নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

নবজন্মের গান/

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

চলো আজ...

আবার জন্ম নেই নতুন করে।

আমরা যে যেমন আছি,

হয়ত ভাল অথবা মন্দ,

মতামতের শত দন্দ,

পুশে রেখে বেদনা ও আনন্দ।

আছে তো পিপাসু মন এক যেথা

অবিরত লুকায়িত শান্তির খোঁজ।

আমরা হতে পারি নানা রঙের,

জাতি- ধর্ম-ভাষার,

কিন্তু হয়েছি অসীম নীলের।

আমাদের মানবতা বোধ আছে,

পরিপূর্ণ হই সমগ্রে।

আমাদের বোধআছে, জ্ঞান আছে,

আছে পাপ বোধ একত্রে।

শুধু নেই

ফিরে দেখার সময়,

নিজেকে দেখার সময়।

আমরা চলেছি নিষিদ্ধ শত নিয়মে ,

যখন কথা ছিল---

নিয়মের পথে হেটে পাড় হব বন্ধুর পথ।

হাতে রেখে হাত, মন রেখে মনে,

প্রভূর দেয়া দায়িত্বটুকু সাথে করে....

বজ্রকন্ঠে শয়তানকে করে দেব রোধ।

পাপী বলে কেউ নেই...

ভুলে ভরা পথে হেটেছে যে...

তাকেও সাথে নেব আজ।

আমরা শত্রুতা করি

শয়তানের সাথে..

নিত্য ধোঁকার পুঁজিতে করে যে বিরাজ।

যেদিন ভুলে ভরা মনগুলি..

সত্যকে মেনে নিয়ে এক হবে।

সব মানুষের জীবন ..

একই আকাশের নীচে সুনিয়ন্ত্রিত হবে।

আমরা জন্ম নেব নতুন করে,

স্নিগ্ধ কোন সকালের রোদে ভরে।

আমরা রেখে যাব শান্তির পথ আজন্ম,

যার সুরভির প্রবাহ গড়বে নতুন প্রজন্ম।



তানিয়া হাসান খান

সময়: ৯:৫৮ মি. (রাত্রি)

তারিখ:৫/৪/১৩ ইং



উৎসর্গ: এই কবিতাটি আমার প্রিয় ছোট ভাই রাহাত কে উৎসর্গ করা হল। আজকে তার জন্মদিন। তার জন্মদিনে আমার পক্ষ থেকে এই ছোট উপহার। অনেক অনেক শুভকামনা নিও।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:
রাহাতকে জন্মদিনের শুভেচ্ছা। :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

আমি তুমি আমরা বলেছেন: আপনার ছোটভাইকে জন্মদিনের শুভেচ্ছা।তার জন্য শুভকামনা রইল :)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
জন্মদিনের শুভকামনা।
এ মাসে এখন পর্যন্ত আপনার পোস্ট করা ৩টা কবিতাই চমৎকার হৈসে।
আস সালাম ও সুপ্রভাতান্টি ||

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল!

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩

একজন আরমান বলেছেন:
বাহ !

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: ইয়ে নামের বানা ঠিকাছে তো ! আর হয়তো ছোট না হয়ে বড়ও হতে পারেন উনি !

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

আমি বাঁধনহারা বলেছেন:





ভালো লাগলো:+++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

৮| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ২য় ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.