নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

"তুমিহীনতা "

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

ধুম্রশলাকা এবং পাশাপাশি কয়েকটি অনুভুতি,
মিলেমিশে একাকার হওয়া সন্ধ্যে জানে
তুমিহীনতার তীব্রতায় গোটা একটা মানুষ
কতটা কুকড়ে যেতে পারে ।
ধোয়া ভাসে, আকাশ ধুসর হয়
ঘাসের ঢগায় জমে থাকা অশ্রুবিন্দু
হয়তো নষ্ট হয়, কোন কুকুরের পদচারনায়।
বিষন্নতার বাতাস, তোমার ঠোটের তীল
সব মিলেমিশে একাকার।
ধিকিধিকি উড়ে চলা চুল, কেমন স্নীগ্ধতার মায়া!
অবশ করা মষ্তিষ্ক, ঠিক যেন
কাটাতারে বিচ্ছেদ দুটি  দেশের সীমান্ত।
তোমার ভাল না বাসার দিনে বিরোধীদলের
মত ম্রিয়মান  বিক্ষোভ হয় মনের রাজপথে
একটি পথিক ককটেল ফোটায় প্রেমের অধিকারে!
ধুধু রাস্তায় পুলিশের জলকামানের মত তোমার বাক্যকামানে পিষ্ঠ করো আমায়।
আমি আজন্ম প্রেমিক শুধুমাত্র তোমার আশায় বসে থাকি ঠিক যেন,
বাহান্ন তীর্থের কাঁকের মত!
আমার প্রতিটি রক্তকনিকার বিনিময়ে তোমাকে একবার শুধু দেখতে চাই!
শহর বন্দর জুড়ে শুধু তুমি আর তুমি,
যেন প্রতিটি রিক্সায় প্রতিটি বাসে আমার বিপরীতে তুমি আসছো আমাকে পেরিয়ে   চলে যাচ্ছো বহুদুর।
এব্রোথেব্রো প্রতিটি পদক্ষেপে, শুধু তোমার কথাই ভাবি।
তোমার নির্লিপ্তায় আকাশ ভেঙে পড়ে, জোৎসা ভরা চাঁদ উল্টে যায়, পাহাড়গুলো সব ধুলো হয়ে যায়,  নক্ষত্রে নক্ষত্রে  ছেয়ে যায় গোটা রাজপথ,
তবুও আমি উল্লাসিত থাকিয়ে থাকি যেই পথে তুমি হেটে বিশ্ববিদ্যালয়ে গিয়েছো আজ ভোরে।
তোমার আশায় বৈদুতিক খুটির মত দাড়িয়ে থাকতে থাকতে আমি ভেঙে পড়ি,
আমার উপরে কতশত কাঁক কত শালিক বসে,
তাদের বিষ্ঠায় মাখামাখি হয় স্মৃতির আঙিনা !
তবুও আমি হাসি, কাঁদি,  কবিতা লিখি,
বেচে থাকি সেই পৃথিবীতে, যেখানের একটাই আকাশ তার নিচে আমরা
আলাদা আলাদা দুজন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.