নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

গান-১

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০



ওরে পাগল মন...

পরের ভাল-মন্দের মাঝেই

নিজের ভাল-মন্দরও বসবাস, চলাচল,

আর পরিতৃপ্তি বুঝবি তা কখন?

সময় তোর গোলাম নয়,

অপেক্ষায় রবে তোর

সুবুদ্ধি হবে যখন।।



ওরে পাগল মন...

এক পলকে দেহ হবে রে তোর পর

রাখিস তার খবর?

ঝগড়া করিস, সব কিছু পন্ড করিস,

প্রভূকে করিস অস্বীকার ,

ভুলে সাড়ে তিন হাত কবর।।



ওরে পাগল মন...

শান্ত হয়ে ভাবিস তবু,

ছেড়ে যেতে হবে কভূ,

বসুন্ধরার পরে তোর যত

রঙিন সব স্থাবর ও অস্থাবর।।



পাগল মনও বুঝতে পারে...

খুঁজে নিতে হবে তাকে তবে..

প্রভূ ও তার সৃষ্টির

গভীরতার জ্ঞানের স্তর রবে

মনেরই সবটাতে অধিকারে।।



সময়:১১:০০ মি. রাত্রি

তারিখ:১১/৬/২০১৩ ইং



উৎসর্গ: আমার কাছে একটি গান লিখার আহ্বান এসছিল তার পক্ষ থেকেই প্রথম। এটা তাই তাকে উৎসর্গ করা হল। ভাল থেকো ভাইয়া । Abu Md Moyen

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১৮

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো আপু ।

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকেও :)

২| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: গানে ১ম ভাল লাগা ভাইয়া

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২৮

তানিয়া হাসান খান বলেছেন: হুম.. অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২২

শাহজাহান মুনির বলেছেন: ওরে পাগল মন...
পরের ভাল-মন্দের মাঝেই
নিজের ভাল-মন্দরও বসবাস, চলাচল,
আর পরিতৃপ্তি বুঝবি তা কখন?



গান সুরাকারে শুনতে চাই।

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২৯

তানিয়া হাসান খান বলেছেন: সুরকার সুর করে দিলে.। শোনানো যাবেক্ষণ :)
অনেক ধন্যবাদ :)

৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক পলকে দেহ হবে রে তোর পর
রাখিস তার খবর?
ঝগড়া করিস, সব কিছু পন্ড করিস,
প্রভূকে করিস অস্বীকার ,
ভুলে সাড়ে তিন হাত কবর।।


সুন্দর লিখেছেন । গেয়ে শুনালে আরও ভাল লাগতো :P

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: হুম.। একদিন শোনাবো সবাইকেই :)
অনেক ধন্যবাদ :)

৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
পাগল মন, মনে রে
মন কেন এত কথা বলে
||

১৩ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

তানিয়া হাসান খান বলেছেন: রাগ করেছি ভাতিজা.। ভুলে গেছ আমাকে :(

এনিওেয়ে তোমার মন কি বলে ?

৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

সুর দেবার পর কিন্তু আমাদের জানাতে ভুলবেন না।

প্লাসায়িত ।।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩১

তানিয়া হাসান খান বলেছেন: আচ্ছা ভুলবনা :)
হুম.. অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪৫

নিয়েল হিমু বলেছেন: লিরিক ভাল লাগছে । সুর দেয়া হবে কি এই গানে ? শুনতে খুব ইচ্ছা হচ্ছে :)

১৪ ই জুন, ২০১৩ রাত ২:২১

তানিয়া হাসান খান বলেছেন: হুম.। একদিন শোনাবো সবাইকেই :)
অনেক ধন্যবাদ আপনাকে :)

৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

নিশ্চয় একটি সুন্দর সুরেলা গান পাওয়া যাবে। গানের কথাগুলো সুন্দর তাই একটি সুন্দর গানের জন্য অপেক্ষায় রইলাম।

১৪ ই জুন, ২০১৩ রাত ২:২২

তানিয়া হাসান খান বলেছেন: কে অপেক্ষায় থাকেন :)
ইনশাল্লাহ অপক্ষো শেষে গান হবে :)
অনেক ধন্যবাদ আপনাকে :)

৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! মিউজিক হলে ভালো হবে ।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

তানিয়া হাসান খান বলেছেন: হুম.. অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

১০| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

রাইসুল সাগর বলেছেন: চমৎকারতো আপু। ভালোলাগা।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.