নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

আরশী/

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১





আমার সাজ সজ্জার ঘরে..

একটি আরশী লুকানো আছে।

সকালে শিশিরে পা ভেজাতে গিয়ে...

আমি পেয়েছি এটা।

লুকিয়ে রেখেছি কেন স্বযতনে ?

ওতে যে অনেকের মুখ দেখা যায়।

আমি আমাকে দেখতে গিয়ে ...

আরশীতে দেখি ..

এক ডানা ভাঙ্গা পরীর মলিন মুখ।

ড্যাব ড্যাব করে তাকিয়ে...

রক্ত চক্ষু যুগলে ছল ছল জল।

আমি শুধাই

কে তুমি ? কি হয়েছে ?

সে বলে আমার ডানা ভেঙ্গেছে বলে...

ছেড়ে গিয়েছে আমার জোড়।

আমি কদাকার হয়ে গেছি বলে..

সে আমাকে পরিহাস করেছে।

না না ..তুমিও আমাকে দেখনা।

এ বলে সে চলে যায়।

আরশীতে..ভেসে..ওঠে

এক দুঃখিনী গায়ের বধুটির ছবি।

কলসি পাশে রেখে জলের মাঝের

ছায়ার সাথে কথা বলে একা একা।

হাতে এক গুচ্ছ ফুল...

যার পাপড়ি গুলো ছিড়ে ছিড়ে....

তার বিদেশে থাকা বরের জন্য

ভাসিয়ে দিল।

কাজল কালো চোখ ভরা জল...

তার ভালবাসার স্বামী

খুব তাড়াতাড়ি আসবে বলে

আর আসেনি কত বছর পেরিয়ে গেল।

হাত ভরা কাঁচের চুরি আজও

সে পরে আগের মতই।

আরশিতে আসে

এক সদ্য বিবাহিত নারীর মুখ.।

ভালবাসার জন্য ছেড়েছে ঘর...

সবটুকু বিশ্বাস নিলামে তুলে দিয়ে...

পুরুষ্কারে তাকে দেয়া হল ..

সহস্র বছরের বন্দী জীবন।

কোন ভাবে কাঁদলে কষ্ট কমে..?

বোবা-নিরব-ফুপিয়ে..কোন ভাবে ?

প্রশ্নের উত্তর জানতে না জানতেই ..

আরশীতে ভেসে ওঠে

আমারই অবরুদ্ধ মুখচ্ছবি।



তানিয়া হাসান খান

সময়: রাত্রি: ১২:২৯ মি.

তারিখ: ২৭/০৭/২০১৩ইং

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

সায়েদা সোহেলী বলেছেন: ।তানিয়া একটা সময় পর আর আরশীতে মুখ দেখতে নেই তাও :|

কবিতায় প্লাস প্রথম হয়েছি :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

তানিয়া হাসান খান বলেছেন: হু.ঠিক বলছো .কেমন আছো বন্ধু.। ? :)

প্রথম হওয়ার জন্য তোমাকে পুরষ্কার দেওয়া হবে :)


দোস্ত ঘুমে কিছু চোখে দেখছিনা।.
তোমার সথে এত কম দখা হয় কেন.? তুমি কি শুধু ব্লগে আছো ? ফেবুতে পাইনা :(

২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭

সায়েদা সোহেলী বলেছেন: এখন ঘুমালে সেহেরি তে উঠবা কখন ??

পুরস্কার এরঅপেক্ষায় রইলাম :)

ফেবু কে তো তালাক দিসি ,
একটু ঝামেলা হইছিল /:) :( :((

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: আমি যখনই ঘুমাই.। সেহরীতে ঠিকই ঘুম ভেঙ্গে যায়.। ফেবুতে আস.। ব্লগে আমি মাঝে মাঝেই ঢুকতে পারিনা.।তিই এখানে কম আসা হয়.।


ঝামেলা যাই হোক তোমারে ফেবুতে চাই।

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

হাত ভরা কাঁচের চুরি আজও
সে পরে আগের মতই।
আরশিতে আসে
এক সদ্য বিবাহিত নারীর মুখ.।
ভালবাসার জন্য ছেড়েছে ঘর...
সবটুকু বিশ্বাস নিলামে তুলে দিয়ে...
পুরুষ্কারে তাকে দেয়া হল ..
সহস্র বছরের বন্দী জীবন।



ভাবনায় মুগ্ধতা ++++++

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া :) শুভেচ্ছা নিবেন :)

৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

রাইসুল নয়ন বলেছেন:


কবিতায় বর্ণিত চার চরিত্রই সুন্দর,
এবং বাস্তব।
কবিতা তখনই সুন্দর যখন প্রস্তাবিত চরিত্রে লেখক নিজে ক্ষণিকের জন্য অভিনয় করে! (যা আপনি করেছেন)।

আপনার কবিতায় আপনি আপনাকে দেখেছেন আরশীতে কিন্তু ভাব অপ্রকাশ্য!
যেহেতু আপনি লেখক আপনিই নায়িকা এটা বুঝে গেছি তাই আগ্রহ নেই জানার শেষে কি হল!

এভাবে হলে পাঠক হয়তো ভাবত কি হল-

আরশীতে ভেসে ওঠে
(অজানা) অবরুদ্ধ মুখচ্ছবি।

এগুলো অন্যভাবে নিবেন না প্লিজ,এসব আমার ভাবনা!
আমি কবিতা বুঝিনা তবে ভীষণ ভালোবাসি।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

তানিয়া হাসান খান বলেছেন: কবিতাকে যে ভালবাসে সে যদি নাও বুঝে কিছু তবুও অনেক বোঝে। এর প্রমান স্বরূপ আপনার কমেন্ট টি রয়ে গেল স্মৃতি হয়ে :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৫| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৪

আমি সাজিদ বলেছেন: সুন্দর

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২০

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া :) শুভেচ্ছা নিবেন :)

৬| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
পুরাই ইউনিক হৈসে কবিতাটা, নাইস জব হাসানান্টি।
আস সালাম এন্ড গুড মর্ণিং :) ||

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৪

তানিয়া হাসান খান বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম ভাতিজা... গুড নাইট :)

তোমাকে ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৭| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে। এক কথায় চমৎকার ।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২১

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া :) শুভেচ্ছা নিবেন :)

৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.