নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

বটবৃক্ষ ও তার ছায়া

১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫



ছোট বেলার মুহূর্মুহু সময় ...

আব্বুর হাতটি ধরে হাটি হাটি পা পা

করে ঘুরে বেড়ানো।

ভয়ের সময়ে কোলেতে চোখ বুজে

সাহসী হওয়ার ভান করা।

সব কাজে কৌতুহলে পাশে থাকা,

দাবা খেলার সময় ..

গুটি গুলোর দিকে তাকিয়ে

আব্বু খেয়ে চেক দাও! খেয়ে চেক দাও।

দক্ষ দাবারু হওয়ার তীব্র বাসনা,

আব্বুর চোখের আনন্দ;

আমার প্রিয় ক্ষন।

বুঝলাম বড় হয়েছি..যেদিন

হারিয়ে দিলাম তাঁকে দাবার কোটে।

আজ আমি অনেক বড় হয়েছি,

আকাশের মত বড়,

আব্বুকে কষ্ট দিয়ে বেড়ে উঠেছি।

ভালবাসার বদলে দিয়েছি চোখের জল,

তবুও মাথায় হাতটি রেখে বলেছিলেন,

শশুড় বাড়িতে ভাল থাকিস।

রাগী মেয়েটিকে রাগ না করার অনুরোধ

জানাতে একবারও ভুলে যাননি।

আকাশের মত শূধুই বড় হয়ে যাওয়া।

এই আমি তাকে দুঃখী করে,

ভেঙ্গে পরে,...

আবারও হাটতে ভুলে গেলাম।

সব কষ্ট ভুলে আবারও ছুটে এসে,

নতুন করে হাটতে শিখিয়েছেন,

যখন পৃথিবীতে বইছিল

শুধুই বদ্ধ বিষাক্ত বাতাস।

যখন আঁধারের তীব্রতা স্পর্শ করে,

ভয়ে চিৎকার করে উঠি,

দূরে বা কাছে যেখানেই থাকে

গভীর রাতেও জেগে থাকেন তিনি।

আমার সমস্ত ভালবাসা এক করে

তার ঋণ পূরণের ঐদ্ধত্য আমি

করতে পারিনা।

আমার প্রভূর কাছে চোখের জল ফেলে ফেলে,

তারই জন্য নিঃশ্বসের প্রতিটি চলাচলে আমি

শুধু দোআ করি।



উৎসর্গঃ আমার আব্বুকে। তাকে আমি বুঝিয়ে কোনদিন বলিনি, তাকে কত ভালবাসি আর শ্রদ্ধা করি। তার জন্য সবাই দোআ করবেন।বাবা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সব বাবাকে।



তানিয়া হাসান খান

সময়ঃ৯:০৫ মি.

তারিখঃ১৬/৬/২০১৩ইং

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় ক্ষন। ক্ষণ হবে। বাবাকে নিয়ে সুন্দর কবিতা। মন ছুয়ে গেল। কবিতায় প্রথম ভাল লাগা ।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

পরিতোষ পাল বলেছেন: ভাল লাগল কবিতাটা :)

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাবাকে নিয়ে সুন্দর কবিতা। মন ছুয়ে গেল।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আহহা, নাইস হাসানান্টি।
পুরাই তো ইমো খেয়ে গেলেম ||

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

তানিয়া হাসান খান বলেছেন: হুম. বুঝলাম। ভাতিজা ধন্যবাদ :)

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

বটের ফল বলেছেন: আমি সহজে কাঁদিনা। চোখে পানি আসেনা।
কেন যেন আজ চোখে পানি চলে আসলো!!!!!

বাবার সাথে ছোটবেলা থেকেই খুব একটা কথা বলা হয়ে ওঠেনি। কিন্তু বুঝি, কি পাগলের মত ভালোবাসেন তিনি আমাকে।

ভালো থাকবেন ।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৯

তানিয়া হাসান খান বলেছেন: আসলে সব সন্তানের অনুভূতিই তো এক । তাই মনে হয় এমন হল। :(

আপনাকে ধন্যবাদ অনেক। :)

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

বটের ফল বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাক আবারও ধন্যবাদ অনেক। :)

৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

তানিয়া হাসান খান বলেছেন: এ কবিতা লিখার পর থেকে আমি নিজেকেই নিজে শূধু কাদাচ্ছি। যতবার আবৃতি করছি। আমার চোখ থেকে প্রতি সেকেন্ড এ আঝরে পানি পরছে। উফ!

৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
পানি কম ঝরান, বন্যা টন্যা হয়ে গেলে সমস্যা /:)

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

তানিয়া হাসান খান বলেছেন: দূর! ভাতিজা তুমি কিছু বুঝনা, দুষ্টুমি কর।
আচ্ছা যাও আর কাদবনা। বন্যাও হবেনা। খুশিতো! :)

৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

আর.হক বলেছেন: শ্রদ্ধেয় বটবৃক্ষর জন্য দোয়া।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

১০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বাবাকে নিয়া কবিতা ভালো লাগলো :)

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ তোমাকে ভাইয়া :)

১১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার সখী সায়েদান্টি কৈ গেলেন ??

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

তানিয়া হাসান খান বলেছেন: আমার সই এখন আসমানে থাকে। ডাকব ভাতিজা ? দরকার নাকি ?

১২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আজ আমি অনেক বড় হয়েছি,
আকাশের মত বড়,
আব্বুকে কষ্ট দিয়ে বেড়ে উঠেছি।
ভালবাসার বদলে দিয়েছি চোখের জল,
তবুও মাথায় হাতটি রেখে বলেছিলেন,
শশুড় বাড়িতে ভাল থাকিস।

কবিতার এই লাইনগুলো খুব মর্মস্পর্শী।

+++++++++ কোন প্রকার দ্বিধা ছাড়াই।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

শুভকামনা অনেক

১৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে পইড়্যা

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

১৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ লেগেছে।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

১৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:১৮

একজন আরমান বলেছেন:
সকল বাবার জন্য শুভকামনা। :)

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ তোমাকে ভাইয়া :)

১৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আসমান থেকে ২-৩টা পরী নিয়ে আসতে বৈলেন আমার জন্য :D

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

তানিয়া হাসান খান বলেছেন: পরী এনে দিলে তো তোমার আর পড়ালেখা হবে না। এটা তুমি কি চাও ? অন্য কিছু চাও। তোমার আন্টিরে খবর দিয়ে দিব।

১৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

১৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩

হাসি .. বলেছেন: বাবা নিয়া কবিতা ভাল লাগলো

+++ :)

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

১৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । বাবার জন্য ভালোবাসা ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

২০| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আরে ধুর আপনি তো কিস্যু জানেনান্টি।
পরীদের অনেক পাওয়ার আসে তো।পরীক্ষার আগে তাদেরকে বলবো পাওয়ার দিয়ে সব পড়া মাথায় ঢুকায়ে দিতে,এরপর সব লিখে আসবো।পড়ার দরকার ই হবেনা :-B ||

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫১

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা আচ্ছা পরী এনে দেয়া হবে। .। :)

২১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩১

বটবৃক্ষ~ বলেছেন: khub valo laglo!! : )

tobe title dekhe vabsilam make nie likha hoise!!!! : (

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.