নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

আগুন জ্বলা ফাগুন/

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭





আজকে আমার ফাগুন ভরা..

আগুন জ্বলা মন ছুটেছে।

ফাগুন দেখি সারা বনে..

তার কতটা আমার মনে।

ফাগুন আসে আমার হাতে..

মেহেদী পাতার তাজা রঙে।

ফাগুন দেখি আমার মুখে

পান পাতাটির রসের ঢঙে।

ফাগুন আমার শাড়ির পাড়ে

আগুন জ্বলে সবুজ নীড়ে।

সবাইকে দেই শুভেচ্ছা মোর

ফাগুন এলে বারে বারে।



তানিয়া হাসান খান

সময়: ১২:৯মি. রাত্রি

তারিখ: ১৩/২/১৩ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মৃন্ময় বলেছেন: ফাগুন এর আগুন জানি লাগবেনা গায়ে.....
ধারন করছি আগুন চেতনাতে.........
মন পডে রয় প্রজন্ম চত্বরে.........।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা , শুভকামনা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
আগুন আর ফাগুনময় কবিতায় প্রথম ভালো লাগা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)
কেমন আছো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

তানিয়া হাসান খান বলেছেন: আমার মোবাইল টা চুরি হয়ে গেছে..আমি তোমার নাম্বার হারিয়ে ফেরেছি ভাইয়া :(

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর

ফাগুনের শুভেচ্ছা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

তানিয়া হাসান খান বলেছেন: ফাগুনের শুভেচ্ছা আপনাকেও :)
সাথে অনেক ধন্যবাদ :)

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

একজন আরমান বলেছেন:
আছি খারাপ না।
তুমি কেমন আছো?

আমার নাম্বারঃ ০১৯১৮-০৫০৫৮০

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

তানিয়া হাসান খান বলেছেন: আল্লাহর রহমতে আছি ভালই ।
তুমিও ভাল থেকো :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা সুন্দর লিখসেনান্টি :) ||

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাতিজা :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:


ভাল লাগলো ফাগুণের আগুন কাব্য। ৩য় ভাললাগা ++







বসন্ত প্রকৃতি
আমিও একটা লিখছি, দাওয়াত রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

তানিয়া হাসান খান বলেছেন: দাওয়াত গৃহীত হল :)

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার পোস্টে আমার ১০০০ তম মন্তব্যটি করলাম। :) :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

তানিয়া হাসান খান বলেছেন: খুব সুন্দর! :)
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

িনহাজ রিমন বলেছেন: কবিতা ভালো হয়েছে আপু

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: ভালো লাগা, ফাগুনের শুভেচ্ছা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

তানিয়া হাসান খান বলেছেন: ফাগুনের শুভেচ্ছা আপনাকেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.