নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

একটি কথোপকথন :)

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০২



-বলতো আমার মুঠোতে কি হতে পারে?

-ফুল .. একটা সাদা বেলীফুল।

-না হয়নি আবার বলে দেখ।

-উম ..কি হতে পারে ..? সুন্দর কিছু অবশ্যই।

রঙ্গ করা মার্বেল।

-হয়নি । তোমার জন্য অপূর্ব আর পবিত্র ভালবাসা।

-ইস! তাই তো এত সুন্দর। কিন্তু মুঠোতে বন্দি কেন?

-কেউ যদি দেখে ফেলে..আর নষ্ট করে দেয়।

-ভালবাসা নিয়ে এত ভয়? তবে এ ভালবাসা ক্ষণস্থায়ী।

-আরে না অনেক গভীর ভালবাসা। তুমি তো পূর্ণতা দিয়েছো।

-তবে ওকে ছেড়ে দাও। মুঠো খুলে দাও।

সে বেড়ে উঠুক তার নিজের গতিতে।

-এই খুলে দিলাম। বিনিময়ে কি কিছু পাওয়া যাবে ?

-হুম ... এই নাও স্বপ্ন। আগামীর স্বপ্ন।

আর কখনও মুঠোতে ভালবাসা রেখনা, পবিত্রতা হারাবে।

এভাবে ওরা বাঁচেনা। মরে যায়।

-আচ্ছা, এই পণ করছি আর রাখবনা।

খুশি তো।

-হ্যা, অনেক খুশি। ঐ দেখ নিমিশে কতটা বেড়েছে।

-এত দ্রুত ? ওরা কি আমাদের অনুভূতি?

-হুম, অনুভূতি আটকে রাখতে নেই। ওদের পবিত্রতায় ওরা বেড়ে ওঠে।

-আর আমরা ভাল থাকি, তাইনা ?

-এখনই অনুভব করেছ বেশ কিছু ভাল লাগা... আমি জানি।

-আসলেই আর মুঠো করে রাখবনা ওদের পবিত্রতা।

তুমি আছো বলে আমি ভাল আছি। ভালবাসাগুলো আজ মুক্তি পেয়েছে।

-আমি, তুমি , অনুভূতি সবই তো আমাদের নিজেস্ব, তবে?

তবে রোজ ভাল থাকি আজীবনের জন্য। মুক্তো বিহঙ্গেরমতন।



সময়:৮:২৮ মি (সন্ধ্যা রাত্রি)

তারিখ:৯/৬/২০১৩ইং



বি.দ্র. এটা শুধু বিবাহিত মানব-মানবীর জন্য উৎসর্গ করা হল।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর+++

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১০

আমার মন বলেছেন: বলতো আমার হাতে কি?

অনিন্দ, চিত্তহরণ কারী একজনের ভালবাসা। এটাই চলার পথের পাথেয় ও সঙ্গী।

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

রাজীব হোসাইন সরকার বলেছেন: দুঃখিত, :(

ভালো লাগল বলে কমেন্ট করে ফেললাম। :)

বিয়ে পড়ার পরেই করে নিব :)

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা ..:পি.......।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

সহজ সাপটা বলেছেন: অনেক সুন্দর !! মন ছুয়ে যায়! আরও ভালো লিখুন। অনেক শুভ কামনা :)

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:০৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আমার মত গোবেচারা অবিবাহিতরা কী দোষ করল :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

তানিয়া হাসান খান বলেছেন: কোন দোস নাই তো।
বিবাহিতদের জীবনে এখন প্রেম কম দেখা যাচ্ছে। একটু বাড়িয়ে দিতে উৎসর্গ করা।
ধন্যবাদ আপনাকে :)

৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪০

আর.হক বলেছেন: আমাদের জীবিতদের এভাবে কাচকলা না দেখলেও পারতেন........ (কান্দনের ইমু হইবেক)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: আরে কি শুরু করল রে !:পি
কোন দোষ নাই তো।
বিবাহিতদের জীবনে এখন প্রেম কম দেখা যাচ্ছে। একটু বাড়িয়ে দিতে উৎসর্গ করা।
ধন্যবাদ আপনাকে :)

৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: সুখে থাকুক যৌথ খামারের সকল মানব মানবী। হয়তো আমরাও একদিন যৌথ খামার গড়বো।


প্রথম ভালোলাগা :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ১:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কয় কি!
পুরো পোস্ট পড়ার পর বলে এটা বিবাহিতদের উৎসর্গীত।
তো অবিবাহিত হয়ে কি অপরাধ করলাম :)

মাইনাস :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: আরে কি শুরু করল রে !:পি

বিবাহিতদের জীবনে এখন প্রেম কম দেখা যাচ্ছে। একটু বাড়িয়ে দিতে উৎসর্গ করা।
ধন্যবাদ আপনাকে :)

১০| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
অনেক ভালো লাগলো কথাগুলো। :)

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে :) ভাইয়া

১১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৩

মামুন রশিদ বলেছেন: দারুন । ভালোবাসাময় কথোপকথন :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

উৎসর্গ বুঝিয়া পাইলাম। ভালোলাগা রাখিয়া গেলাম শুভকামনার সহিত।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৩| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮

আমি ইহতিব বলেছেন: অনেক সুন্দর কথোপকথন, ভালো লাগলো আপু।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে :) আপুনি :)

১৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩

মুদ্‌দাকির বলেছেন: কঠিন, কিন্তু বুঝতে পেরেছি!! :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লাগলো । :)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে :) ভাইয়া

১৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১১

কাজী মামুনহোসেন বলেছেন: সিরাম ভালা লাগল। :)

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৯

অলওয়েজ ড্রিম বলেছেন: Kicu kicu dialoguer kicu ongsho valoi hoyece. Dhalao vabe valo bolte parcina. Tobe apni parben. Valo ongsho gulo porle ter paowa jay.

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৪

তানিয়া হাসান খান বলেছেন: বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.