নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

মধু মাস/

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

আমার এ দেশে ছয় ঋতু পালা বদলেতে..

মধুমাস নামে কিছু মাস রহিয়াছে।

মাসের শুরুতে আম্র কাননে ভরিয়া উঠিয়া মন,

কাল-বৈশাখী গর্জে উঠিয়া জানায় নিমন্ত্রণ!

বালক-বালিকা ছুটোছুটি করিছে আম্র বাগান জুড়ি,

গায়ের লাজুক বধুটিও এল সহাস সঞ্চার করি।

বৃষ্টি-জলে-কাদা মাখা মাখি ঝড়ের সীমানা ভুলি,

প্রতিযোগিতায় নামিয়াছে তাহারা আম্র গুলোরে তুলি।

বাজের শব্দে ভয়ে কাপিয়া বাড়ির পথটি ধরি,

হাসিয়া কুটি কুটি হইয়াছে দেখ আলোকিত বিভাবরী।



লিচুর বাগানে উঁকি দিয়াছে তাহারা মালিনীরে নাহি দেখি

গাছেতে উঠিয়া পারিয়া আনিল আধপাঁকা লিচু সেকি!

মুখেতে দিতেই রসে ভরপুর মিষ্টি মাতাল ঘ্রাণ,

মধুর মাসেই ফলের রসেতে ওদের ভরিছে প্রাণ।

কালো জামের এক ডাল ভাঙ্গিয়া পরিয়াছে পুকর পাড়ে,

খোকাখুকু এক দৌড়ে গিয়াছে ,হারায়ে দিবে কে কারে ?

জামের রসেতে রাঙ্গাবে বলিয়া তাহারা হইল রে পরিকর,

রক্তকণা ও মেধা বৃদ্ধিতে জেন বিকল্প নাহি আর।





বায়ুচলনের গতিকে বোঝা যদিও হইয়াছে ভার..

রহস্য ঘিরিয়া চন্দ্রের আলোকে, মেঘ মানিয়াছে হার।

মধু মাসের যামিনী বুঝিবা ফলের পাঁকা ঘ্রাণে..

মায়াপাশে রাখিল মোদের অদৃশ্য এক টানে।

গাছের ডালেতে সাজিয়াছে কামরাঙ্গা ফুলের মতন সাজে,

থোকা থোকা জামরুল ঘ্রাণের পসরে ঘরে থাকিলাম না যে।

কাঁচা-পাকা পেয়ারা যেমন দেখিয়া লোভী হইয়াছে মন,

আয় কে যাবি গাছের শাখেতে আজি পেয়ারা নিমন্ত্রণ।



আমাদের বাড়ির এক পাশে গাব বৃক্ষ রহিয়াছে..

জ্বীনের আবাস শুনিয়া দামালেরা কভূ যেন ভয় পাইয়াছে।

হলুদ রঙের ফল দেখি তাহারা ভয়-ডরকে পিছনে রাখিয়া...

শাখ হইতে আনিল যেমন সুগন্ধি গাব পারিয়া।



করমচা গাছের ঝোপের মাঝে লাল ও সবুজ ফল....

কাঁটা ভরা ডালে হাত বাড়ায়ে জুড়িয়াছে কোলাহল।

ছবেদা গাছের সব চেয়ে উচু শাখে তাহারা বসে....

মন ভরালো পাকা ছবেদার রসে।



নটকনের ঘ্রাণে মন মাতানো ক্ষণ...

জুড়াইছে তাহারা পাইয়াছে যতটাক্ষণ।

শুধু গোল গোল ফল দেখা গিয়াছে পাতাহীন বেল গাছে ...

পাকিলে পথিকের মাথায় পরিবে এই ভাবনা কি আর আছে ?

শাখে উঠিয়া পারিল তাহারা বেল নামক এক ফল...

এই ফলের উপকারীতা গুলি জানা নাহি কার বল!





মধু মাসের প্রারম্ভে দেখিয়াছিলাম তরমুজ ও বাঙ্গির প্রাচুর্যতা...

কৃষকের মুখে হাসি...দোকানির ক্রয়-বিক্রয় হরদম চলিয়াছে।

এক দন্ড সস্তি পাইয়া মনে বড় আনন্দ হইয়াছিল উল্লাসে...

বুঝি দারিদ্র সীমায় যে রহিয়াছে সেও মধুর এ স্বাদ পাইয়াছে।



হাটবারে খুঁজিয়া পাইলাম টকফল ডেউয়া এক কোণে...কাঁঠালের মত দেখি.

সারি সারি কোয়া আছে বলিয়া তাহাকে কাঁঠালের ভাই বলিবে কি ?

হ্যা , কাঁঠাল! জাতীয় ফল বলিয়া তাহার ঢের গুরুত্ব রহিয়াছে..

প্রচুর ফলনের এই ফল রোজ বাজারে বেশ সস্তা হইয়াছে।



মধু মাসের নামের সন্ধিতে রসালো কাঁঠালের রহিয়াছে যে অবদান...

আনারসও সাথে সাথে হাজিরা দিয়েছে ধারাকে রাখিবে সে বেগবান।

একা একা মধুর ফলের এ ভোগ আমাদের অধিকার নয়...

প্রতিটি মানুষের মন ভরিবে যে ভোগে তাহাই মধু মাসের প্রত্যয়।



তানিয়া হাসান খান

সময়: রাত্রি ১২:০৯মি.

তারিখ: ৪/৭/২০১৩ইং



উৎসর্গঃ আমার কবিতার একজন একনিষ্ঠ ভক্ত ৥আঙ্কেল সামীর গুপ্তকে কবিতাটি উৎসর্গ করা হল। তার অনুরোধ ছিল যেন মধু মাস নিয়ে আমি কাব্য লিখি। ধন্যবাদ আর শ্রদ্ধা তাঁর জন্য।



মন্তব্য ৩৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর লিখেছেন। খুব, খুউব সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

তানিয়া হাসান খান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :) :) :)

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক সুন্দর কবিতা আপু। কবিতাটিতে ক্ল্যাসিক একটা ভাব আছে। অনেক অনেক ভালো লাগল :)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৩৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তোমাকে ভাইয়া :) :) :)

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++++ দিলাম

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তোমাকে ভাইয়া :) :) :)

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

লিচুর বাগানে উঁকি দিয়াছে তাহারা মালিনীরে নাহি দেখি
গাছেতে উঠিয়া পারিয়া আনিল আধপাঁকা লিচু সেকি!


হাটবারে খুঁজিয়া পাইলাম টকফল ডেউয়া এক কোণে...কাঁঠালের মত দেখি.
সারি সারি কোয়া আছে বলিয়া তাহাকে কাঁঠালের ভাই বলিবে কি ?


দুর্দান্ত ++++++রইল আর সোজা প্রিয়তে নিলাম।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ভাইয়া :) :) :)

আমি এত সম্মানিত হলাম। আপানি হয়ত ভাবেত পারছেন না কতটা।

ভাল থাকবেন। :)

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:


দারুন লিখেছো আপু। ফলকাব্য +++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তোমাকে ভাইয়া :) :) :)

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লিখেছেন!!! চমৎকার!!!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ভাইয়া :) :) :)

সম্মানিত হলাম অনেক। :)

৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

মাক্স বলেছেন: চমৎকার লিখেছেন।
ভালো লাগলো!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ভাইয়া :) :) :)

৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১০

সায়েদা সোহেলী বলেছেন: মধু !মধু! !
মধুর মাসে ,ফলের রসে
না :P
কবিতার রসে
জুড়াইলো যে মোর মন প্রান :) +++


তানিয়া তোমাকে মাইর , করমচা র কথা মনে করায় দিলা কেন! ? :(
আম্মু করমচা দিয়ে ইলিশ মাছের একটা তরকারি রান্না করতেন , আমার খুব পছন্দের । কত বছর যে খাইনা :((

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৮

তানিয়া হাসান খান বলেছেন: তুমিও মাইর খাবা দোস্ত। এত দিন.. আমারে ছেড়ে ..
না কোন ক্ষমা নাই।

আমার অফিসের ছাদে করমচা গাছ আছে। এসে যত খুশি নিতে পার। :) :) :)

রান্না করে তো আর পাঠতে পারব না। বিমান বন্দরেই কট..। :পি

দেশে আস তো..। পরদেশে বসে খুব ফাজিল হয়ে গেছ..।

আমি এমন এক জব করছি। মাঝে মাঝে মনে হয় এটা জব না আমার সময়ের জেল থানা।

ভাল থেকো । আপাতত বিদায় নিলাম। :(

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৫

তানিয়া হাসান খান বলেছেন: আমার প্রিয় ব্লগে আমার কাব্যখানিকে নির্বাচিত করা হয়েছে। আর আমি কিনা দেখার কেবলই সময় পেলাম। এত ভাললাগা আমি রাখব কোথায় রে.... ♥ ♥ ♥
মডারেটর প্যানেলকে অনেক ধন্যবাদ আর শুভকামনা এই সামান্য কবি মানবীর পক্ষ থেকে।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: গায়ের লাজুক বধুটিও এল সহাস সঞ্চার করি। খুব সম্ভবত সাহস হবে। মধু মাসের মধু কবিতায় ৭ম ভাল লাগা ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৭

তানিয়া হাসান খান বলেছেন: অবশেষে আর ভুল বানান ঠিকই বের করে আনলেন.। অনেক অনেক ধন্যবাদ। টাইপিং মিসটেক,।,,,, ঠিক করে নিব।
আপনার জন্য রইল অনেক শুভকামনা অনেক।
:) :) :)

১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৭

ফারিয়া বলেছেন: কবিতাটা আমার ভালো লেগেছে। কিন্তু আপু পঞ্চম প্যারায় লটকন হবে না? জাস্ট আসকিং!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩১

তানিয়া হাসান খান বলেছেন: আমার এলাকায় নটকন বলা হয়। তাই এটা লেখা। হবে হয়ত। .. ভাল করে জানলে আমাকে জানিও চেঞ্জ করে দেব।

তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর ধন্যবাদ :) :) :)

১২| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

ফারিয়া বলেছেন: একি ফল, হয়ত দুই নাম! :#)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১১

তানিয়া হাসান খান বলেছেন: হুম...। তবে সঠিক হচ্ছে লটকন...। একটা বইতে দেখলাম। ওকে চেঞ্জ করে দেবক্ষণ :)

১৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইসান্টি।
নির্বাচিতে স্থান পাওয়ায় অভিনন্দন ||

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১২

তানিয়া হাসান খান বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাতিজা.. তুমি মন্তব্য করলে আমার খুব আনন্দ লাগে মনে রেখ ভাতিজা :) :) :)

১৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১২

অপূর্ণ রায়হান বলেছেন:
ক্লাসিক ++++++++++++

ভালো থাকবেন :)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভা্ইয়া :) :) :)

তুমিও ভাল থেকো।

১৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

মুদ্‌দাকির বলেছেন: গল্প লিখেন না কেন আপনি??? আসসালামুয়ালাইকুম

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

তানিয়া হাসান খান বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম । কেমন আছেন আপনি ?
লিখব ইনশাল্লাহ :) :)

১৬| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লিখছ তো ! +++++++++++++++++++

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি :)

তোমাকে দেখে কি যে ভাল লাগছে :) :) :)

খুব ভাল থেকো

১৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪

আমি বাঁধনহারা বলেছেন:





চারিদিকে ভেসে আসছে আম-কাঁঠালের গন্ধ
সেই গন্ধে হারিয়ে যাচ্ছে কবিতার সব ছন্দ।


ভালো লাগলো প্রিয় আপু:++++++++++++++
দশম ভালো লাগা জানালাম।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। :) :) :)

খুব মনে রাখব .।তুমিও ভাল থেকো ভাই :)

১৮| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ১১ তম ভাললাগা।

+++++


অনুসারিত করলাম আপু। দেখা হবে। সময় করে আপনার অন্য পোষ্ট গুলোও পড়তে হবে।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। :) :) :

অবশ্যই পড়বে এবং মুল্যবান মন্তব্য দিবে : )

খুব ভাল থেকো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.