নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

চিঠি-৬

২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪১

প্রিয় স্বাধীনতা,



আমার স্বাধীনতা জানি আজ তুমি বড় ভাল আছো। তোমার জন্মদিন বলেই তুমি ভাল আছো। আমি সহ সারা দেশের মানুষ আজ তোমায় শ্রদ্ধা জানালেম তাই তুমি......ভালই আছো। কিন্তু আমি কেমন আছি জানতে চাও? জানতে চাও কি সেই ১৯৭১ সাল থেকে আজ অবধি স্বাধীন বাংলাদেশে তোমার স্থান কতটুকু? ওই নামেই তুমি আবদ্ধ রয়ে গেছ। তুমিও পরাধীন তোমার নামের মাঝে। অবাক হলে?







হুম! অবাকই লাগে। তুমি রয়েছো কবির কবিতায়, সুরেলা গানে, নাটকে, গল্প আর উপন্যাসেও। সেখানেও তুমি বন্দি। কি করে তুমি স্বাধীন হবে? সবাই তোমাকে মননে মগজে রাখে। তৃপ্তি পায়। ১৯৭১ সালে যারা তোমাকে ছিনিয়ে এনেছিল তাদেরও অনেক সম্মাননা দেয়া হয়। সেটাও ওই আত্মতৃপ্তি, ভাললাগা, কিছু ঋণ বোধ হয়ে শোধ করার প্রচেষ্টা চলে এর মাধ্যমে। তোমাকে আনার জন্য যে সম্মান তাদেরকে দেয়া হয় তার মূল্যটা আজ বড় বেশি অস্পষ্ট। তুমি কি তাই চেয়েছিলে? তুমি কি চাও নি তোমাকে রক্ষা করা হোক! দেশের প্রতিটি মানুষের জন্য তোমাকে সমভাবে ছড়িয়ে দেয়া হোক! কিন্তু কোথায় তুমি? কোথায় তোমার সব রক্ষাকবচ পরা সৈনিকেরা?







হায়! আমার প্রিয় স্বাধীনতা। আজ মনের কথা তোমায় লিখছি বলে কাল হয়ত আমাকে কেউ পরিয়ে দিবে লোহার বেড়ি। আমার ঘরে আগুন জ্বালিয়ে দিবে। নেভানোর জন্য দমকলও ভয়ে আসবেনা ছুটে। কোন প্রতিবেশিও ভয়ে দূরে দূরে রবে। এই কি আমার তুমি ছিলে? আমার নিরাপদে বেঁচে থাকার স্বাধীনতা? আমি বিচার জানাব কাকে! পরাধীন আইনের কাছে! পরাধীন প্রশাসকের কাছে! নাকি পরাধীন পুলিশের কাছে।







তবুও তোমায় খুঁজি হে স্বাধীনতা! তাজা খুনের বদলে পেয়েছি তোমাকে! বড় কষ্ট করে সব নষ্ট করে আর হারিয়ে সব আপনজন তোমাকে এনেছি। কি করে হারাই নিজ জ্ঞানে জেনে বুঝে? তোমায় রক্ষা করে ওই সূর্য ওঠে, পাখি গেয়ে চলে গান, সারা বছর ঋতু পালা চলে। শুধু মানুষের কোন বোধ নেই। তার কাছে তোমার স্মৃতি আজ মুছে যায় আর ছোট ছোট পা ফেলে চলে যেতে উদ্যত হয়। সে করেনা এখন রক্ষা তোমার কবচ পরেও। যদিও জানে তুমি চলেছ তোমার পথে , মানুষের অবহেলায় তুমি হারিয়ে যাবে কোন এক আঁধারে ঢেকে।







আজও এ দেশে হাজারও নারী রাতের আঁধারে ফুঁপিয়ে কাঁদছে তোমায় না পাবার যাতনায়। কখনও ধর্ষিতা নালিশ জানাবার ভাষা খুঁজে পায়নি তুমি নেই বলে। তোমার অভাবে ‍শিশু বলেনি মনের কথাটি যা ছিল তার বড় বেশি প্রয়োজন এমন আঁধারের নগরীতে। বৃদ্ধা পারেনি প্রতিবাদী হতে তার অকৃতজ্ঞ সন্তানের সীমাহীন নির্যাতনের নিত্য শিকার হলেও। শুধু তুমি এখনও নেই বলে কারও কোন ভাষা নেই। তারা হেটে চলেছে কাঁটা ভরা গালিচায় এখনও রক্তে রক্তে রাঙিয়ে দিয়ে। তুমি বড় প্রিয় তাদের। ফিরে এসো তোমার স্বরূপে হে স্বাধীনতা!







আজও শুকায়নি মজলুম মায়ের চোখের পানি। বাবার মনে শুন্যতার হাহাকার। বোনের মনের ঘৃণা তীব্রতা। ভাইয়ের বুকের প্রতিশোধের আগুন। বধুর চোখের তারায় আজও শুধু অভিষাপ ঝলকে ওঠে। মুক্তিযোদ্ধা আর বিরঙ্গনা্র সন্তানের বুকে শত সহস্র চাঁপা কষ্ট আর ঘৃনার প্রতিবিম্ব। জেগে আছে, জেগে রবে যতদিন তুমি না মিলবে তোমার স্বরূপে। তবুও তোমায় কেড়ে নিতে চেয়েছিল যে শক্তিশালী হায়নার দল , তারা আছে, বড় সুখে আছে। তাদের কঠোর প্রতিরোধের জন্য হলেও একবার তুমি জ্বলে ওঠ প্রিয় স্বাধীনতা।







শান্তি প্রিয় মানুষের এই দেশ তুমি ফিরে এসো স্বাধীনতা! মানুষের ঈমান হুমকির মুখে দাড়িয়ে। ধর্ম- বর্ণ-জাতি সবই আজ তোমার অভাবে জীর্ণ-শীর্ণ। তুমি তোমার নিজস্ব আলোতে জেগে ওঠ আর আলোকিত কর মাতৃভূমিকে।







তোমারই….



পরাধীন এক মানবী

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০

বাংলাদেশী দালাল বলেছেন: "তুমি রয়েছো কবির কবিতায়, সুরেলা গানে, নাটকে, গল্প আর উপন্যাসেও।"

আর ব্লগে

আপনার অনুভুতির প্রতি সহমত।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদআপনাকে :)

২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
এত ভোরে পোস্ট কেনান্টি ??

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: কি জানি ! মনে হয় মন টা খারাপ তাই!

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কে পরাধিন ?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

তানিয়া হাসান খান বলেছেন: পরাধীন ? এক মানবী

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: আমি ভালো নেই মানবী
আমি ভালো থাকতে পারিনা
চারিদিকে চাপা আর্তনাদ
গুমরে অঠা চেনা কস্ট
বারিয়ে দিচ্ছে ইনসমনিয়াক

:) অপ ট ::: আমি এখন আকাশে থাকি তাই খুজে পাও না , খুব সিঘ্রই ধরনীতে নামিবে

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

তানিয়া হাসান খান বলেছেন: তাড়াতাড়ি নেমে আস ।
তুমি হীনা বড় একলা লাগছে আজকাল ,সই গো :(

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০

রাতুল_শাহ বলেছেন: সুন্দর ............

অনেক অনেক ভাল লাগা রইল

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদআপনাকে :) রাতুল ভাইয়া

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

আমি তুমি আমরা বলেছেন: পরাধীন কেন?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

তানিয়া হাসান খান বলেছেন: কি জানি ! মনে হয় মন টা খারাপ আর বন্দী তাই :(

৭| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

সামহয়ারইন নিল বলেছেন: স্বাধীনতা চাই

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

তানিয়া হাসান খান বলেছেন: স্বাধীনতা চাই :)

৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক অনেক ভাললাগা রইল।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২

তাসজিদ বলেছেন: হে স্বাধীনতা, তোমার উপর কেন শকুনের দৃষ্টি????????

হে আমার দেশ, তোমার উপর কেন শকুনের দৃষ্টি??????????

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

সজিব তৌহিদ বলেছেন: স্বাধীনতা আমার স্বাধীনতা। তোমায় খুঁজে খঁজে হয়রান তবু পাইনি তোমার দেখা। ও আমার স্ভাধীনতা।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদআপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.