নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

কথাহীন কথামালা :'( :'(

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

কিছু বলার ভাষা আজ আর নেই

শুধু আছে সহস্র বুকের ব্যাথা।

তাজা খুন যখন বয়ে যায়

হৃদয় ছিড়ে তীর তীর করে...

কিছুটা মিলে যায় তার সাথে।

একটা দুটো তো নয়!

আবাল- বৃদ্ধ-বনিতা সহস্র হৃদয়ের খুন।

কি ছিলি তোরা?

মানুষ ছিলি ?

জানি রক্তচোষা হায়েনা ছিলি।

কত রক্ত চেয়েছিলি তোরা?

এক রাতের রক্ত যে .........

যথেষ্ট ছিলনা তাও জানি।

নয় মাসের শত গ্যালন রক্ত

পান করেছিস মন পুরে ভরে।

তখন জেনে রেখেছিস কিনা জানিনা....,

মানুষের রক্ত চুষে খাওয়া

হায়েনার দল!

সেদিনের সেই শহীদ আত্মারা

বেঁচে আছে, রবে আমাদের মাঝে।

দেশের প্রতিটি কণার মাঝে।

যেমন সবাই একত্রে জাগে উঠি আর

একত্রে ঘুমাই কবরে।

কি! পেরেছিস মেরে ফেলতে?

কাপুরুষের সত্বায় গড়ে ওঠা জাতি!

তুই একত্রিত আমাকে, রাতের আঁধারে

লুকিয়ে মারতে ইচ্ছে করিস !

আমাদের এই একত্রিত সত্তা যতদিন রবে

তোদের কোন ক্ষমা নাই।

তোদের আমরা স্মরণ করি আর করব

নিত্য ঘৃণা ভরে।



তানিয়া হাসান খান

সময়:রাত্রি ১০:১৪ মি

তারিখ:২৫/৩/১৩ ইং



বি.দ্র. এখানে “তুই” টা চির শত্রু জাতি পাকিস্তান এর প্রতি। চির অভিশপ্ত জাতির প্রতি।

কবিতাটি ২৫ এর সেই ভয়াল রাত্রিতে এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের জন্য Dedicate করছি।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

সায়েদা সোহেলী বলেছেন: কিছু বলার নেই
কিছু বলতে চাইনা আর
শুধু দেখে যাওয়া
কি করে নিজের অর্জন নিজেরাই দেয় বিসর্জন! !!

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

তানিয়া হাসান খান বলেছেন: বন্ধু আছো কেমন? তুমি কি কোথায় থকো।

আসলেই কিছু বলার নেই।

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কিছু বলার ভাষা আজ আর নেই
শুধু আছে সহস্র বুকের ব্যাথা।

আপনি কেমন আছেন?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: হুম! শুধু আছে সহস্র বুকের ব্যাথা।

আলহামদুলিল্লাহ ভাল আছি :)
তুমি কেমন আছো?

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে হাসানান্টি।
গভীর আঁধারেও মিশে থাকে নতুন রঙিন জীবন এমন কবিতাটা চমৎকার। নাম কি দিসেন ??

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাতিজা :)

এখনও নাম দেই নাই ...রে

৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৮

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল্লাগছে।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

মুদ্‌দাকির বলেছেন: ভালো লাগল, তবে পাকিস্তানী জাতি কেন চির শত্রু???

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর কবিতা।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা..........।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২২

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা..........।

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: কবিতায় পেলাচ :)


আর ১ নং কমেন্টকারিকে ব্লগ হতে দুরে থাকার জন্য মাইনাচ ।


কমেন্ট কারিনিকে হবে ।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

বোকামন বলেছেন:






কিছু বলার ভাষা আজ আর নেই
শুধু আছে সহস্র বুকের ব্যাথা।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার :)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.