নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

সকল শ্রমিক ভাই ও বোনদের জন্য। অপরাধী আর দুঃখ ভারাক্রান্ত মনের কবির লেখা এক সামান্য কবিতা।

০১ লা মে, ২০১৩ রাত ১০:২৫

সেলাই দিদিমনি/ ....তানিয়া হাসান খান



আমাদের দেশের গানের পাখিরা

তোমাদের নিয়ে গান বেঁধেছে দেখনি,

গানে গানেই ভালবেসেছিলাম,

তুমি আমার সেলাই দিদিমনি ।

তোমার বোনা ওড়না জড়িয়েছি দেখ,

শুধু তোমায় ঢাকতে পারিনি সেদিন বস্ত্রে !

তোমার বুননে সাজ সজ্জায় মত্ত রয়েছি,

শুধু তোমার জন্য রেখে সফেদ কাফন সহস্রে ।

রোজ বিলাশিতায় ডুবি তোমার ঘামের দামে,

খোঁজ নেয়া হয়নি কখনও তুমি আছ কেমন ?

তবু তোমায় ভালবাসি দেখ,-- হেসনা দিদিমনি।

হাসলে আমার লজ্জা হতে পারে,

যা কখনও হওয়ার কথা নয়, হয়নি।



অবুঝ মনি, বলনি কেন মনের কথা,

কেন রুখে দাঁড়ালেনা, শোষকের ঘর?

জীবন তোমার বাজি করে দিলে,..

লোভী হায়নার জোড়ের উপর?

রক্তবিন্দু ঘামের কোন মূল্য নিলে,

অভিমান করে গিয়ে ওপারে চলে।

পরনের কাপড়ে আজ তোমার গন্ধ,

চোখের জলের সিক্ত হয়েছে ।

বাঁচার আকুতি নিয়ে প্রাণপণ

ঘাম চিপরে তৃষ্ঞা মিটেছে ।



ও দিদিমনি, ষাপ দিয়ে যাও,

শকুনেরা ষাপে ছাঁড়খাড় হবে।

কেউ পারেনি কভু ওদের সাথে---

লুকিয়ে একথা কতদিন কবে ??



তোমাকে কেউ বলেছে চাঁদের বুড়ি,

সুতা কাঁটতে নাকি হাজারো গাঁয়ে।

তবে কেন শহরে এসছো?..

রাক্ষসপুরীর দূষিত বায়ে!

কবির কবিতায় রয়ে যেতে যদি নিরবে,

নকশি কাঁথা বুনতে যদি আগের মতন ।

দুঃখ-স্মৃতি, সুখ-স্মৃতি রয়ে যেত সবই সরবে,

হারাতে হতোনা তো আর অকালে এমন ।



আমার চাঁদের বুড়ি, দিদিমনি,

ক্ষমা করোনা যদি এর বিচার না মিলে,

মানুষ খেকোরা যদিবা পাড় পেয়ে যায়।

বেঁচে থেকো তবু আমাদের মাঝে,

প্রতিশোধের অনল যদিনা জ্বলে হারায়।





সময়: ৮:০৩ মি.

তারিখ: ১/৫/১৩ ইং





উৎসর্গঃ কবিতাটি সকল সূচ শিল্পীদের জন্য । সকল শ্রমিক ভাই ও বোনদের জন্য। অপরাধী আর দুঃখ ভরাক্রান্ত মনের কবির লেখা এক সামান্য কবিতা।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । দেষী ব্যক্তির সাজা চাই।

০১ লা মে, ২০১৩ রাত ১১:০১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইল।

২| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।

০১ লা মে, ২০১৩ রাত ১১:০১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইল।

৩| ০১ লা মে, ২০১৩ রাত ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসেন্টি।
স্টাইল দেখি চেন্জ করসেন, নাম উপরে উঠে গেসে ||

০১ লা মে, ২০১৩ রাত ১১:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: হি হি হি.. উপরে উঠুক আর যাই হোক। তুমি না আসলে পূর্ণতা পায় না। :)
অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা রইল ভাতিজা :)

৪| ০১ লা মে, ২০১৩ রাত ১১:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাইয়া, ভাতিজা :| ||

০১ লা মে, ২০১৩ রাত ১১:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: কোথায়?
বলতো?ভাইয়া, ভাতিজা
;)

৫| ০১ লা মে, ২০১৩ রাত ১১:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি ২ নম্বুরি করসেন, আমি যাইগা ঘুমাই :P ||

০২ রা মে, ২০১৩ রাত ১২:১৪

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা শভরাত্রি। আমার ঘুম এসে গেছে। টা টা :)

৬| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৩৪

এক্সপেরিয়া বলেছেন: সুন্দর লিখছেন । ভাল হৈছে ।

০২ রা মে, ২০১৩ রাত ১২:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভকামনা রইল। :)

৭| ০২ রা মে, ২০১৩ রাত ২:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ওখানের দৃশ্য গুলো ছিলো খুব করুন :(

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইল।

৮| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:২৮

একজন আরমান বলেছেন:
:(

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইল।

৯| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১

আরজু পনি বলেছেন:
সকল শ্রমিক ভাই ও বোনদের জন্য দোয়া রইল।।

১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুমনি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.