নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব জ্ঞানী

হুমমম......

নিরব জ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭



গতমাসে ইউ এস এ গিয়েছিলাম একটা কনফারেন্স-এ যোগ দিতে। এটি আমার প্রথম ইউ এস এ ভ্রমণ। নিউ ইয়র্ক এর লং আইল্যান্ড এ একটা ভাইয়ার বাসায় ছিলাম। কনফারেন্স ছিল কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি নামক একটা রিসার্চ ইন্সটিটিউট-এ। সেই ভাই সেখানেই চাকরি করেন। যেহেতু এটা একটা অফিসিয়াল ট্যুর ছিল, আমি সেরকম ভাবে ছবি তুলতে পারিনি। মাত্র একদিন আমরা বেড়াতে গিয়েছিলাম নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে। সেখানেই কিছু ছবি তুলেছি। আর যাওয়ার সময় কিছু স্ট্রিট ফটোগ্রাফিও করেছি। স্ট্রিট ফটোগ্রাফিও আমার প্রথম কারণ জাপানে আপনি ইচ্ছে করলেই কারো ছবি তুলতে পারবেন না। এর জন্য আপনাকে প্রথমে যার ছবি তুলবেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অথবা ছবি তুলে ফেললেও পরবর্তিতে তার অনুমতি নিয়েই সেই ছবি ব্যববার করতে পারবেন। কিন্তু ইউ এস এ তে আপনি যার ইচ্ছে ছবি তুলতে পারবেন। কি মজা।

১। ছবির বাম পাশে (আপনার ডান পাশে) নিউ ইয়র্ক আর ডান পাশে (আপনার বাম পাশে) নিউ জার্সি। আমি দাঁড়িয়ে আছি লিবার্টি আইল্যান্ডে।



২। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিং।



৩। কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির প্রাইভেট বিচ।



৪। বিচের পাশে বসার জায়গা।



৫।




৬। গ্রাউন্ড জেরো। যারা সেদিন মারা গিয়েছিলেন তাদের নাম লিখা আছে দেওয়ালে।



৭। ফ্লাইট নাম্বার ১৭৫। এই ফ্লাইটটিই সেদিন ব্যবহার করা হয়েছিল।



স্ট্রিট ফটোগ্রাফি

৮। সাবওয়ে


৯। সাবওয়ের ভিতর।


১০। এটা সম্ভবত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাবওয়ের গেইট।


১১।র‌্যন্ডম ক্লিক


১২।র‌্যন্ডম ক্লিক


১৩।র‌্যন্ডম ক্লিক


১৪।র‌্যন্ডম ক্লিক


১৫।র‌্যন্ডম ক্লিক


১৬।র‌্যন্ডম ক্লিক

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো ভালই লাগল।
আপনি অনেক সুন্দর ছবি তুলেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকবেন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

ফয়সাল রকি বলেছেন: আম্রিকা যাইতে মঞ্চায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫২

নিরব জ্ঞানী বলেছেন: আম্রিকা ভালা, কিন্তু আমি জাপানরে আরো ভালা পাই। :-B

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

আকিদা আফরোজ বলেছেন: ছবি গুলো অনেক ভালো তুলেছেন.।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫২

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ভাল থাকবেন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: নিরব জ্ঞানী ,




যথারীতি শৈল্পিক । টেনেছে শিরোনামহীন ৫ নম্বরটি ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আহমেদ জী এস ভাইয়া। এরকম একটি মন্তব্যই আশা করছিলাম।

ভাল থাকবেন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৫

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

ভাল থাকবেন।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

হাসান কালবৈশাখী বলেছেন: - অনেক সুন্দর!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৬

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকবেন।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সোহানী বলেছেন: এ জীবনে প্রতিদিন থাকি বলে ছবি তোলা হয় না এসবের। আগে যখন দেশের বাইরে যেতাম রাত দিন ক্লিক করতাম বিমান মাটিতে ল্যান্ড করা মাত্রই..............তারপরও ভালো লাগলো ও মনে পড়লো সে সব দিনগুলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

নিরব জ্ঞানী বলেছেন: 'প্রথম' যে কোন কিছুই আসলে মানুষের মনে দাগ কাটে। স্মৃতিতে সেগুলোই দীর্ঘদিন থেকে যায়।

ছবিগুলো ভাল লাগলো জেনে খুশি হলাম।

ভাল থাকবেন আপু।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

করুণাধারা বলেছেন: নিউইয়র্ক এর আকাশ কি নীল!!! চমৎকার সব ছবি। খুব ভাল লাগল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৪

নিরব জ্ঞানী বলেছেন: আসলে সব দেশের আকাশই নীল। সেদিন আকাশ মেঘমুক্ত ছিল বলে ছবিতে নীল বেশি এসেছে।

আমার কিন্তু দেশের জুন জুলাই মাসের আকাশ সবচেয়ে বেশি ভাল লাগে। কারণ সেসময় শ্রাবণের সাদা মেঘগুলো নীল আকাশে ভেসে বেড়ায়।

ভাল থাকবেন করুণাধারা।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১০

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ ভাইয়া! ১ থেকে ৫ নং বেশি সুন্দর! আপনার তোলা ছবি দেখে ফটোগ্রাফি শেখার শখ জাগে :)
শুভ কামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৯

নিরব জ্ঞানী বলেছেন: একটা ক্যামেরা কিনে ফেলেন আপু। যতদিন আপনি ক্যামেরা না কিনবেন ততদিন কিন্তু ছবি তোলা হবে না। আর খুব বেশি দাম দিয়েও ক্যামেরা কিনার দরকার নেই। ছবি তোলা নির্ভর করে ফটোগ্রাফার আর পোস্ট প্রসেসিং এর উপর।

এছাড়াও আপনি মোবাইল ক্যামেরা দিয়েও ছবি তোলা শুরু করতে পারেন। ৩,৪,৫ নাম্বার ছবিগুলো কিন্তু মোবাইল ক্যামেরায় তোলা।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা এবঙ ছবিগুলো

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ভাল থাকবেন।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

রুদ্র পাঠক বলেছেন: খুব সুন্দর।...............

৩ নং টা কি প্যানোরমা?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রুদ্র পাঠক।

আপনি ঠিক বলেছেন। ৩ নং টা প্যানোরমা।

ভাল থাকবেন।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০০

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কামাল ভাই।

ভাল থাকবেন।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: নিরব জ্ঞানী ভাই,


কেমন আছেন ??? অনেকদিন পরেই বোধ হয় এলাম আপনার ব্লগে। কিভাবে কিভাবে যেন আপনার কথা মনে পড়ে গেল !




ছবি গুলোর মতই ফ্রেস আর চনমনে আছেন আশা করছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪

নিরব জ্ঞানী বলেছেন: জাহিদ ভাই, ভাল আছি। আপনি কেমন আছেন? আমি যদিও অফলাইনে থাকি, আমি কিন্তু আপনার কবিতা মোটামুটি পড়ি (আমি খুব কম কবিতা পড়ি!!!) ।

আপনাকে আমি একটা অনুরোধ করতে চাই। আপনার কবিতাগুলো পোস্ট করার সাথে সাথে আপনি কি কবিতা আবৃত্তি করে লিংক দিতে পারবেন? ধরুন মোবাইলে রেকর্ড করে ইউটিউবে আপলোড করলেন। তারপর কবিতা পোস্ট করার পর নিচে লিংকটা দিয়ে দিলেন আরকি?
"এখন তুমি কোথায় শরৎ ?" কবিতাটা দিয়েই না হয় শুরু করেন!!

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

জাহিদ অনিক বলেছেন: খালিদ হাসান ভাই,


আপনাকে হতাশ করতে বাধ্য হচ্ছি।


আমার আবৃত্তি সুবিধার না !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

নিরব জ্ঞানী বলেছেন: জাহিদ ভাই, চেষ্টা করে দেখেন!! :)

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

মার্কো পোলো বলেছেন:


ছবিগুলো ভাল লাগলো।

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৩

নিরব জ্ঞানী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.