নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

নারীর সাথে মহাকালের কথোপকথন......... :)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

মহাকাল: কেমন আছো গো নারী?



নারী: ভাল আছি আবার মনে হয় ভাল নেই।



মহাকাল: তোমার ভাল থাকাটা খুব দরকার।



নারী: কেমন করে ভাল থাকা যাবে জানো?



মহাকাল: হুম! জানি তবে তুমি মনকে প্রশ্ন কর। উত্তরটা আমাকে জানিও।



নারী: তবে কি প্রশ্ন করব ? মানে কিভাবে করব বলে দাও আমাকে।



মহকাল: চোখ বন্ধ কর। মন ভাল কি মন্দ আগে জানো। এরপর ওকে বল, মন! কি করে ভাল থাকা যায়!



নারী: মহকাল! তুমি তো কালের সাক্ষী। বলনা, অনেক আগে যখন আদিম কালে নারীরা ছিল, তারা কেমন থাকতো!



মহাকাল: নারী বরাবরই সুন্দর। অনেক মায়া আছে তার। মনটাও সুন্দর । তাদের ভালবাসা আর সহযোগিতায় নির্মান হয়েছে বড় বড় সভ্যতা। পুরুষের কাজের অর্ধেকই তো নারীর দেয়া প্রেরণাতে হয়। আগেও তেমনই হত। তবে...



নারী: তবে কি ? মহাকাল!



মহাকাল: তবে সে জড়িয়ে পরে নানা রকম ভুলে। নারী সবাইকে বিশ্বাস করে।

শয়তানকেও। তখন সে আর ভাল থাকেনি। আদিম যুগেও একই রকম ছিল।



নারী: বিশ্বাস করা কি ভুল। তুমি জানো না? বিশ্বাস মানুষকে সফলতা আনতে কত সহায্য করে? শয়তানকে সে চিনতে পারেনা কেন?



মহাকাল: যুগে ‍যুগে আমি দেখেছি নারীর সুন্দর আর নরম মনকে ভালবাসার ফাঁদে ফেলা সহজ হয়েছে। শয়তান এটা পুরুষের চেহারার আদলে করেছে। তাই চিনতে পারেনি। তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য চিনতে হবে। পারবেনা?



নারী: হুম! খুব পারব। তুমি বলে দিও। আমি তো আর কলের সাক্ষী না তোমার মতন।



মহাকাল: তুমি কালে কালে একই ছিলে। শুধু পরিবেশ বদলেছে, কারন বদলেছে, ঘটনা বদলেছে, দৃশ্যপট বদলেছে, আর বদলেছে তোমাদের চিন্তা-মনন। তোমরা আগের থেকে এখন অনেক বেশি জ্ঞান রাখ। আগে চেষ্টা করতে শুধু। এখন তা করে দেখাও।



নারী: তবে কেন বল, কালে কালে একই ছিলেম?



মহাকাল: এখনও তোমরা মা, মেয়ে, স্ত্রী, বোন এবং অবশ্যই অনেক মর্যাদা পূর্ণ। আবার এখনও তোমরা নানা রকম বেশে নিজেকে ব্যবহার হতে দাও। তোমরা অপমানিত হতে দাও নিজেকে। কেন? কালের বিবর্তনে শুধু প্রেক্ষাপট বদলে গেছে। তোমরা নিজেদের স্বকীয়তায় কেন ফের না?



নারী: বাধ্য করা হয় । তুমি তা কি জাননি সময় থেকে? নারীকে স্বকীয়তায় আসতে দেখলে তো সবাই জ্বলে যাও হিংসায়।



মহাকাল: তুমি বাধ্য করতে দিবে কেন? তোমার সব আছে মেধা, মনন, চিন্তা, সভ্যতা, প্রজ্ঞা, অধ্যাবসায়, শ্রম। তো! আর কি প্রয়োজন? যে কোন বিষয়ে বিশ্বস্ত থাকতে হবে। শয়তানের প্ররোচনায় ডুবে যাওয়া থেকে সাবধান হও। সততাকে আঁকড়ে ধর। নিজের শুক্তশালী ব্যাক্তিত্ব তৈরি কর। দেখবে সব সহজ হয়ে গেছে।

হিংসুকেরা পালিয়ে যাবে।



নারী: মহাকাল! আমি এমনই স্বপ্ন দেখি। আমি একদিন সব জায়গায় সম্মানের মাথে বিচরণ করব সফলতার সাথে। তুমি দেখে নিও নারী ক..ত্ত কিছু পারে। নারী হতে পারে সভ্যতার প্রতীকী রূপ। তুমি শুধু আমার পিছু ‍পিছু এসো। কানে কানে বলবে কোন কালে কোন ভুলের জন্য নারীকে নিজেকে ব্যবহারিত আর বাধ্য হতে হয়েছে। আমি এড়িয়ে যাব সে পথ। সঠিক পথ ধরে চলব কোন বাধা ছাড়াই। তুমি থোকা আমার স্মৃতিতে আমার জ্ঞানে।



তানিয়া হাসান খান

সময়: ১০:১৫ মি.

তারিখ: ৭/৩/১৩ ইং

মন্তব্য ৭১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহান্টি! চমৎকার। ভারিক্কি একটা ভাব আসে, এক্কদম পারফেক্ট।
কষ্ট করার জন্য থ্যাংক্যু :) :) ||

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাতিজা :) :) :)
আমি একটু পরে হলেও দিতাম রে ..।
ভাল থেকো।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

বিষাদ সজল বলেছেন: মহাকাল
নারীর কাছে হারিয়েছে তালবেতাল ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :) :)

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

পেন্সিল চোর বলেছেন: ২য় ভালো লাগা পেন্সিল চোরের কাছ থেকে :)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :) :)

মিস ইউ ৥পেন্সিল চোর

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

িনহাজ রিমন বলেছেন: নারি তুমি মহাকালকেও কনফিউসড করে দিলা!!!

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা . খবর কি ভাইয়া?
অনেক অনেক ধন্যবাদ :) :) :)

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

তানিয়া হাসান খান বলেছেন: এই পোষ্টকে নির্বাচিত করার জন্য প্রিয় সামহয়্যার ইন ব্লগের সকল মডারেটরদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আমি সম্মানিত বোধ করছি। নারী দিবসে এ আমার বড় প্রাপ্তি। সবাইকে শুভকামনা আর কৃতজ্ঞতা।

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো কথোপকথন। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)
অনেক ভালো থেকো ।

৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ৫ম +++ তোমাকে আসতেই হবে :) আমার ব্লগে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

ওকে ভাইয়া আসছি।

৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

বাংলার হাসান বলেছেন: একই অঙ্গে কত রুপ
তুমি নারী তুমি বিরুপ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০

স্বর্গীয় শয়তান বলেছেন: অচাম লিকচো আপু। :> :> :>

নারী দিবসে তোমায় সালম #:-S #:-S #:-S

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

ফালতু বালক বলেছেন: পোস্টে খুব রকম ভালো লাগা।
++++++

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

মিস ইউ ৥ ফালতু বালক

১১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:


সকল নারীদের জন্য শুভ কামনা রইলো।




পোস্টে+++




০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

১২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেখা
সময় উপযোগী পোস্ট,,,,,,,,,, নারীরা এখন আরো ভালনারেবল হয়েছে,,,,চাকুরীও করতে হচ্ছে,,,আবার ঘর, সন্তানও সামলাতে হচ্ছে,,,
নির্যাতনের ভাষাও পাল্টিয়েছে,,,,,,, যাইহোক নারীদের চলার পথকে আলোকিত করতে অনেক সমমনা পুরুষও এগিয়ে আসছে- পজিটিভ দিক,,,

একটি লেখা, পড়তে পারেন

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি :) :) :)

ওকে পড়ব আসছি :)

১৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

তার ছিড়া 74 বলেছেন: +++++++

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

১৪| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

তার ছিড়া 74 বলেছেন: কিছুটা সত্য বচন.. কিছুটা বলছি.. অনেক নারীই.. হয়তো ভুল করেন... ভুল বুঝতেও পারেন কিন্তু.. "কি করবো.. ভুল যথন করেই ফেলেছি.. বয়ে যাই..." এই পরাজিত মানসিকতা টাই কি নারীদের আরো পেছনে ঠেলে দিচ্ছে না??

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: হুম দিচ্ছে । আমরাও স্রোতের বিপরীতে চলার জন্য প্রাণপন ছুটছি। আর বেশি দিন আর লাগবেনা । দেখবেন ভাইয়া। আপনাকে শুভকামনা।

১৫| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

িনহাজ রিমন বলেছেন: জী ভালো। আপনি কেমন আছেন?

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: আলহাদুলিল্লাহ আমি ও আছি ভাল। ভাল থেকো ভাইয়া :)

১৬| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লিখেছেন। চমৎকার। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার। দশম ভালো লাগা+++++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

রুদ্র মানব বলেছেন: চমৎকার হইছে , পোস্টে +

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

২০| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪১

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো লাগল আপু! :) :) :)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি :) :) :)

২১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
দেরিতে হলেও নারী দিবসের শুভেচ্ছা..........

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

২২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

যাযাব৮৪ বলেছেন: অনেক ভালো লাগল

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

২৩| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আনোয়ার ভাই বলেছেন: মহাকাল: তুমি বাধ্য করতে দিবে কেন

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

২৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭

শ্রাবণ জল বলেছেন: তুমি কালে কালে একই ছিলে। শুধু পরিবেশ বদলেছে, কারন বদলেছে, ঘটনা বদলেছে, দৃশ্যপট বদলেছে, আর বদলেছে তোমাদের চিন্তা-মনন। তোমরা আগের থেকে এখন অনেক বেশি জ্ঞান রাখ। আগে চেষ্টা করতে শুধু। এখন তা করে দেখাও।

অনেক সুন্দর লিখেছেন।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি :) :) :)

২৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

মুদ্‌দাকির বলেছেন: কঠিন, আমার সীমানার প্রায় বাইরে !!!!!!!!!!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

আ.হ.ম. সবুজ বলেছেন: কেমন আছেন আপনি ? ভালো তো ?
চিনতে পেরেছেন ? অনেকদিন পরে আসলাম ।
ফেবুতে আপনার আপনার লিখা প্রতিদিনই পড়ি কিন্তু কমেন্টস করতে পারি না ।
এই লিখটিও খুভ ভালো হয়েছে ।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

২৭| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

সায়েদা সোহেলী বলেছেন: বন্ধু তোমার পথের সাথিকে চিনে নিও. :)

ভালোলাগা
ভালোবাসা সবসময়

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু....... এতদিন কোথায় ছিলে?
বনলতা সেন???

তোমাকেও ভাললাগা আর ভালবাসা :)

২৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

আ.হ.ম. সবুজ বলেছেন: পাইকারী মুল্যে যেভাবে ধন্যবাদ দিলেন , তাতে কোন উত্তর পাওয়া গেল ???

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

তানিয়া হাসান খান বলেছেন: লজ্জা পওয়ার ইমো হবে....
আমার ধন্যবাদ আপনারে কাছে পাইকারী
কি ভাষা কি দারুন।
আর দিব আপনারে..।?

২৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

সায়েদা সোহেলী বলেছেন: বনলতা সেন!!!
হায় হায় এইটা কি বললে তানু ডারলিং ??

বনলতা প্রেমিক রা হার্ট ফেইল করবে! ! :P

মেঘর দেশে
উরে উরে
আমি হারিয়ে ফেলেছিল নিজেকে B-) ;) :D

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১০

তানিয়া হাসান খান বলেছেন: না না না গো না আমার সখি.।
হারিয়ে যেওনা।
আমি মেঘকে ১০০০টা বর দিব।
আমি চাই সে তোমাকে আমারে কাছে ফিরিয়ে দিবে।
দিবে না ?

৩০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

তাসজিদ বলেছেন: চারিদিকে এক অন্ধকার।

আলো কোথায়??????????

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

তানিয়া হাসান খান বলেছেন: আলো আজ খুঁজে আর ঠিকানা রে ভাই। ভাল থেকো।

৩১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

রাতুল_শাহ বলেছেন: সুন্দর লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) :) :)

৩২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

আ.হ.ম. সবুজ বলেছেন: মহাকাল: চোখ বন্ধ কর। মন ভাল কি মন্দ আগে জানো। এরপর ওকে বল, মন! কি করে ভাল থাকা যায়!

বড়ই জটিল আবেগ ......................

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮

তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ ফুরিয়ে গেছে :পি নাই :)

৩৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

জহির মোর্শেদ বলেছেন: খুব ভালো লাগলো -লাইক+++

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জহির ভাইয়া :) :) :)

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

রোদেলা দুপুর বলেছেন: ভালো লাগলো। কবে যে আমার পোস্ট ব্যান তলা হবে???? কবে যে আবার পোস্ট করতে পারব।
++++++

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)
আপনাকে কেন ব্যান করেছে ??? :(

৩৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

বোকামন বলেছেন: “তুমি বাধ্য করতে দিবে কেন? তোমার সব আছে মেধা, মনন, চিন্তা, সভ্যতা, প্রজ্ঞা, অধ্যাবসায়, শ্রম। তো! আর কি প্রয়োজন? যে কোন বিষয়ে বিশ্বস্ত থাকতে হবে। শয়তানের প্ররোচনায় ডুবে যাওয়া থেকে সাবধান হও। সততাকে আঁকড়ে ধর। নিজের শুক্তশালী ব্যাক্তিত্ব তৈরি কর। দেখবে সব সহজ হয়ে গেছে।
হিংসুকেরা পালিয়ে যাবে।”

................ সহজ লিখেছেন ...............
খুব ভালো

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)

৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

আনোয়ার ভাই বলেছেন: নারী বরাবরই সুন্দর। অনেক মায়া আছে তার। মনটাও সুন্দর । তাদের ভালবাসা আর সহযোগিতায় নির্মান হয়েছে বড় বড় সভ্যতা।
দারুন !

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.