নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

"তোমার মনের আলমারিটা"!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২



শুনেছি তোমার শহরে রোদ উঠেছে
ঝড় উঠেছে মনের কোনে,
সারা শহর জুড়ে তোমার
প্রনয়পার্থীর ভিড় লেগেছে।
তোমার মনের আলমারিটা'র
তার ভেতরের ডায়রি থেকে
তার একটি পাতা দিয়ে
পাখি বানিয়ে উড়িয়ে দিয়ো।
তারচেয়ে ভালো বৃষ্টি পড়লে
রিমঝিমিয়ে রিমঝিমিয়ে
তোমার ঘরের জানলা খুলে
মুখ বাড়িয়ে বৃষ্টি ছুইয়ো।
তোমার মনের আলমারিটা'র
তার ভিতরের ডায়রি থেকে
অামায় নিয়ে কবিতা লিখা
একটি পাতা ছিড়ে ফেলে
নৌকা বানিয়ে
নর্দমার জলে ফেলে দিয়ো।
আর না হলে রোদ বৃষ্টি ভুলে গিয়ে
সকাল সন্ধ্যা ঘুমিয়ে থেকো।
ঘুমের মধ্যে স্বপ্ন দেখে
ভয় পেয়ে, চিৎকার করো।
দুচোখে শুধু আমাকে খুজো।
আমি থাকবো তোমার পাশে
আমার বুকে মাথা গুজে
আবার তুমি ঘুমিয়ে পরো।
আমি তখন থাকবো জেগে
তোমার ভয় কে পাহাড়া দিতে 
তুমি কাদলে গভীর সুখে
তোমার চুলের গন্ধ নিয়ে
বয়ামে ভরে যন্ত করে রেখে দিবো।
তোমার মনের আলমারিটায়
তার ভিতরের ডায়রিটা'য়
দুয়েক পাতা আমি লিখবো
যখন আমরা থাকবো দুজন
অসঙ্গতের অসম্ভবে!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

কানিজ রিনা বলেছেন: বাহ্ বেশ ভাল হয়েছে। ধন্যবাদ,

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

প্রতিভাবান অলস বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

প্রতিভাবান অলস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। প্রতি ভাবান্তর অলস।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। প্রতিভাবান অলস।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.