নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

ইহারা মিয়ামোতো (গল্প)

১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪



গত উইকেন্ডে আমরা গিয়েছিলাম একটা ঝরণার ছবি তুলতে। জাপানি এক বন্ধুর কাছে শুনেছিলাম এই ঝরণাটার কথা। জাপানে আপনি যেকোন ঘোরার জায়গাতে যান না কেন মানুষের ভীড় থাকবেই। কিন্তু তার কাছে শুনেছি যে ঝরণাটা একদম নিরিবিলি। সেখানে নাকি মানুষের দেখাই পাওয়া যায়না। আপনাদের ভাবীতো শুনে মহাখুশি। কারণ একটাদিন মানুষের ভীড় ছেড়ে নিজেদের মতো থাকা যাবে। তাই গত শনিবার গিয়েছিলাম সেই ঝরণা দেখতে।

যাওয়ার আগেরদিন অনেক খুঁজেও গুগল ম্যাপে যাওয়ার রুট খুঁজে পেলাম না। সত্যি কথা বলতে কি ঝরণাটারই কোন খোঁজ পেলাম না ম্যাপে। কিন্তু জায়গাটার একটা নাম যেহেতু আছে তাই জায়গার নাম দেখেই পরদিন আমরা রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। সাথে দুপুরের খাবার দাবার, ছোট তাবু আর ঝরণার পানিতে মাছ ধরার জন্য আমার মেয়ের ছোট একটা জাল। কিন্তু সমস্যা বাঁধলো সেখানে গিয়ে। স্থানীয় অনেককে জিজ্ঞেস করার পরও কেউ পুরোপুরি বলতে পারলোনা কোথায় সেই ঝরণা। কিছুক্ষণ ঘোরাঘুরি করে যখন কোন মতেই খুঁজে পাচ্ছিলাম না তখন আমরা গাড়ি থামিয়ে গুগল ম্যাপে দেখা শুরু করলাম কাছাকাছি ঘুরতে যাওয়ার মত অন্য আর কি আছে। ঠিক তখনই একটা বছর পঁচিশের জাপানী মেয়ে আমাদের গাড়ির কাছে আসলো। জিজ্ঞেস করলো আমরা হারিয়ে গেছি কিনা। আমরা বললাম যে ঠিক হারিয়ে যাইনি কিন্তু আমরা আসলে এসেছি একটা জায়গা খুঁজতে। ঝরণাটার কথা বলতেই দেখলাম মেয়েটি বললো যে সে জায়গাটি চিনে এবং আমরা চাইলে সে আমাদের সাথে সেখানে যেতে পারে। একথা শুনে আমরা একটু অবাক হলাম। ভদ্র এবং বিনয়ী হিসেবে জাপানিরা প্রথম সারির দিকে এর প্রমাণ জাপানে এসেই আমরা পেয়েছি। কিন্তু এও জানি জাপানিরা প্রচন্ড লাজুক টাইপের হয়। আপনাকে সাহায্য করার জন্য জান দিয়ে দিবে সে ঠিক আছে। কিন্তু আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আপনার গাড়িতে উঠে পড়বে এতটা মিশুক জাপানিরা এখনো হয়নি।



সে যাই হোক। তাকে গাড়িতে উঠিয়ে আমরা ঝরণাটার উদ্দেশ্যে রওনা হলাম। একসময় তার নির্দেশিত পথে যেতে যেতে আমরা কালো পিচের মসৃণ রাস্তা ছেড়ে পাহাড়ের পুরোন রাস্তায় এসে পড়লাম। একসময় দেখলাম পুরোন রাস্তাও শেষ। পাথর আর শুকনো মাটির তৈরি রাস্তায় এসে আমি একটু ভীত হয়ে পরলাম। কারণ এদেশে যে এমন রাস্তা আছে তাই আমার জানা ছিল না। শেষ মেষ আমরা অবশ্য ঝরণার কাছাকাছি এসে পড়লাম। গাড়ি পার্ক করে মোবাইলে দেখলাম প্রায় চারটা বাজে। দুপূর গড়িয়ে বিকেল হয়ে পড়ছে।
প্রথমেই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। মেয়েটির নাম ইহারা, ইহারা মিয়ামোতো। তাকে বললাম আমাদের সাথে খাওয়ার জন্য। অনেক চাপাচাপির পর সে একটু খানি খেল আমাদের সাথে। তারপর আমরা রওনা হলাম পাহাড়ি নদীর ধার ঘেঁষে, মূল ঝরণাটার খোঁজে। প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর আমরা ঝরণাটার কাছে পোঁছালাম। ঝরণা দেখে আমরা একদম থ। এত সুন্দর ঝরণা আমরা আগে কখনো দেখিনি। আর পুরো জায়গাটাতে আমরা শুধু চারজন। আমি, কণা (আপনাদের ভাবী), আমার মেয়ে মেঘ আর ইহারা।



বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমি ছবি তোলার জন্য মরিয়া হয়ে গেলাম। উপরের পাহাড় থেকে ছবি তুললে ছবিটা দারুন আসবে। কিন্তু পাহাড়ে উঠার কথা শুনে কণা বেঁকে বসল। তাই ওদেরকে সেখানে রেখেই আমি একা পাহাড়ে উঠে গেলাম। অনেক কষ্টে দুইটা ছবি তুলতে না তুলতে ঝুপ করে অন্ধকার নেমে আসলো। আসলে পাহাড়ী এলাকায় খুব দ্রুত অন্ধকার নামে। ঝটপট ছবি তুলে নীচে নেমে দেখি কণা আর মেঘ বসে আছে। জিজ্ঞেস করলাম ইহারা কোথায়। শুনে কণা আকাশ থেকে পড়লো। বললো আমি পাহাড়ে উঠার একটু পরই ইহারা কণাকে বলেছিল যে সেও ঝরণাটা উপর থেকে দেখবে। তাই আমার পিছে পিছে নাকি সেও গিয়েছিল। কিন্তু আমি তো তাকে দেখালাম না পাহাড়ের উপর! মনে মনে আমি একটু বিরক্ত হলাম। একে তো রাত হয়ে এসেছে, তার উপর চিনি না জানি না একটা মেয়ে একা আমাদের সাথে এই জনশূন্য জায়গায় এসেছে। ইহারার কিছু হলে আমরা কি করবো!

আমরা চিৎকার করে ইহারাকে ডাকতে লাগলাম। প্রায় দশমিনিট ডাকাডাকির পর যখন আমরা তার কাছ থেকে কোন উত্তর পেলাম না তখন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তাবু গুছিয়ে আমরা গাড়ির কাছে চলে আসলাম এই চিন্তা করে যে যদি ইহারা গাড়ির কাছে এসে থাকে। কিন্তু এখানেও তাকে পেলাম না। মাথা ঠান্ডা করে চিন্তা করলাম প্রথমেই আমাদের লোকালয়ে যেতে হবে। পুলিশকে সব কিছু খুলে বলতে হবে। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে যেই না গাড়ির হেড লাইট জালিয়েছি অমনি একটা নোটিশ বোর্ড চোখে পড়ল। ঝরণাটার নাম, বিবরণ ইত্যাদি। গাড়ি থেকে নেমে কাছাকাছি গিয়ে দেখলাম ঝরণাটার নাম কাকিজোরে। নোটিশ বোর্ডে আরেকটি আলাদা কাগজে একটা মিসিং রিপোর্ট লেখা।

নাম-ইহারা মিয়ামোতো।
বয়স- পঁচিশ।
হারানোর তারিখ- ১৪ মে, ২০১২।

ছবিটি দেখে আমার মাথা ঘুরতে লাগলো। প্রায় পাঁচ বছর আগে ইহারা এখানে এসে হারিয়ে গিয়েছিল। আমি আর কিছু চিন্তা না করে দৌড়ে গাড়িতে গিয়ে বসলাম। এর পর আমি কিভাবে সেখান থেকে গাড়ি চালিয়ে লোকালয়ে ফিরেছি সেটা আরেকদিন বলবো।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫

ওমেরা বলেছেন: ইহা কি সত্য ঘটনা নাকি ?

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

নিরব জ্ঞানী বলেছেন: ঘটনা সত্য নয়, তবে আসলেও আমরা এই ঝরণাটা দেখতে গিয়েছিলাম গত মাসে।

ইহারা নামে একটা মেয়েও ছিল আমাদের ল্যাব-এ। মাস্টার্সে পড়তো। (আমার দেখা প্রথম সুন্দরী জাপানি মেয়ে। :`> )

২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১

আমি চির-দুরন্ত বলেছেন: ভূতের সাথে সাক্ষাৎ হয়েছিল মনে হচ্ছে।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২

নিরব জ্ঞানী বলেছেন: আমারো তাই ধারণা। ;)

৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

জুন বলেছেন: এমন একটি আধি ভৌতিক ঘটনা সম্পর্কে জানা ছিল কিন্ত আপনি তার সাথে একাত্ম হয়ে গেছেন দারুন নিপুনতায় ।
ভালোলাগা রইলো নীরব জ্ঞ্যানী ।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ভাল থাকবেন।

৪| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১

মোস্তফা সোহেল বলেছেন: ঝরনাটা সুন্দর আর গল্পটাও।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় মোস্তফা সোহেল।

ভাল থাকবেন।

৫| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪

উম্মে সায়মা বলেছেন: ও বাবা! সত্যিকারের ভূতের গল্প B:-)
ঝর্ণাটা আসলেই খুব সুন্দর। ছবিগুলো অসাধাণ।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

নিরব জ্ঞানী বলেছেন: ভূতের গল্প আবার মিথ্যে হয় নাকি?

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

৬| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬

বেয়াদপ কাক বলেছেন: ভালো লেগেছে। একদম বাস্তব মনে হচ্ছিল।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বেয়াদব কাক। :D

ভাল থাকবেন।

৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:

" আপনাদের ভাবীতো শুনে মহাখুশি। "

-গল্পের বাড়তি আকর্ষণ, একজন ভাবী পেলাম

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১১

নিরব জ্ঞানী বলেছেন: হা হা। আমি নিশ্চিত আপনার জীবনে ভাবীর সংখযা খুব একটা কম না।

মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই।

ভাল থাকবেন।

৮| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: শেষে এসে ভালো লাগল। ছবিগুলোও সুন্দর।

১৫ ই জুন, ২০১৭ ভোর ৬:১৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

ভাল থাকবেন।

৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: নিরব জ্ঞানী ,




আপনার তোলা ছবি আমাকে টানে । শুরুতেই ঝকঝকে একটি ছবি আর " গত উইকেন্ডে আমরা গিয়েছিলাম একটা ঝরণার ছবি তুলতে " এই লাইনটি দেখেই অনেক অনেক ছবি দেখার লোভ সামলাতে না পেরে ঢুকেছি । গোটা তিনেক ছবিতে হতাশ হলেও গল্পটি সব হতাশা উসুল করে দিয়েছে । এমন চমৎকার ভাবে লিখেছেন যে , মনে হয়েছিলো আসলেই বোধহয় অমনটা ঘটেছে ।


১৫ ই জুন, ২০১৭ ভোর ৬:১৮

নিরব জ্ঞানী বলেছেন: আসলে ব্যক্তিগত জীবনে এতটাই ব্যস্ত যে ছবি আর তোলার সময় পাচ্ছি না। কিন্তু কিছু পোস্ট করতে ইচ্ছে করছিল। তাই ছবি যা ছিল তা দিয়েই একটা পোস্ট দিলাম। সাথে একটু গল্প লিখারও চেষ্টা করলাম আর কি!

মন্তব্যের জন্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

ভাল থাকবেন।

১০| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ঝর্ণাটা অসাধারণ! আমি ভাবলাম এখন থেকে আপনি ভ্রমণ কাহিনী লেখা শুরু করলেন বুঝি। কিন্তু শেষে এসে বুঝতে পারলাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে :-B

অসাধারণ ঝর্ণা, সাবলীল লেখনী..........ভালোলাগা সব সময়।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। না ভাইয়া, ভ্রমণ কাহিনী লিখতে হলে অনেক খুঁটিনাটি জিনিস মনে রাখতে হয়। আমার মাথায় এত স্পেস খালি নাই। :P

ফুলের জন্য ধন্যবাদ। ছবিটা চমৎকার তুলেছেন। কি ফুল এটা?

১১| ১৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

১২| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: এমন অপার্থিব সৌন্দর্যের জন্য এই গল্পটা মানানসই !
শুভ কামনা ।

২৩ শে জুন, ২০১৭ সকাল ৮:২৮

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। :)

ভাল থাকবেন। অগ্রীম ঈদ মোবারক!

১৩| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: গল্পটা একেবারেই সাদামাটা এবং অনুমেয়। ছবি অসম্ভব সুন্দর।

২৩ শে জুন, ২০১৭ সকাল ৮:৩০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আসলে গল্প লিখাটা আমার ঠিক আসেনা। কিন্তু মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয় আর কি! B-)

ভাল থাকবেন। অগ্রীম ঈদ মোবারক!

১৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১০

ইমরান আশফাক বলেছেন: ঐ নোটিশ বোর্ডটি দেখার পর এই গল্পটি লিখার ধারনা পেয়েছেন, তাই না? যাই হোক, বাংলাদেশের রহস্য গল্পের জগতে দারুন এক লেখকের আগমনী বার্তা পাচ্ছি আমরা।

২৩ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৪

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। সত্যি কথা বলতে কি ওই রকমের কোন নোটিশ বোর্ড ছিলই না। বানিয়ে লিখেছি গল্পটা।

ভাল থাকবেন ভাইয়া। অগ্রীম ঈদ মোবারক!

১৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঝর্নার মতই ঝকঝকে গল্প।

২৭ শে জুন, ২০১৭ সকাল ৮:৪০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ঈদ মোবারক!

ভাল থাকবেন।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

অর্থহীন জীবন (রিয়াজ) বলেছেন: আসলেই অদ্ভুদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.