নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

আমার ২১ তুমি!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮





প্রতিবার একুশ এলে গৌরবে ভরে মন,

গর্বিত মায়ের মনকে অনুভব করি।

জানি তার দামাল ছেলেরা জন্মকে

পূর্ণ করেছে এই আন্দোলনে।



ভাষার পরিচয় না এনে দিলে

গর্ভধারিনী মায়ের ১০ টি মাস!

ডুকরে ডুকরে কেঁদে বেড়াত

তারই ভূমির পরে!



২১ তুমি!

আমাকে মা হিসেবে

স্বাধীন করেছ আমারই ভুবন জুড়ে।

আমি আজ আমার সোনা মণিকে

শেখাই কিভাবে অ আ লিখতে হয়।



যদিও!

কি করে মা! মা! বলে ডেকে উঠতে হয়

তা আমি শেখাইনি,

ওরা শিখেছে গর্ভ স্পন্দন থেকে

মায়ের প্রতি শ্রদ্ধা জানতে।



২১ তুমি!

অমর হয়েছিলে বাংলার পান্তরে

আজ ছড়িয়ে বিশ্ব চরাচরে।

দামাল ছেলেরা তোমায়

বিনিময় করেছ নিজের পারাপারে।



যদিও!

তোমাকে বিকৃত করে নরপশু আজ

মুখে বলে চলে যা খুশি আসে।

নোংরা ভাষা যে তোমার নয়

জানেনা বুঝি বা করেনা তো লাজ।



আমিও!

ছাড়বোনা হাল যতদিন পারি

যদি না চলে যাই তোমাকে ছাড়ি।

শেখাব ভাষা বাংলা আমার

কত সভ্যতা গড়ে বারবার।



তুমি আমার!

হৃদয়ের স্পন্দন বোঝ,

জানো তোমাকে ভালবাসি কত!

তোমার জন্য যে ত্যাগ রয়ে গেছে

নিজের মাঝে ধরেছি তা কত!



তানিয়া হাসান খান

সময়: রাত্রি ৯:১১মি

২০/২/১৩ ইং

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখসেনান্টি, ভাল্লাগসে বেশ ||

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাতিজা :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

মুক্ত মানব আসিফ বলেছেন: ভালো লিখেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

দূর্যোধন বলেছেন: :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্টে প্লাস ++++++++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর +++

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি :)

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

িনহাজ রিমন বলেছেন: ছাড়বোনা হাল যতদিন পারি
যদি না চলে যাই তোমাকে ছাড়ি।
শেখাব ভাষা বাংলা আমার
কত সভ্যতা গড়ে বারবার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
জয় বাংলা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

জাকারিয়া মুবিন বলেছেন: "আমাকে একটি সুশিক্ষিত মা দাও
আমি তোমাকে একটি উন্নত জাতি উপহার দেব।"

সুশিক্ষিত মায়ের কবিতায় ভাললাগা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

ফালতু বালক বলেছেন: খুব ভালো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

মোঃ নুর রায়হান বলেছেন: তুমি আমার!
হৃদয়ের স্পন্দন বোঝ,
জানো তোমাকে ভালবাসি কত!
তোমার জন্য যে ত্যাগ রয়ে গেছে
নিজের মাঝে ধরেছি তা কত

এই পঙক্তিটুকু বেশি ভালো লেগেছে।
অসাধারণ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

Kawsar Siddiqui বলেছেন: ভাল লিখেছেন আপু :) :) :D

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.