নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস

জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি

প্রতিভাবান অলস › বিস্তারিত পোস্টঃ

মানুষ নারী !

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৮


যে নারীকে আমি কোনদিন চোখে দেখি নি
অথচ ভালবেসেছি তার চুল।
সে নারীর কালো চোখের মত অন্ধকার নেমেছে,
গোটা শহরে।
যে শহরে কোন ভালবাসা নেই,
অথচ শীৎকারে ভরে উঠে মধ্যরাত!
সেই সব নাগরীকদের আমি ঘৃনা করি।

শহুরে সভ্যতার ঢং কখনো কখনো
ষোড়শী তরুনীকে হার মানায়;
যে রমনীরা রা ঠোটে রং মেখে
অপেক্ষায় থাকে খদ্দেরের,
তাদের ও কখনো ভালবাসা জুটতে পারে,
এ কথা মনে হয়নি কারো;
তাই এই সন্ধ্যায় কবিতা লিখতে বসলে আরো,
সেসব নারীদের উৎসর্গ করতে ইচ্ছে হয়
গোটা একটি কাব্যগ্রন্থ!

যার উৎসর্গ পত্রে লিখে দিবো,
"নারী তোমাকে ভালোবেসেছি, শুধু তুমি মানুষ বলে"।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:১৬

নিশাচড় বলেছেন: সুন্দর লিখেছেন

২৬ শে মে, ২০১৮ রাত ১০:৪০

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:২৪

কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন।ধন্যবাদ আপনাকে

২৬ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

প্রতিভাবান অলস বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।ব্লগে স্বাগতম

৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৮

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩০

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ

৪| ২৭ শে মে, ২০১৮ রাত ১:০৭

অলিভিয়া আভা বলেছেন:
তাই এই সন্ধ্যায় কবিতা লিখতে বসলে আরো,
সেসব নারীদের উৎসর্গ করতে ইচ্ছে হয়
গোটা একটি কাব্যগ্রন্থ!
দুর্দান্ত লিখেছেন ।
কবিতার নামটাও মনে হচ্ছে বেশ সঠিক। মানুষ নারী। নারীকে মানুষ হিসেবে ক;জনায় দেখে ?

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩২

প্রতিভাবান অলস বলেছেন: সবার নারী কে মানুষ হিসেবে দেখাই উচিত ! যারা দেখে না তাদেরকে আমি মানুষ বলে মানি না ।

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩২

প্রতিভাবান অলস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: নারী তোমাকে ভালোবেসেছি, শুধু তুমি মানুষ বলে
হৃদয়স্পর্শক।

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

প্রতিভাবান অলস বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.