নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

"মনতীরবর্তী অঞ্চল "

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২



মনের মধ্যে বড় কোন ঝড়ের পুর্বাবাস,
সকল মানুষকে মন থেকে দুরে থাকার আহ্বান।
মনতীরবর্তী অঞ্চলে দশ নম্বর মহাবিপদ
সংকেত!

এমন অবস্থায় তুমি এলে,
আমার সকল বিধিনিষেধ পেরিয়ে ছুয়ে
দিলে।
ভীষন ঠান্ডা,কি মানবীক
হৃদয়স্পর্শ তোমার!
কেমন নিপুন শিল্পীর মত গভীর আবেগে
আমার ঠোট থেকে সবটুকু ভালবাসা শুষে নিলে!
কত গভীর মায়ায় জড়িয়ে ধরলে
কি মায়ার বাধনে বাধলে।
জানো, সেদিনের পর থেকে এই মহাবিশ্বের
কোন কিছুই আমি আকড়ে ধরতে পারিনা।
আমার রাতদিন গুলো কেমন হয়ে আছে।
হাটতে গিয়ে আকাশ দেখলে,
স্বপ্ন দেখতে গিয়ে ঘুমিয়ে পড়লে
আমি শুধু তোমাকে ভাবি।
এই নিষ্ঠুর শহরে এত মানুষ,
তোমাকে দেখিনা বহুদিন।
তোমাকে শেষ দেখেছি সেই যে এক সকালে
তুমি আসবে বলে,
তীর্থের কাঁকের মত কি অপেক্ষা আমার।
তোমাকে একটিবার পেলে,
শুধুমাত্র একবার পেলে! 
বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দিতে পারি আমি!
তোমাকে একবার পেলে সরকারীদল বিরোধীদল,
এমনকি ট্রাম্প প্রসাশনকে উপেক্ষা করে
গোটা বিশ্বে শান্তি এনে দিতে পারি!
তোমাকে একবার পেলে
ঢাকা শহরকে বসবাসযোগ্য করে ফেলতে পারি আমি।
তোমাকে একবার পেলে ভালবাসায় ভালবাসায়
রাঙিয়ে দিতে পারি গোটা কাওরানবাজার।
খুলতে পারি ভালবাসার আড়ৎ।
অল্প কিছু ভালবাসা বিক্রি হবে
বেশ কিছু কষ্টের বিনিময়ে!
শূধুমাত্র তোমাকে একটিবার পেলে গোটা বিশ্বে ভালবাসার রাজত্ব কায়েম করবো আমি!

আজ শুধু একটু 'তোমার' অভাবে গোটা বিশ্বজাগরন আটকে আছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ভাই। আরো ভাল ভাল লেখা পাব আশা করছি।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ সুন্তর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.