কিওয়ের ছবি তোলা হবেনা কেন? সময় সুযোগ মত একদিন তুলে ফেলবেন। সেদিন আমি আপনার ছবি দেখে চোখ জুড়াবো। :)

৮| ১৮ ই মে, ২০১৭ সকাল ৮:২৯

রুদ্র পাঠক বলেছেন: সুন্দর পোষ্ট। আপনার টিপস সমূহ নতুনদের আরও বেশি ছবি তুলতে আগ্রহী করে তুলবে।

১৮ ই মে, ২০১৭ সকাল ৮:৫২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ক্যামেরা কিনলে ছবি দিবেন। অপেক্ষায় আছি। :)

৯| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

২৯ শে মে, ২০১৭ সকাল ৯:১২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১০| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২৫

পার্থিব লালসা বলেছেন: অসাধারণ!
সুন্দর পোষ্ট +++
ধন্যবাদ ভাইয়া

০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১১| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! অনেক অনেক ভালোলাগা ।

০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯

নিরব জ্ঞানী বলেছেন: ভাল থাকবেন আপু। :)

১২| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

মানবী বলেছেন: ‌এটা ঠিকনা, রীতিমতো অন্যায় ভাইয়া!!!


আমি এখনও চাঁদের ছবি সঠিক ভাবে তুলতে জানিনা আর আপনি মিল্কিওয়ের এমন অপূর্ব ছবি তুলেছেন!!!
ঈর্যাবোধ থাকলে ভীষণভাবে ঈর্ষান্বিত হতাম!!! :-)

চমৎকার ছবিগুলোর জন্য ধন্যবাদ নিরব জ্ঞানী।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০

নিরব জ্ঞানী বলেছেন: আহা!! প্লিজ আপু, একটু ঈর্ষা করুন। অন্তত ভাবতে তো পারবো আমার ছবিতোলা দেখে অন্যরা ঈর্ষান্বিত হ্য়। হা: হা:

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

আমি একটা চাঁদের ছবি তুলেছিলাম। আপনাকে দিলাম। :#)

১৩| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

মানবী বলেছেন: ওয়াও!!!! এটা তো টেলিস্কোপে চাঁদকে যেভাবে দেখি ঠিক তেমন!!! আমার সাধ্য নেই এই ছবি তোলার।
টেলিস্কোপে ক্যামেরার লেন্স দিয়ে বিভিন্ন ভাবে স্যাটার্নের অপরূপ ছবিটি তুলতে চেষ্টা করেছি এবং যথারীতি ব্যর্থ হয়েছি।

এটা একটা বিরাট সমস্যা ভাইয়া- ঈর্ষাবোধ নেই। এ জীবনে ঈর্ষা জাগানোর চেষ্টা করে অনেক ব্যর্থ হয়েছে, মাঝে মাঝে মনে হয় থাকলে মন্দ হতোনা। পরশ্রীকাতর হয়ে নোংরামী আর আস্ফলানের মাঝে কেউ কেউ কি আনন্দ পায় তা অজানাই থেকে গেলো :-)

তবে এতোটুকু ঈর্ষাবোধ থাকলে, আমি এই ছবি দেখে অবশ্যই ঈর্ষান্বিত হতাম নিশ্চিত। আপাতত অপূর্ব ছবি দেখে ধন্য হলাম!!

অনেক অনেক ভালো থাকুন

১৪| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

মানবী বলেছেন: চাঁদের ছবির জন্য সহস্র ধন্যবাদ নিরব জ্ঞানীকে।

০৯ ই জুন, ২০১৭ দুপুর ২:২২

নিরব জ্ঞানী বলেছেন: বাহ। আমিও একটা টেলিস্কোপ কিনেছিলাম। কিন্তু সময়ের অভাবে আকাশ দেখতে বসা হয়নি। একদিন সময় করে অবশ্যই বসবো। :)

টেলিস্কোপে শনি, বৃহঃস্পতি গ্রহ দেখতে নিশ্চয়ই অনেক রোমাঞ্চকর লাগে।

ভাল থাকবেন আপু।

১৫| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার! আমি কক্সবাজারে গিয়ে কিছুদিন আগে চেষ্টা করেছিলাম...কিন্তু মেঘলা আকাশের কারণে কিছুই করা সম্ভব হয় নি :(

০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:৫১

নিরব জ্ঞানী বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পেলাম ভাইয়া। ভাল আছেন নিশ্চয়ই।

আবহাওয়াটা আসলে অনেক বড় একটা বাঁধা। আমি শুধুমাত্র মেঘের কারণে দুই বার প্ল্যান চেঞ্জ করেছিলাম। একবার একসপ্তাহ পর ঠিক করেছিলাম। কিন্তু সেদিনও আকাশ মেঘলা দেখে পরে একমাস পিছাতে হয়েছে। কারণ, চাঁদেরও একটা ব্যাপার আছে ছবি তোলার সাথে।

আশাকরি, পরবর্তী প্রচেষ্টায় সফল হবেন।

ভাল থাকবেন ভাইয়া।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

মাঘের নীল আকাশ বলেছেন: কোন ডিরেকশানে ক্যামেরা সেট করবো সেটা তো বললেন না!

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬

নিরব জ্ঞানী বলেছেন: মিল্কি ওয়ে খোঁজার জন্য মোবাইলে অনেক রকমের অ্যাপ পাওয়া যায়। আমি Star walk 2 free ব্যবহার করেছিলাম। ওই অ্যাপ অন করলেই আপনি মিল্কি ওয়ে খঁজে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.