নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

বৈষ্টমীর গান/

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

বৈষ্টমী? ও.................. বৈষ্টমী!

একটু দাড়াও না, আমার একটা কথা শোন?

আমায় নিয়ে গান বাঁধবে আজ. ,.....শুধু একটা...বাঁধনা?

এমন একটা গান হবে,,....

যার প্রতিটি সুরে আমার শৈশব ফিরে আসবে।

বিকেল বেলায় আধো ঘুমে শুনতে পাব

ছেলে বেলার বন্ধুদের খেলতে যাওয়ার

চুপিসারে ডাকাডাকি।

আর বাবার ভয়ে গোপনে খেলতে চলে যাওয়ার স্মৃতিগুলি।

বৈষ্টমী.....

তুমি আমার সুখ স্মৃতি নিয়ে গান বাঁধ,

দুঃখের স্মৃতি নিয়ে গেওনা।

ঐ স্মৃতি আমাকে ভুলে যেতে দাও,

আমি যে ছিলাম মুক্ত বিহঙ্গ এক,

সেই ঢের..... তুমি ছেলেবেলা ফিরিয়ে দাও।

তোমায় গেঁথে দেব শউলি ফুলের মালা,

তুমি! তোমার জাদুকরী সুরে আমায় দোলাও।

জট ওয়ালা বুড়োর কথাও গাইতে ভুলনা...

বরই গাছের বরই পেরে খেতাম...

আর ছুটে আসতো মস্ত বড় লাঠি নিয়ে।

আমি, টুনি, পলি দিতেম এক দৌড়।

হেসে কুটি কুটি হয়ে পুকুরে ভেসে ভেসে

জলের মাঝে কাঠির খেলায় মত্ত হতাম।

আর বাড়িরে পাশের মাঠে?

ইচিং বিচিং চিচিং চা....

প্রজাপতি উড়ে যা,...

লাফিয়ে লাফিয়ে কত যে খেলা।

তুমি তোমার গানে আরও রেখ,

আমাদের পুতুল খেলার গল্পগুলো,

যেদিন আমার একমাত্র মেয়ে পুতুলটিকে...

বিয়ে দিয়ে ছিলাম পলির একমাত্র ছেলে পুতুলটির সাথে,

সেদিনের কান্না আর হাহাকার মেখে দিও গানে।

এই বিয়ের বাজার করতেই জীবনে প্রথম..

বড়দের অনুমতি বাড়ির বাইরে গেলাম,

চাচাদের কাছে ধরা পরে এক বিশাল কান্ড হল।

ছোট চাচা কি যে ভয় দেখাল,

চ্যাং দোলা করে পঁচা পুকুরে ফেলে দিতে চাইল।

ভয়ে সেদিন আত্মা চমকেছিল খুব....

ভেবেছিলাম এমন ভয় সে আমাকে

ভাল বাসেনা বলেই দিল।

পরে বড় হয়ে যখন তার মায়াগুলি অনুভূত হল,

ছেলেবেলার ভয় আমার প্রিয় স্মৃতি হল ।

গানে রেখ যত স্মৃতি তোমায় আজ আমি দিলেম..

বৈষ্টমী ....আজকে আমার মন ভাল নেই,...

যদি তোমার ভরাট কন্ঠে আজ শৈশবের ছোঁয়াটি পেতাম,

হয়ত আমার বেঁচে থাকতে ইচ্ছে হত।

তুমি তো জাননা, আজকাল মৃত্যু চিন্তা পেয়েছে আমায়।

হয়ত চলে যেতে যেতে মন ছটফট করে সেই দিনে ফিরে যেতে।

নেবে বৈষ্টমী? .....

আমার আকাশে যতটা তারা আছে সব আমি তোমায় দেব ..

মুঠো ভরে ভালবাসার কবিতা দেব।



তানিয়া হাসান খান

সময়: রাত্রি : ১১:১০ মি

তারিখ: ২৩/৪/১৩ ইং



উৎসর্গ : কবিতা টি আমার অত্যন্ত প্রিয় একজন ছোট আপি এবং যে আমার কবিতার নিয়মিত এবং একনিষ্ঠ পাঠক @Farzana Shanta কে উৎসর্গ করছি, তার মন্তব্য পড়ে আমি অনেক অনেক সম্মানিত হই। আমি এগিয়ে যাওয়ার পথে দোয়া আর প্রেরণা তার কাছ থেকে।





আমার পেজ-এ সবাইকে আমন্ত্রন :)

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেব বড় কবিতা ! তবে ভালো লেগেছে ! একদিনে লেখেন নাই নিশ্চই !

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

অবশ্যই আমি এটা একদিনেই লিখেছি ।

থুক্কু এক রাতেই :)

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগা, ভালো লাগা ++++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

সায়েদা সোহেলী বলেছেন: ।ইচিং বিচিং চিচিং চা
সব মন খারাপ চলে যা

কবিতায় অনেক ভালো লাগা তানু
আজ শান্তার জন্মদিন নাকি? ?? ফেবুতে যাইনা তাই কোন খবর ই জানিনা :(

শান্তা অনেক অনেক শুভেচ্ছা । সাথে ভালোবাসা রইলো রে আপু

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

তানিয়া হাসান খান বলেছেন: মন আজকে ভাল হবে না রে দোস্ত.. দেশটা শশান হয়ে গেছে।
দোয়া কর।
শান্তার জন্মদিনে ছিল কালকে।
তুমি কেমন আছ বন্ধু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.