নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

তুমি কোন মহামানবী নও!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯


তোমাকে ভুলে গিয়েছি
বেশ করেছি।
এমন কোন আহামরি কীর্তি তুমি
রেখে যাও নি যে,
তোমাকে আমার সারজীবন মনে
রাখতে হবে।
তোমার কথা ভেবে ভেবে না খাওয়া
ভাতের প্লেট ঠেলে দিতে হবে।
একাকী বসে থাকলে,
ঘুমোতে গেলে
তোমার কথা ভেবে ভেবে অশ্রুজল
বিসর্জন দিতে হবে।
এমন কোন কীর্তি তুমি রেখে যাও নি।
তোমার মিথ্যে প্রতিশ্রুত ভালবাসা
আর ভাবায় না আমায়।
এমন কোন মহামানবী তুমি নয় যে,
তোমাকে সারাজীবন একপাক্ষিক ভালবাসা
দিয়ে  যেতে হবে।
মিরপুর রোডে আমাদের এমন
কোন স্মৃতি নেই
যেখানে গেলে আমি হুহু
করে কেঁদে উঠবো।
এমন কোন ভালবাসাপুর্ণ মানবী
তুমি নও যে তোমাকে ভালবেসেই
যেতে হবে।

এখন আমি বেশ আছি
হাটতে হাটতে আকাশ দেখি
হয়তো বিদ্যুতের খুটি তে
মাঝেমধ্যে ধাক্কা খেয়ে থমকে পরি
কি আসে যায়?
ভাল থাকা যে কত ভাল বোঝানোর জন্যে
তোমাকে অশেষ ধন্যবাদ।
আর কিছু দেয়া গেলোনা বলে
দুঃখ করোনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ইসসসস!!! এতো অভিমান !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

প্রতিভাবান অলস বলেছেন: হু.... খুউব!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১২

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ লিখেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.