নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় লেখক হুমায়ুন আহমেদ-এর স্মরণে...

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১

আমার শহরের মাথার উপরে আকাশ খুব কাঁদছে ক’দিন ধরে। কাঁদছে সদ্য প্রিয় মানুষকে হারানোর দুঃখের মতন। কখনও হারানোর ব্যাথায় ফুপিয়ে কাঁদে ঝরঝর করে । কখনও নিরবে কাঁদে নিভৃতে গুড়ি গুড়ি বৃষ্টি ফোটায়। কখনও বৃষ্টি থেমে শীতল দীর্ঘশ্বাস ছেড়ে তার কষ্ট হালকা শীতল বাতাসের মাঝে লুকায়। আমি ওকে ছুঁয়ে দেখেছি আজ। ওর কষ্টে গভীরতাও তাই জেনে নিয়েছি।



আজকে আমারও মনটা ভাল নেই। আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এর মৃত্যু বার্ষিকী। তার লেখা পড়ে আমার কৈশর কেটেছে আজ তারুন্যেও তার বই-ই ‍প্রিয় বই। তার সৃষ্টি হিমুর প্রেমে পড়েছি কতবার। নিজেকে রুপা ভেবেছি একা একা । শূভ্র কে খুব মায়া হত। মিসির আলীর উপর রাগ করেছি কতবার। বই পড়ে হাসতাম বলে, কাঁদতাম বলে বাড়িতে সবাই কত হাসত আমাকে নিয়ে। আজ এই প্রিয় লেখক যে নেই, তা মনে পড়লে খুব উনমনা হয়ে যাই। আমি তার আত্মার মাগফেরাতের দোআ করি।



হে আল্লাহ! আমাদের প্রতিপালক, বিচার দিনের মালিক, এই পবিত্র রমজানের রহমত, বরকত, মাগফেরাতের মাসে তাকে তুমি পরিপূর্ণভাবে ক্ষমা করে বেহেশত নসীব কর।



আমার দেশবাসীকে সব সময় ষড়যন্ত্র আর কালো ছায়া থেকে মুক্ত কর, সারা দেশে আর মানুষের মনে শান্তি দাও। আমীন।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার খুব ইচ্ছা ছিল হিমু-রুপার রিলেশনের ১টা এন্ডিং দেখার।ওটার জন্য সবচে খারাপ লাগে।

দেশের অবস্থা খারাপ, বাসায় অবস্থা খারাপ- এত খারাপ আর ভাল্লাগে না ||

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

তানিয়া হাসান খান বলেছেন: হু.... এর তো এন্ডিং হবে না আগেই জানা কথা। পড়নি ? হিমুরা কখনও কারো হাত ধরেনা ।
এত খারাপ দূর করতে ..
কি করব ভাতিজা..। ???
বলতো.?
তাই শুধু দোআ করি। ভাল থেকো ।

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিন

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬

তানিয়া হাসান খান বলেছেন:

আমীন ।

ভাল থাকুন সব সময় ।













৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধাঞ্জলী রইলো হুমায়ূন আহমেদের প্রতি।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১:১১

তানিয়া হাসান খান বলেছেন: গভীর শ্রদ্ধাঞ্জলী

ভাল থাকুন সব সময় ।

৪| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

আরজু পনি বলেছেন:

শ্রদ্ধা রইল ।।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২

তানিয়া হাসান খান বলেছেন: গভীর শ্রদ্ধাঞ্জলী তার প্রতি.

ভাল থাকুন আপুনি :)

৫| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৭

খেয়া ঘাট বলেছেন: হে আল্লাহ! আমাদের প্রতিপালক, বিচার দিনের মালিক, এই পবিত্র রমজানের রহমত, বরকত, মাগফেরাতের মাসে তাকে তুমি পরিপূর্ণভাবে ক্ষমা করে বেহেশত নসীব কর।
আমিন, আমিন, আমিন।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩

তানিয়া হাসান খান বলেছেন: আমিন, আমিন, আমিন।

ভাল থাকুন সব সময় ।

৬| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিন।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

তানিয়া হাসান খান বলেছেন: আমিন, আমিন, আমিন।

ভাল থাকুন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.