নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

নাবিক!

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

আজকে আমার খুন জেগেছে

আঁধার রাতে জলপতনে বান ডেকেছে।

চেনা নাবিক দিক ভুলেছে,

সমুদ্রে তাই ঝড় উঠেছে, সব কেড়েছে! সব কেড়েছে!



সাহস রাখো !একলা নাবিক!

আনবে কেড়ে শান্ত ভোর।

মৃত্যু পথে আসবে সে যে...

শুনতে পাবে অচীন সোর।



জলের উপর মিছিল হবে...

সত্য পথের স্লোগান দিবে ।

মিথ্যাচারী বিলীন হবে..

নাবিক! তুমি সত্যিকারেই সফল হবে। সফল হবে।



পথভোলা এক নাবিক!

বাঁধা পরবে কি তুমি সময়ের কাছে

সহস্র বছরের ব্যাথা বুকে

যে সমুদ্র, তার কাছে ?



লুকায়িত আগ্নেয়গিরিকে কভূ দেখনি...?

উত্তাপ জ্বেলে মরে যায় কেন

তাও বুঝনি! তাও বুঝনি!



তীরে ওঠো নাবিক!

অরুদ্ধ কর বিবেক তোমার

সত্যের পথ রাঙিয়ে দেখ

কেটে যাবে সকল আঁধার ।



হতাশাকে ছুঁড়ে ফেলে

এগিয়ে চল বীরের মতন,

অনুসরণে ফিরে পাবে সব

পথ ভোলারাও যখন তখন ।



সাহসী নাবিক!

বৃষ্টি শেষের ভেজা ঘ্রানে

পাবে সম্মুখ চলার বিশ্বাসটুকু।

গাঙচিলের পিছু ছেড়ে

শৃঙ্খলিত পায়রাকে মুক্ত করে

দাও সুসংবাদের পত্রটুকু বার্তাটুকু।



পবিত্র হে নাবিক!

যে তোমার বিমুগ্ধ অনুযাত্রিক

জানি পৌছাবে ঠিক তোমার

পিছু পিছু নির্ধারিত ঠিকানায়।



ছেড়ে যাবে না তো না?

যদিও পথ হয়ে ওঠে কন্টকময় অথবা বন্ধুর---

শুধু ভীত হলে বলে দিও কি করে পাবে সত্য পথের

যথার্থ নির্ণয় ! সবটুকু নির্ণয় ‍ ।



সফল নাবিক!

মানুষে মানুষে ভেদাভেদ তুলে দিয়ে

তুমি জানাও পবিত্রতার আহ্বান।

নিজ জীবনের স্বার্থ ত্যাগে

তুমি হবে জানি চির অম্লান। চির অম্লান।



তানিয়া হাসান খান

সময়: রাত্রি: ২:৪৫ মি.

তারিখ: ২৩/০৭/২০১৩ইং



উৎসর্গঃ কবিতাটি আমার ছোট্ট একটা ভাই Tanim Khan কে তার জন্মদিনের উপহার হিসেবে পাঠানো হলো। আমার কবিতায় সব সময় তাকে পাশে পাই। হাজারো কাজের ভীরে আমি তার জন্মদিনে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম। কিছু মনে করোনা ভাইয়াটা।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

বোকামন বলেছেন:
দুর্দান্ত একটি কবিতা !

অরুদ্ধ কর বিবেক তোমার
সত্যের পথ রাঙিয়ে দেখ
কেটে যাবে সকল আঁধার ।


পোস্টে ভালোলাগা রইলো সাথে জন্মদিনের শুভেচ্ছা .....।
ভালো থাকুন আপনারা।।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৥বোকামন :) :)

আপনিও ঢের ভাল থাকুন।

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার কবিতা ! আপনার ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা !

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৥স্বপ্নবাজি অভি :) :)

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০

মাহতাব সমুদ্র বলেছেন: কবিতা আমার সবসময়ই প্রিয়। দারুন। শুভ কামনা কবির জন্য।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৥মাহতাব সমুদ্র :) :)

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ চমৎকার তো, বেশ চমৎকার।
তানিম খানকে শুভেচ্ছা ||

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার ভাতিজাকে ৥মুন :) :)

কই থাকো ? হুম ?

৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

আর কবিতা বরাবরের মতই অসাধারন।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ৥কান্ডারী অথর্ব :) :) :)

আমার ফেসবুকের ছোট ভাই । সে আমার কবিতা্র একনিষ্ঠ ভক্ত। :)

শুভেচ্ছা পাঠিয়ে দিলাম।

৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
১টা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন ছিল, ওটা নিয়ে ধকল গেসে।গতকাল শেষ হৈসে & guess what the resuLt is ! এখন রেস্টে আসি }}

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

তানিয়া হাসান খান বলেছেন: ওকে,,,,,, রেষ্ট কর.। রোজা রাখ তো?

খুব ভাল থেকো ভাতিজা :) :)

৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার কবিতা।

+++++


জন্মদিনের শুভেচ্ছা আপনার ছোট ভাইকে।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ৥স্নিগ্ধ শোভন :) :) :)
আমার ফেসবুকের ছোট ভাই । সে আমার কবিতা্র একনিষ্ঠ ভক্তও। :)

শুভেচ্ছা পাঠিয়ে দিলাম।

৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৮

অদৃশ্য বলেছেন:





খুব ভালো লাগলো লিখাটি...


শুভেচ্ছা ও
শুভকামনা রইলো...

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৪

তানিয়া হাসান খান বলেছেন: লেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৥অদৃশ্য :) :) :)

আপনাকেও শুভেচ্ছা :)

৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:


দুর্দান্ত কবিতায় +++

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া :) ৥আমিনুর রহমান :) :)

১০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

আমি ইহতিব বলেছেন: কবিতাটা অনেক ভালো লাগলো আপু। আপনার ছোট ভাইকে ঈর্ষা হচ্ছে এমন সুন্দর কবিতা পাওয়ার জন্য ;)

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে আপি :) ৥আমি ইহতিব :) :)

ঈর্ষা নয়.. সুন্দর কবিতা নিজেও একদিন পাবে এ বিশ্বাস মনে রাখতে পার। অনেক ভালবাসা জেন। :) :) :)

১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: ফররুখ আহমেদের "পান্জেরী" কবিতা মনে পড়লো।

অনেক ভালো লাগলো।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া :) ৥খেয়া ঘাট :) :)

১২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!!


অনেক ++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া :) ৥ ইরফান আহমেদ বর্ষণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.