নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

বিস্মৃতি ও প্রার্থনা

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

আজ ভুলে যেতে চাই...

আমি কখনও অসহায় ছিলাম,

বন্দি ছিলাম কোন আঁধারের প্রাসাদে।

আমি শুধু অনাগত দিন দেখি...

আলোর পথ কবে দেখাবে সে আমাকে ,

নতুন ভোরের মত নিষ্পাপ কোন দিবসে।



আজ ভুলে যেতে চাই....

ভুলের কত মাসুল কোনদিন দিয়েছিলাম,

ভুল আমাকে তাড়িয়ে নিত গভীরে আমাতে।

আমি শুধু ভুলকে ফুলের মত দেখি....

ভুল আমাকে শেখাবে অনেক কিছু ,

কি করে শুদ্ধতায় আনব নিজেকে।



আজকে ভুলে যেতে চাই ....

যন্ত্র ভেবেছিলে তাই পুতুলের মত নেচেছিলাম,

মানুষ নয় কোন আবর্জনা ভেবেছিলে সরবে।

আমি শুধু সম্মেুখের দিনগুলি দেখি....

তুমি আমাকে হয়ত স্বরূপ চেনালে,

আমিও খুঁজে নিলাম মুক্তির পথ মিছিলে।



আজ ভুলে যেতে চাই....

এ ধরার বুকে কখনও সুখী হয়েছিলাম,

সুখের বন্যায় এড়িয়ে গিয়েছিলাম দায়িত্ববোধ।

আমি শুধু পাশে দাড়াব আজ....

পৃথিবীর সকল বঞ্চিত আর নির্যাতিতের,

ভয় দূর করে অধিকার আনব ছিনিয়ে।



হে প্রভু, শক্তি দাও আমি ভেঙে পরার আগে,

আর কোন অপমৃত্যুর আগে।

হুশে আনো, সময় ফুরোবার আগে,

আমি দায়িত্বহীন ভাবে চলে যাওয়ার আগে।



গ্রহণ কর প্রভূ বান্দাকে আজ,

রয়েছে যে বাকি আমরন কাজ।



তানিয়া হাসান খান

সময়:৩:৫৭মি. (দুপুর)

তারিখ: ১/৪/১৩ ইং



উৎসর্গ : কবিতা টি আমার কবিতার একজন নিয়মিত পাঠক এবং অনেক প্রিয় ছোট ভাই

Tahsan Kabbo কে উৎসর্গ করছি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

বোকামন বলেছেন:









এ ধরার বুকে কখনও সুখী হয়েছিলাম,
সুখের বন্যায় এড়িয়ে গিয়েছিলাম দায়িত্ববোধ

+++
আপনার কবিতা পড়লাম ...
ভালো লাগলো ...
শুভকামনা

হুশে আনো, সময় ফুরোবার আগে,
আমি দায়িত্বহীন ভাবে চলে যাওয়ার আগে

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনাকেও :)

২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লেগেছে কবিতা।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনাকেও :)

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইসান্টি।
আস সালাম ও শুভসন্ধ্যা ||

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: ওয়ালাইকুম সালাম ভাতিজা। ইস! তোমাকে আজকে যে কী মিস করছিলাম ! তুমি দেখতে অবাক হতে। মনে হচ্ছিাল পোষ্টে কে যেন নাই। ..... :(
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ভাতিজা। :)

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লাগলো আপু ।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা তোমাকেও :)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

ফালতু বালক বলেছেন: কাব্যে খুব রকম ভালো লাগা, আপু।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা তোমাকেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.