নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

"আনন্দিত মৃত্যু "

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯


এত মুমূর্ষু, এত মৃত্যু আগে দেখিনি।
এত জ্বরা,এত মৃত্যুক্ষুধা পৃথিবীতে আগে আসেনি।
ভয়যুক্ত চাহনী কপালে চুলে হাত বোলাচ্ছেন।
আরেকটুখানি বাঁচার আকুতি গড়গড় করে
উগরে দিতে দিতে সৃষ্টিকর্তার করুণা ভিক্ষারত মানুষটি,
অল্পকদিন আগেও নাস্তিক ছিলেন!

মৃত্যু কি ভয়াবহ কোন ব্যাপার?
মৃত্যু কি সুখের নয়?

মৃত্যু সুখের উল্লাসিত মুখে দেখেছি
অনেকদিন আগে,
সে অনেক, অনেক দিন আগের কথা।
তখন আমরা দলবেধে রমযান মাসে
তারাবী পড়তে যেতাম,
চাঁদরাতে হৈ-হুল্লোর করে বেড়াতাম।
তখন আমাদের স্কুল ছিলোনা, পড়া ছিলোনা।
সারাদিন  চরকী'র মতে ঘুরে ঘুরে
কত রকমের কথা শেখা!
বল্টুকে একদিন দুম করে গালি দিয়ে বসলো
রবি,
তারপর তাদের সে কী  মারপিট!
এগুলো এখন মনে পরলে রোমাঞ্চ অনুভুত হয়,
মনে গোপন  উল্লাস জাগে।
সেই উল্লাসগুলো যদি এই মাঝদুপুরে,
মাঝবয়সে কাজে লাগাতে পারতাম
তাহলে বোধহয় এই যাত্রায় বেঁচে গিয়ে
একটা বড়সড় রেভ্যুলিউশন  ঘটিয়ে দিতে পারতাম
গোটা পৃথিবীতে ।
কতরকমের মৃত্যু যে হয়,
এই কয়দিনে এখানে ব্যাপারটা বেশ বোঝা গেলো।

সবশেষে আমি একটি আনন্দিত মৃত্যুর
সাক্ষী হতে চাই, 
যে মৃত্যুতে থাকবেনা কোন আক্ষেপ,
না পাওয়া ছেলেমানুষী হাহাকার, গাঢ় বেদনার
হাপিত্যেশ,
শুধু চাই, শুধু চাই একটি উল্লাসিত মৃত্যুর দেখা
এবং সে মৃত্যুটি যেন আমার হয় !

ছবি কৃতজ্ঞতা- অত্বিন বর্ষন (লোকটার ছবি তোলার হাত বিশেষ ভাল,যদিও তার কার্টেসি দেখার সম্ভাবনা খুবই কম)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭

সুমন কর বলেছেন: শুরুটা ভালো লাগছিল.......

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুমনবাবুর সঙ্গে আমিও একমত প্রথম ছয়লাইন ভাল লাগলো।
শুভ কামনা রইল।

৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮

কাইকর বলেছেন: শব্দ চয়ন বেশ। খুব ভালো লাগলো। শুরুটা অনেক ভাল ছিল। আমিও গল্প লিখি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.