নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রের মিনতি

১৮ ই জুন, ২০১৩ রাত ২:০৭

(১)

আঁধারে বিলিন হয়ে যাওয়া নর যেন

আবির্ভূত হয়েছে সম্মুখে,

ইচ্ছে বা অনিচ্ছায় কষাঘাত করি তাকে,

নিজের কায়াতেই জেগে উঠে যে ছাপ,

রক্ত অশ্রু ঝড়ে পরে তাই দু চোখে।



(২)

কায়া! তুমি আমার নর কে দেখেছো ?

চুপি চুপি এসেছিল যে,

নিজেকে সুধরে নিতে প্রতিজ্ঞা করেনি বলে,

আমি তাকে তাড়িয়ে দিয়েছি।

মরুর বুকে তুফান তুলেছি,

বালুর অতলে কবর রচিত হয়েছে,

বিষাক্ত কাকড়া বিছাটির।



(৩)

যারে ভালবেসে ফিরিয়ে দিয়েছি,

হীরক-স্বর্ণখনি আর অচেনা গুপ্তধন।

সব তুচ্ছ করে আজ মোরা ....

গোধুলির মাঝেতে অচেনা ও দুর্জন?

চাঁদের আলোয় নির্ণিত মুখ

জানি ভালবাস কত তারে।

চাঁদের নিরাবতায় ভুল বুঝোনি তো না ?

জোৎস্নালোকিত খেয়া পারাপারে।



(৪)

দক্ষিনা বাতাসে বয়ে যায়

ফুলেদের মৌ ঘ্রাণ,

পশ্চিমের বাতাসে খবরে এসেছে

কবে ঝড়ের আগমন।

ওদের কাছে জেনে নিয়ে তুমি

পথ চিনে নিও যেথা অনন্ত ভূমি।

আগামীর পথে ফিরে এসো সখা.....

অপেক্ষায় আছে নক্ষত্র বিথীকা।



তানিয়া হাসান খান

সময়:১:৫৫মি.

তারিখ:১৮/০৬/২০১৩ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৩১

সোহাগ সকাল বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন। ভালো লাগলো!

১৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৩২

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগলো আপু ।।
ভালো থাকুন ।।

১৮ ই জুন, ২০১৩ রাত ২:৪০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

আপনিও খুব ভাল থাকুন।

৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

বাংলার হাসান বলেছেন: সুন্দর

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন।

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৫| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর সুন্দর।

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৬| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: নিজেকে সুধরে/ শোধরে নিতে প্রতিজ্ঞা করেনি বলে,,দক্ষিনা/দক্ষিণা বাতাসে বয়ে যায় । কয়েকটা টাইপো চোখে পড়ল।কবিতা অসাধালণ হয়েছে। ভাল লাগলো আসাধালণ কবিতা।

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

B:-) B:-) B:-)

৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইসান্টি, ভেরী নাইস।
গুড মর্নিং এবং আস সালাম ||

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ ভতিজাকে :)

ওয়ালাইকুমুস্সালাম :)

শুভ সন্ধ্যা যেন।

৮| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

গোধুলির মাঝেতে অচেনা ও দুর্জন?
চাঁদের আলোয় নির্ণিত মুখ
জানি ভালবাস কত তারে।
চাঁদের নিরাবতায় ভুল বুঝোনি তো না ?

এখানে কিছু সম্পাদনার প্রয়োজন রয়েছে। কবিতা দারুন লেগেছে।

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)
!:#P !:#P !:#P

৯| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০১

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা আপু +++++++++

ভালো থাকবেন সবসময় :)

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়াকে :)
তুমিও খুব ভাল থেকো। !:#P !:#P !:#P

১০| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯

মাহাবুব১৯৭৪ বলেছেন: +++++

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) :)

১১| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) :)

১২| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:০২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সবগুলো ভালো লেগেছে তবে চার নম্বরটি বেশি... ভালো থাকুন কবি...

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :) :)
আপনিও ভাল থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.